তারা বহিস্কৃত, কাউন্সিল অবৈধ: শামীম পাটোয়ারী
Published: 8th, August 2025 GMT
দলের এক সময়ের সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদদের বহিস্কৃত নেতা উল্লেখ করে শনিবার তাদের ডাকা জাতীয় পার্টির জাতীয় কাউন্সিল অবৈধ ও এখতিয়ার বহির্ভূত বলে দাবি করেছেন জিএম কাদের অংশের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। জাতীয় পার্টির নামে কাউন্সিল আয়োজনের মতো অবৈধ কর্মকাণ্ড থেকে বহিস্কৃতনেতাদের বিরত থাকার পাশাপাশি নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে শামীম পাটোয়ারী এ আহ্বান জানান।
তিনি বলেন, “আদালতে এসব বহিস্কৃত নেতা জাতীয় পার্টির চেয়ারম্যানের পদে জিএম কাদেরের থাকা ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা এবং বহিস্কৃতদের ফিরিয়ে নেওয়াসহ বেশ কয়েকটি বিষয়ে আদেশ প্রার্থনা করেছিলেন। কিন্তু আদালত জিএম কাদের চেয়ারম্যান পদে থাকতে পারবেন না এমন কোনো আদেশ দেননি। বহিস্কৃতদের ফিরিয়ে নেওয়ার বিষয়েও কোনো আদেশ দেননি। শুধুমাত্র চেয়ারম্যান দলের কার্যক্রম চালাতে পারবেন না বলে একটা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন। ফলে জিএম কাদের এখনও জাতীয় পার্টির বৈধ চেয়ারম্যান রয়েছেন। যেহেতু তিনি বৈধ চেয়ারম্যান, তার অনুমতি ছাড়া জাতীয় পার্টির কাউন্সিল ডাকার সুযোগ নাই। তারা দলে বহিস্কৃত, জাতীয় পার্টির কেউ নই।”
আরো পড়ুন:
জিএম কাদের বাদ, জাপার কাউন্সিল শনিবার
পুলিশের বাধা উপেক্ষা করে জাপার বিক্ষোভ সমাবেশ
“তাছাড়া বহিস্কৃত কোনো নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেজে কাউন্সিল ডাকা সেটা সম্পূর্ণ অবৈধ।”
শামীম হায়দার পাটোয়ারী বলেন,“গঠনতন্ত্রের ২০/২(খ) ধারাতে বলা হয়েছে চেয়ারম্যানের দীর্ঘ সময়ের অনুপস্থিতে সিনিয়র কো চেয়ারম্যান, কো চেয়ারম্যান অথবা প্রেসিডিয়ামের কো সদস্যকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ করতে পারবেন। অর্থাৎ চেয়ারম্যান গঠনতন্ত্রের ক্ষমতাবলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ করতে পারবেন। জিএম কাদের জাতীয় পার্টির বৈধ চেয়ারম্যান হিসেবে এখন দেশে রয়েছেন, সুস্থ আছেন এবং নিয়মিত অফিসে আসেন, তাছাড়া কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ করেননি। চেয়ারম্যান দায়িত্ব না দিলে অন্য কোন পন্থায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার সুযোগ জাতীয় পার্টিতে নেই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তাদের কাজ করার প্রক্রিয়াটি শুরু থেকে বেআইনি এবং অবৈধ।”
তিনি বলেন, “বহিস্কৃতদের কাউন্সিলে জাতীয় পার্টির মূল ধারার কোন নেতাকর্মী যাবে না। আমি মনে করি, আমরা দীর্ঘদিন একসাথে রাজনীতি করেছি, তাই শিষ্টাচারের কারণে তারা কাউন্সিল থেকে বিরত থাকবেন। তাদের এই কাউন্সিল রাজনীতিতে কোন সুবাতাস আনবে না। কারণ, তাদের এই কাউন্সিল আহ্বান সম্পূর্ণ অবৈধ। যারা জাতীয় পার্টি ভেঙেছে তারা কেউই রাজনীতিতে সফল হতে পারেনি। এরশাদের জাতীয় পার্টি বা জিএম কাদের এর জাতীয় পার্টি হচ্ছে মূল ধারার জাতীয় পার্টি। মূল ধারার জাতীয় পার্টি টিকে ছিল টিকে থাকবে।”
এক প্রশ্নের জবাবে পাটোয়ারী বলেন, “গত ২৮ জুন জাতীয় পার্টির জাতীয় কাউন্সিল হবার কথা ছিল। হল বরাদ্দ না পাওয়ার কারণে কাউন্সিলটি স্থগিত করা হয়। ওই সময়ে হল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টার বাজেট সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হবে। তাই, তারা আমাদের হল ভাড়ার অগ্রিম টাকা গ্রহণ করেননি।