নতুন রাজনৈতিক দল তৈরি করলেন ইলন মাস্ক
Published: 6th, July 2025 GMT
মার্কিন ধনকুবের ইলন মাস্ক একটি নতুন রাজনৈতিক দল তৈরি করছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে নাটকীয় বিরোধের কয়েক সপ্তাহ পর তিনি এ ঘোষণা দিলেন বলে রবিবার জানিয়েছে বিবিসি।
মাস্ক তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে জানিয়েছেন, তিনি আমেরিকা পার্টি নামের একটি নতুন দল প্রতিষ্ঠা করেছেন। তিনি তার দলকে রিপাবলিকান এবং ডেমোক্রেটিক পার্টির জন্য একটি চ্যালেঞ্জ হিসাবে অভিহিত করেছেন।
তবে দলটি মার্কিন নির্বাচন কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত কিনা তা স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের বাইরে জন্ম নেওয়ায় মাস্ক মার্কিন প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার অযোগ্য। দলের নেতৃত্বে কে থাকবেন তা জানানটি এখনো মাস্ক।
ট্রাম্পের সাথে তার প্রকাশ্য বিরোধের সময় মাস্ক দল গঠনের সম্ভাবনা উত্থাপন করেছিলেন। পরবর্তীতে তিনি ট্রাম্প প্রশাসন থেকে বের হয়ে সাবেক মিত্রের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। বিরোধের সময় মাস্ক এক্স-এ একটি জরিপ পরিচালনা করেছিলেন। সেখানে ব্যবহারকারীদের জিজ্ঞাসা করা হয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি নতুন রাজনৈতিক দল থাকা উচিত কিনা।
শনিবার তার পোস্টে সেই জরিপের কথা উল্লেখ করে মাস্ক লিখেছেন, “২-১ এর ব্যবধান, আপনারা একটি নতুন রাজনৈতিক দল চান এবং আপনারা তা পাবেনেই! যখন অপচয় ও দুর্নীতির মাধ্যমে আমাদের দেশকে দেউলিয়া করার কথা আসে, তখন আমরা গণতন্ত্র নয়, একদলীয় ব্যবস্থায় বাস করি। আজ, আমেরিকা পার্টি আপনাকে আপনার স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য গঠিত হয়েছে।”
শনিবার পর্যন্ত ফেডারেল ইলেক্টোরাল কমিশন দলটিকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত করার নথি প্রকাশ করেনি।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শতকোটি বছর আগের ছত্রাক কেমন ছিল
জাপানের ওকিনাওয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিজ্ঞানীরা উন্নত জেনেটিক কৌশল ব্যবহার করে ছত্রাকের বিবর্তনের নতুন তথ্য জানিয়েছেন। তাঁদের মতে, প্রাচীন ছত্রাক কেবল নিষ্ক্রিয় জীব ছিল না, বরং তারা সক্রিয়ভাবে প্রাচীনতম স্থলজ বাস্তুতন্ত্রের গঠনে প্রভাব ফেলেছিল। উদ্ভিদ নয়, ছত্রাকই ছিল পৃথিবীর প্রথম স্থল উপনিবেশ স্থাপনকারী।
অনেক বছর ধরেই উদ্ভিদকে পৃথিবীর স্থলভাগের প্রথম উপনিবেশ স্থাপনকারী হিসেবে বিবেচনা করা হতো। তবে নতুন গবেষণায় বলা হয়েছে, ভূপৃষ্ঠে উদ্ভিদের শিকড় হওয়ার বহু আগে থেকেই ছত্রাক স্থলজ বাস্তুতন্ত্র শাসন করত। এর ফলে ছত্রাক প্রাথমিক পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্রাচীন পৃথিবীর মূল বাস্তুতন্ত্রের প্রাকৃতিক প্রকৌশলী হিসেবে কাজ করার মাধ্যমে ছত্রাক প্রাণ বিকাশের ভিত্তি তৈরি করেছিল।
গবেষণার তথ্যমতে, বন ও স্থলজ উদ্ভিদের উত্থান কোনো আকস্মিক ঘটনা ছিল না। ছত্রাক যুগ যুগ ধরে বাস্তুতন্ত্রের বিকাশ ঘটায়। এরই ধারাবাহিকতায় বিভিন্ন উদ্ভিদের বিকাশ ঘটে। বিভিন্ন ছত্রাক জলবায়ু, মাটির উর্বরতা ও অগণিত জীবের বিবর্তনকে এমনভাবে প্রভাবিত করেছিল, যা এত দিন কল্পনাও করা হয়নি। অন্য প্রাণী বা উদ্ভিদের তুলনায় ছত্রাকের আদি তারিখ বা সময় নির্ধারণ করা বেশ কঠিন।
গবেষণার তথ্যমতে, ছত্রাকের পূর্বপুরুষ প্রায় ৯০ লাখ বছর থেকে ১৪০ কোটি বছর আগে বিদ্যমান ছিল। আর প্রথম স্থলজ উদ্ভিদ প্রায় ৪ কোটি ৭০ লাখ বছর আগে আবির্ভূত হয়। এই দীর্ঘ সময়ের মধ্যে ছত্রাক সম্ভবত জলজ পরিবেশে ও স্যাঁতসেঁতে উপকূলরেখা বরাবর বৈচিত্র্য তৈরি করেছিল। এ বিষয়ে বিজ্ঞানী লেনার্ড সানথো বলেন, ছত্রাক বাস্তুতন্ত্র চালায়। পুষ্টি পুনর্ব্যবহার করে, মিথজীবী সম্পর্ক তৈরি করে এবং কখনো কখনো রোগ সৃষ্টি করে। ছত্রাক উদ্ভিদ জন্মানোর বহু আগে থেকেই পরিবেশগত ভূমিকা রাখছে। ছত্রাক হলো প্রকৃতির রাসায়নিক জাদুকর। ছত্রাক শিলা ক্ষয় করে, ফসফরাস মুক্ত করে এবং পুষ্টি স্থানান্তর করে। এই প্রক্রিয়া কঠিন স্থলজ পরিবেশকে নরম করেছিল।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
আরও পড়ুনজার্মানির হ্রদে প্লাস্টিকখেকো ছত্রাকের সন্ধান২২ জুলাই ২০২৫