Risingbd:
2025-11-08@05:55:25 GMT

আজ বিড়াল দিবস

Published: 8th, August 2025 GMT

আজ বিড়াল দিবস

বিড়াল প্রেমীদের জন্য আজ একটি বিশেষ দিন, কারণ আজ বিড়াল দিবস। বিড়াল একটি নরম প্রকৃতির বুদ্ধিমান প্রাণী। এর সংস্পর্শে যারা থাকেন তাদের হৃদয় কোমল হয়। এমনকি তাদের হৃদরোগের ঝুঁকিও কমে।  

সর্বপ্রথম ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার (IFAW) সংস্থার উদ্যোগে ২০০২ সাল থেকে ৮ আগস্ট আন্তর্জাতিক বিড়াল দিবস পালিত হয়। এরপর থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।

‘‘বিড়াল একটি অসাধারণ পোষা প্রাণী। এর স্বভাব শান্ত, বুদ্ধিমান এরা স্নেহশীল। বিড়াল অন্যান্য প্রাণীর তুলনায় এটি অনেকটা স্বাধীনচেতা। এই প্রাণী নিজেই নিজের পরিষ্কার-পরিচ্ছন্নতার যত্ন নিতে পারে। সেজন্যই প্রতিদিন এর রক্ষণাবেক্ষণে খুব বেশি সময় বা কষ্ট দিতে হয় না।’’— ব্রিটিশ লেখক মারলন এমনটাই মনে করেন।

আরো পড়ুন:

ধীরে চলছে স্বাস্থ্য খাত সংস্কার, সুপারিশ বাস্তবায়নে নেই অগ্রগতি

যেসব রোগ থাকলে ‘গ্রিন টি’ পান করবেন না

এদিকে বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিড়াল পোষার নানারকম উপকারিতা আছে। যারা বিড়াল পোষেন তাদের স্ট্রেস কম থাকে, মন আনন্দে থাকে।

বিড়াল পুষতে খুব বেশি জায়গার প্রয়োজন হয় না। ছোট্ট বাসা বা অ্যাপার্টমেন্টেও এটি অনায়াসে পালনযোগ্য। একদল গবেষক প্রায় চার হাজার পাঁচশো জন নারী ও পুরুষের ওপর গবেষণা চালিয়ে দেখেন – ‘‘যারা বিড়াল পালন করেছেন তাদের তুলনায় যারা কখনও বিড়ালের সঙ্গে সময় কাটাননি, তাদের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর আশঙ্কা ৪০ শতাংশ বেশি।’’

একাকীত্ব ঘোচাতে, হৃদরোগে ঝুঁকি কমাতে এবং হাসি-খুশি থাকতে আজই একটি বিড়াল পোষার কথা ভাবতে পারেন। তবে বিড়াল পালনে কিছু স্বাস্থ্য ঝুঁকি ও আছে। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে যা যা করতে পারেন

নিয়মিত বিড়ালের স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। বিড়ালের লিটার বক্স পরিষ্কার করার সময় গ্লাভস এবং মাস্ক ব্যবহার করতে হবে। বিড়ালের সঙ্গে খেলার পর হাত ভালো করে ধুয়ে নিতে হবে। অন্তঃসত্ত্বারা বিড়ালের সংস্পর্শে আসার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। বিড়ালকে নিয়মিত গোসল করাতে হবে এবং এর লোম পরিষ্কার রাখতে হবে। 

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বাংলাদেশকে ৫৪ রানে হারিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস টুর্নামেন্টে আজ প্রথম কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৫৪ রানে হেরেছে বাংলাদেশ। টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৬ ওভারে ২ উইকেটে ১৪৯ রান তোলে অস্ট্রেলিয়া। তাড়া করতে নেমে ৫ উইকেটে ৯৫ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস।

মং ককে অনুষ্ঠিত এ ম্যাচে দুটি ফিফটিতে বাংলাদেশের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়েছে অস্ট্রেলিয়া দল। ৮ ছক্কায় ১৪ বলে ৫১ রানে রিটায়ার্ড হার্ট হন ওপেনার বেন ম্যাকডারমট। ৭ ছক্কা ও ১ চারে ১১ বলে ৫০ রান করা অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালেক্স ক্রসও রিটায়ার্ড হার্ট হন। ৬ বলে ৩০ রান করেন উইলিয়াম বশিস্টো।

বাংলাদেশের স্পিনার রাকিবুল হাসান অস্ট্রেলিয়ার ইনিংসে প্রথম ওভারেই দুটি ওয়াইডসহ মোট ২৪ রান দেন। অবশ্য ওপেনার জ্যাক উডকে ফেরান এই বাঁহাতি। পরের ওভারে চার ছক্কা হজম করে মোট ২৫ রান দেওয়া স্পিনার মোসাদ্দেক হোসেন বশিস্টোকে ফেরান ড্রেসিংরুমে। এরপর আর অস্ট্রেলিয়ার উইকেট ফেলতে পারেননি বাংলাদেশের বোলাররা। আবু হায়দার তৃতীয় ওভারে ১৮ রান দেন, যা ইনিংসে সবচেয়ে কম রানের ওভার। পঞ্চম ওভারে হাবিবুর রহমানকে পাঁচ ছক্কা ও এক চারে মোট ৩৪ রান তোলেন ক্রস। শেষ ওভারে পেসার আবু হায়দার দেন ২৮ রান।

আরও পড়ুনআকবরের ৯ বলে ৩২ রান, শ্রীলঙ্কাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ১৮ ঘণ্টা আগে

তাড়া করতে নেমে প্রথম ওভারেই তিন উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। ক্রিস গ্রিনের করা এই ওভারে আউট হন হাবিবুর, অধিনায়ক আকবর আলী ও জিসান আলম। পরের ওভারে মোসাদ্দেকও আউট হলে দুই ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ২৮। পেস বোলিং অলরাউন্ডার আবু হায়দার একাই যা একটু লড়াই করেন। ৭ ছক্কা ও ২ চারে ১৮ বলে ৫০ রানে অপরাজিত ছিলেন তিনি। ১০ বলে ২৫ রান করেন রাকিবুল।

সেমিফাইনালের টিকিট কাটা অস্ট্রেলিয়া ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে। আজ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারায় পাকিস্তান।

দক্ষিণ আফ্রিকার ৩ উইকেটে ১০২ রান তাড়া করতে নেমে পাকিস্তান জিতেছে ৩.৫ ওভারে। ৮ ছক্কায় ১০ বলে অপরাজিত ৫০ রান করেন পাকিস্তানি ওপেনার আব্দুল সামাদ। ১৩ বলে ৩৬ রানে আউট হন খাজা নাফাই। প্রোটিয়া বোলার জর্ডান মরিসের করা শেষ ওভারে টানা পাঁচ ছক্কা মেরে ম্যাচ জেতান সামাদ। আগামীকাল সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও পাকিস্তান।

আরও পড়ুনভারতকে হারিয়ে ওভারে ছয় ছক্কা হজমের জ্বালা মেটালেন কুয়েতের ইয়াসিন১ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