পরবর্তীতে আমরা ২৭ তারিখেও হল চেয়েছিলাম। কিন্তু, হল কর্তৃপক্ষ লিখিতভাবে হল বরাদ্দ দেওয়ার ব্যাপারে অপারগতা প্রকাশ করেন। দুঃখের বিষয় হচ্ছে, কিছু সিনিয়র নেতা এই বিষয়টিকে মিথ্যা দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। ষড়যন্ত্রমূলকভাবে এই ঘটনায় আমাদের কিছু সিনিয়র নেতারা ২৮ জুনই কাউন্সিল করার জন্য রেষারেষি শুরু করে। এর প্রেক্ষিতে ২৫ জুন জাতীয় পার্টির ৭৮টি ইউনিট কমিটির নেতারা সভা করে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর উপরে পূর্ণ আস্থা ব্যক্ত করে। একই সাথে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হলে পরবর্তীতে ২৮ জুন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যদের সভায় সর্বসম্মতিক্রমে বিশৃঙ্খলা সৃষ্টিকারী সিনিয়র নেতাদের দল থেকে বহিস্কার করার সিদ্ধান্ত হয় প্রেসিডিয়াম সদস্যদের অনুরোধের প্রেক্ষিতে ৩০ ধারা অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের অনেককেই বহিস্কার করেন। এর প্রেক্ষিতে বহিস্কৃতরা একটি দেওয়ানী মোকদ্দমা করেন। দীর্ঘ শুনানির পরে আদালত আদেশ দেন, আবেদনটি পরিবর্তিত আকারে মঞ্জুর করা হলো।”
“আদালতের নির্দেশনাটি হলো জাতীয় পার্টির চেয়ারম্যান ও দপ্তর সম্পাদকের বিরুদ্ধে মামলার পরবর্তী ধার্য্য তারিখ পর্যন্ত সাংগঠনিক কর্মকাণ্ডে অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই আদেশে জাতীয় পার্টি চেয়ারম্যানকে বাতিল করা হয়নি, চেয়ারম্যান পদ অবৈধ ঘোষণা করা হয়নি এবং বর্তমান চেয়ারম্যানকে অযোগ্য ঘোষণা করা হয়নি। মানে হচ্ছে যারা প্রাথমিক সদস্য পদসহ বহিস্কৃত হয়েছে, তারা অদ্যবধি পর্যন্ত বহিস্কৃত আছে।যারা বহিস্কৃত হয়েছেন তাদের পক্ষে জাতীয় পার্টির কোন সভায় অংশ নেওয়া অবৈধ। তারা কোন সভা ডাকতে পারেন না এবং প্রেসিডিয়াম সভা করতে পারেন না।বহিস্কৃতদের কাউন্সিল ডাকার অধিকার নেই। অনেকেই জাতীয় পার্টির পদ পদবী ব্যবহার করে সভা করছেন, কেউ মহাসচিব দাবি করছেন। প্রকৃতপক্ষে আদালতের আদাশে মহাসচিব শব্দটি ব্যবহার করা হয়নি এবং আদেশেও মহাসচিবের বিষয় উল্লেখ করা হয়নি। তাহলে আরেকজন কি করে মহাসচিব দাবি করেন? আমরা লক্ষ্য করছি আদালতের রায়ের অপব্যাখ্যা হচ্ছে। নেতাকর্মীদের বিভ্রান্ত না হতে অনুরোধ জানাচ্ছি।”
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলন, অ্যাডভোকেট মো.
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র ক উন স ল জ এম ক দ র প রব ন সদস য
এছাড়াও পড়ুন:
কুবিতে শহীদ আব্দুল কাইয়ূমের শাহাদাত বার্ষিকী পালন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিক্ষার্থী আব্দুল কাইয়ূমের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ ও ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুনসহ হলের হাউজ টিউটর, ডেপুটি রেজিস্ট্রার ও হলের আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন:
ইবি শিক্ষার্থী সাজিদ হত্যা: তদন্ত শুরু করেছে সিআইডি
জবি প্রশাসনের ‘দায়সারা’ জবাবের প্রতিবাদ শিক্ষার্থীদের
এ সময় শিক্ষার্থীরা শহীদ আব্দুল কাইয়ূমের সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
দোয়া মাহফিলে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থী এমরান হোসেন বলেন, “কাইয়ূম ভাই আমার পাশের রুমেই থাকতেন। তার সঙ্গে যখন দেখা হত, তখন তিনি সবাইকে আপনি করে সম্বোধন করতেন। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন এবং সবাইকে নামাজ পড়ার জন্য আহ্বান করতেন। তিনি বেশিরভাগ সময় নিজের বাসায় থাকতেন এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করতেন। আমরা চাই পরবর্তীতে যেই প্রশাসন আসুক, এই দিনটি যেন পালন করা হয়।”
কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ মো. হারুন বলেন, “যখন সোশ্যাল মিডিয়ায় তার (আব্দুল কাইয়ূম) ছবি দেখতে পাই, তখন মনে হয়েছিল ছেলেটি অসম্ভব ভালো ছেলে। পরবর্তীতে বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে মাধ্যমে তার সম্পর্কে জানতে পারি, আমার ধারণা ঠিক ছিল। আজকে যখন তার বাবার সঙ্গে দেখা হয়, তখন একজন পিতা হিসেবে তাকে স্বান্তনা দিতে পারিনি। জানি না তিনি কীভাবে সহ্য করছে একজন সন্তান হারানোর কষ্ট।”
তিনি বলেন, “আমরাও কারো না কারো সন্তান। তাই কোনো কিছু করার আগে আমাদের চিন্তা করা উচিত আমাদের পিতা-মাতার কথা। আমরা এখানে একটি পরিবার হিসেবে আছি। তাই সবাই সবার বিপদে এগিয়ে যাব ও সহোযোগিতার হাত বাড়িয়ে দেব।”
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল কাইয়ূম কুবির কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
ঢাকা/এমদাদুল/মেহেদী