টিকটকসহ চীনে তৈরি বিভিন্ন অ্যাপ ব্যবহারে তথ্য চুরির শঙ্কা, সতর্ক করল তাইওয়ান
Published: 6th, July 2025 GMT
চীনে তৈরি রেডনোট, উইবো, টিকটক, উইচ্যাট ও বাইদু ক্লাউড অ্যাপ ব্যবহারের কারণে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হুমকির মুখে পড়ছে বলে নাগরিকদের সতর্ক করেছে তাইওয়ানের জাতীয় নিরাপত্তা ব্যুরো (এনএসবি)। তাদের দাবি, এসব অ্যাপ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য খুব বেশি সংগ্রহ করছে এবং তা সরাসরি চীনে পাঠাচ্ছে।
এনএসবির পর্যালোচনায় দেখা গেছে, চীনে তৈরি জনপ্রিয় অ্যাপগুলো ব্যবহারকারীদের তথ্যের ওপর মাত্রাতিরিক্ত হস্তক্ষেপ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তার জন্য গুরুতর হুমকি। এনএসবি এক বিবৃতিতে জানিয়েছে, এসব অ্যাপ ব্যবহারকারীর কাছ থেকে অনুমতির সীমা ছাড়িয়ে তথ্য সংগ্রহ করছে এবং তা চীনে থাকা সার্ভারে পাঠাচ্ছে। বিষয়টি শুধু গোপনীয়তা লঙ্ঘনের নয়, জাতীয় নিরাপত্তার দিক থেকেও উদ্বেগজনক।
প্রতিটি অ্যাপকে পাঁচটি শ্রেণিতে ভাগ করে ১৫টি সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়। এই পাঁচটি শ্রেণি হলো ব্যক্তিগত তথ্য সংগ্রহ, অনুমতি ব্যবহারের মাত্রা, তথ্য স্থানান্তর ও শেয়ার, সিস্টেম ও স্মার্টফোনের তথ্য সংগ্রহ এবং বায়োমেট্রিক তথ্যে প্রবেশাধিকার। এ সূচক অনুযায়ী, রেডনোট ১৫টির সব কটিতেই নিরাপত্তা লঙ্ঘনের প্রমাণ দিয়েছে। উইবো ও টিকটক ১৩টি, উইচ্যাট ১০টি এবং বাইদু ক্লাউড ৯টি সূচকে অনিয়ম করেছে।
এনএসবির তথ্য মতে, চীনে তৈরি বিভিন্ন অ্যাপ ব্যবহারকারীদের চেহারা শনাক্ত করার পাশাপাশি স্মার্টফোনের পর্দার স্ক্রিনশট, ক্লিপবোর্ডের তথ্য, যোগাযোগের তালিকা, অবস্থানের তথ্যসহ ইনস্টল করা অন্যান্য অ্যাপের তালিকা সংগ্রহ করে। এরপর তা ব্যবহারকারীদের অজান্তেই সরাসরি চীনে থাকা বিভিন্ন সার্ভারে নিয়মিত পাঠিয়ে থাকে। এ ধরনের তথ্য স্থানান্তর ব্যক্তিগত গোপনীয়তার চরম লঙ্ঘন, যার মাধ্যমে তৃতীয় পক্ষের হাতে তথ্য অপব্যবহারের সুযোগ তৈরি হচ্ছে।
চীনা আইন অনুযায়ী, সব প্রতিষ্ঠানকে জাতীয় নিরাপত্তা, জননিরাপত্তা বা আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ব্যবহারকারীদের তথ্য সরকারকে সরবরাহ করতে হয়। তাই এসব অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীর তথ্য চীনা সরকারের নজরে চলে যাওয়ার শঙ্কা থেকেই যাচ্ছে।
সূত্র: দ্য হ্যাকার নিউজ
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অ য প ব যবহ র রক র র স গ রহ
এছাড়াও পড়ুন:
টিকটকসহ চীনে তৈরি বিভিন্ন অ্যাপ ব্যবহারে তথ্য চুরির শঙ্কা, সতর্ক করল তাইওয়ান
চীনে তৈরি রেডনোট, উইবো, টিকটক, উইচ্যাট ও বাইদু ক্লাউড অ্যাপ ব্যবহারের কারণে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হুমকির মুখে পড়ছে বলে নাগরিকদের সতর্ক করেছে তাইওয়ানের জাতীয় নিরাপত্তা ব্যুরো (এনএসবি)। তাদের দাবি, এসব অ্যাপ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য খুব বেশি সংগ্রহ করছে এবং তা সরাসরি চীনে পাঠাচ্ছে।
এনএসবির পর্যালোচনায় দেখা গেছে, চীনে তৈরি জনপ্রিয় অ্যাপগুলো ব্যবহারকারীদের তথ্যের ওপর মাত্রাতিরিক্ত হস্তক্ষেপ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তার জন্য গুরুতর হুমকি। এনএসবি এক বিবৃতিতে জানিয়েছে, এসব অ্যাপ ব্যবহারকারীর কাছ থেকে অনুমতির সীমা ছাড়িয়ে তথ্য সংগ্রহ করছে এবং তা চীনে থাকা সার্ভারে পাঠাচ্ছে। বিষয়টি শুধু গোপনীয়তা লঙ্ঘনের নয়, জাতীয় নিরাপত্তার দিক থেকেও উদ্বেগজনক।
প্রতিটি অ্যাপকে পাঁচটি শ্রেণিতে ভাগ করে ১৫টি সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়। এই পাঁচটি শ্রেণি হলো ব্যক্তিগত তথ্য সংগ্রহ, অনুমতি ব্যবহারের মাত্রা, তথ্য স্থানান্তর ও শেয়ার, সিস্টেম ও স্মার্টফোনের তথ্য সংগ্রহ এবং বায়োমেট্রিক তথ্যে প্রবেশাধিকার। এ সূচক অনুযায়ী, রেডনোট ১৫টির সব কটিতেই নিরাপত্তা লঙ্ঘনের প্রমাণ দিয়েছে। উইবো ও টিকটক ১৩টি, উইচ্যাট ১০টি এবং বাইদু ক্লাউড ৯টি সূচকে অনিয়ম করেছে।
এনএসবির তথ্য মতে, চীনে তৈরি বিভিন্ন অ্যাপ ব্যবহারকারীদের চেহারা শনাক্ত করার পাশাপাশি স্মার্টফোনের পর্দার স্ক্রিনশট, ক্লিপবোর্ডের তথ্য, যোগাযোগের তালিকা, অবস্থানের তথ্যসহ ইনস্টল করা অন্যান্য অ্যাপের তালিকা সংগ্রহ করে। এরপর তা ব্যবহারকারীদের অজান্তেই সরাসরি চীনে থাকা বিভিন্ন সার্ভারে নিয়মিত পাঠিয়ে থাকে। এ ধরনের তথ্য স্থানান্তর ব্যক্তিগত গোপনীয়তার চরম লঙ্ঘন, যার মাধ্যমে তৃতীয় পক্ষের হাতে তথ্য অপব্যবহারের সুযোগ তৈরি হচ্ছে।
চীনা আইন অনুযায়ী, সব প্রতিষ্ঠানকে জাতীয় নিরাপত্তা, জননিরাপত্তা বা আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ব্যবহারকারীদের তথ্য সরকারকে সরবরাহ করতে হয়। তাই এসব অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীর তথ্য চীনা সরকারের নজরে চলে যাওয়ার শঙ্কা থেকেই যাচ্ছে।
সূত্র: দ্য হ্যাকার নিউজ