জয়পুরহাট ও রংপুরে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু
Published: 6th, July 2025 GMT
জয়পুরহাট ও রংপুরের বদরগঞ্জে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। রোববার জয়পুরহাট সদর উপজেলার দিওর গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশু এবং বদরগঞ্জের পাকার মাথা রেলসেতুর পাশে যমুনেশ্বরী নদীতে গোসলে নেমে অপর দুই শিশু মারা যায়।
জয়পুরহাটে মারা যাওয়া দুই শিশু হলো জয়পুরহাট সদর উপজেলার দিওর গ্রামের মো. আবির হোসেন (৬) ও হুমাইরা আক্তার। আবির হোসেন হারুনুর রশিদের ছেলে ও হুমাইরা হাবিবুর রহমানের মেয়ে। আর বদরগঞ্জে মারা যাওয়া দুই শিশু হলো দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শিমুলবাড়ী গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে মেহেদী হাসান (১৩) ও দিনাজপুরের পার্বতীপুর উপজেলার লক্ষণপুর গ্রামের আফতাব হোসেনের ছেলে আলিফ হোসেন (১২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিওর গ্রামের শিশু আবির ও হুমাইরা প্রতিবেশী। তাদের বাড়ির পাশেই একটি পুকুর আছে। রোববার দুপুরে তারা পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন বেলা সাড়ে তিনটার দিকে দুই শিশুকে ভাসমান অবস্থায় পুকুরে দেখতে পান। দ্রুত পুকুরে নেমে দুই শিশুকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের বলেন, দিওর গ্রামে দুই শিশু পানিতে ডুবে মারা যাওয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে বদরগঞ্জের পাকার মাথা রেলসেতুর পশ্চিম প্রান্তে যমুনেশ্বরী নদীতে তিন শিশু একসঙ্গে গোসলে নামে। এর মধ্যে দুই শিশু পানিতে ডুবে যায়। অপর শিশুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে এক শিশুকে উদ্ধার করেন। পরে আরেক শিশুর সন্ধান পাওয়া যাচ্ছিল না। খবর পেয়ে বদরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে অপর শিশুর লাশ উদ্ধার করে।
ওই তিন শিশু বদরগঞ্জের একটি নুরানি মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী। তারা মাদ্রাসা থেকে পালিয়ে নদীতে গোসল করতে গিয়েছিল।
মাদ্রাসাটির শিক্ষক আসাদুল হক বলেন, ‘আজ ছুটির কারণে মাদ্রাসার আবাসিক শাখায় দিনে পাঠদান বন্ধ ছিল। এ কারণে সকাল ১০টার দিকে মাদ্রাসায় অধ্যয়নরত বড় শিক্ষার্থীদের বাইরে ফুটবল খেলার অনুমতি দিয়ে ছোট শিক্ষার্থীদের মাদ্রাসার ভেতরে রাখা হয়েছিল। ছোট ওই তিন শিশু শিক্ষার্থী মাদ্রাসার পেছনের প্রাচীর টপকিয়ে বাইরে চলে যায়।’
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আতিকুর রহমান বলেন, ঘটনাটি হৃদয়বিদারক। দুই শিশুর লাশ পুলিশি হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে তুলে দেওয়া হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: দ ওর গ র ম বদরগঞ জ উপজ ল র
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।