লাল রঙের মঙ্গল গ্রহ নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। আর তাই এবার মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে আসা সবচেয়ে বড় উল্কাপিণ্ডের নিলাম কার্যক্রম শুরু করছে যুক্তরাষ্ট্রভিত্তিক নিলাম প্রতিষ্ঠান সোথবি’স। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এনডাব্লিউএ-১৬৭৮৮ নামের এই উল্কাপিণ্ডটি মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে আসা সবচেয়ে বড় উল্কাপিণ্ড। বিশাল উল্কাপিণ্ডটির ওজন ২৪.

৬৭ কিলোগ্রাম। ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিলামে তোলা হবে উল্কাপিণ্ডটি।

বিজ্ঞানীদের তথ্যমতে, ২০২৩ সালের নভেম্বরে আফ্রিকার নাইজারের আগাদেজ অঞ্চলে এক ব্যক্তি উল্কাপিণ্ডটি খুঁজে পান। নাইজারের এই অঞ্চল ডাইনোসরের জীবাশ্মের জন্য পরিচিত। সংগ্রহের পরে উল্কাপিণ্ডের নমুনা পাঠানো হয় সাংহাই জ্যোতির্বিদ্যা জাদুঘরে। পরে উল্কাপিণ্ডটি মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে এসেছে বলে নিশ্চিত করেন বিজ্ঞানীরা।

নিলাম কার্যক্রম শুরুর আগেই উল্কাপিণ্ডটি নিয়ে বেশ আলোড়ন তৈরি হয়েছে। আর তাই নিলামে উল্কাপিণ্ডটির দাম ৪০ লাখ মার্কিন ডলার বা ৪৮ কোটি ৮০ লাখ টাকা পর্যন্ত (প্রতি ডলারের বিনিময় মূল্য ১২২ টাকা ধরে) উঠতে পারে বলে আশা করছে নিলাম প্রতিষ্ঠান সোথবি’স।

সোথবি’স–এর তথ্যমতে, মঙ্গল গ্রহ থেকে আসা উল্কাপিণ্ডটি মূলত লালচে-বাদামি শিলাপাথর। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় ঘর্ষণজনিত উত্তাপের ফলে সৃষ্ট খাদ রয়েছে উল্কাপিণ্ডটিতে। সাহারা মরুভূমিতে পতনের পরেও শিলাপাথরটির ভৌত ও রাসায়নিক গঠনে তেমন কোনো পরিবর্তন হয়নি।

উল্কাপিণ্ডটির নিলাম আয়োজনের সমালোচনাও করছেন অনেকে। এ বিষয়ে স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের জীবাশ্মবিদ্যা ও বিবর্তনের অধ্যাপক স্টিভ ব্রুসেট বলেন, উল্কাপিণ্ডটি যদি কোনো অভিজাত ব্যক্তির ভল্টে রাখা হয়, তবে তা অদৃশ্য হয়ে যাবে। এটি হবে লজ্জাজনক বিষয়। জাদুঘরে রাখা হলে গবেষণা করা যাবে।

সূত্র: এনডিটিভি

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উল ক প ণ ড

এছাড়াও পড়ুন:

গণতন্ত্রের পথে সংকট দেখছেন তারেক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে জনমনে সংশয় গণতন্ত্রের পথে সংকট তৈরি করতে পারে। নির্বাচনে অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হচ্ছে। দল ক্ষতিগ্রস্ত হলেও গণতন্ত্রের স্বার্থে ছাড় দিতে বিএনপি প্রস্তুত। ৩০০ আসনে দলীয় প্রার্থী মনোনয়ন প্রায় চূড়ান্ত। নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন কার্যক্রমের অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সম্পর্কিত নিবন্ধ