কুড়িগ্রামে গৃহবধূকে নির্যাতনের প্রতিবাদে সড়ক অবরোধ
Published: 10th, August 2025 GMT
কুড়িগ্রামে এক গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
রবিবার (১০ আগস্ট) বেলা ১১টায় কুড়িগ্রাম-রাজারহাট সড়ক অবরোধ করেন তারা। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার টগরাইহাট এলাকার দুধখাওয়া গ্রামের রফিকুল ইসলাম সম্প্রতি কাজের সন্ধানে ঢাকা যান। এ সময় বাড়িতে স্ত্রী ও সন্তানদের রেখে আসেন।
আরো পড়ুন:
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে রাবিতে মানববন্ধন
অপরাধীদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ
কিন্তু, ঢাকায় আসার পরে আরেকটি বিয়ে করেন রফিকুল। এরপরই বাড়িতে রেখে আসা স্ত্রীর ওপর পরিবারের লোকজন দিয়ে অমানবিক নির্যাতন চালান তিনি।
একপর্যায়ে গৃহবধূর যৌনাঙ্গে মরিচের বাটনা ঢেলে দেওয়া হয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে।
শ্বশুরবাড়ির লোকজনের মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম বলেন, ‘‘এ ঘটনায় ভুক্তভোগীর মেয়ে ১২ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’’
ঢাকা/সৈকত/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক অবর ধ
এছাড়াও পড়ুন:
সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের শাস্তি দাবি
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শুক্রবার (৮ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের গৌরাঙ্গবাজার মোড়ে এই কর্মসূচির আয়োজন করে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
আরো পড়ুন:
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: প্রত্যক্ষদর্শী সহকর্মীর বর্ণনায় যা উঠে এল
গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা
তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
মানববন্ধনে বক্তারা জানান, শুধু সাংবাদিক তুহিনকে হত্যা নয়, গাজীপুরে আরেক সাংবাদিককে নৃশংসভাবে নির্যাতন করা হয়েছে। তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি মো. আল আমিন।
মানববন্ধনে বক্তব্য দেন নিউ নেশনের সিনিয়র স্টাফ রিপোর্টার আলম সারোয়ার টিটু, বাংলাদেশ প্রতিদিনের সাইফউদ্দীন আহমেদ লেনিন, কালের কণ্ঠ ও এটিএন নিউজের শফিক আদনান, প্রথম আলোর তাফসিলুল আজিজ, মাছরাঙা টেলিভিশনের বিজয় রায় খোকা, সংবাদের আবু তাহের, ইন্ডিপেনডেন্ট টিভির শাহজাহান সাজু, ডেসটিনির শামসুল আলম শাহীন, ইনকিলাবের মো. জাহাঙ্গীর শাহ্ বাদশাহ্, কালের নতুন সংবাদের খায়রুল ইসলাম, আজকের পত্রিকার সাজন আহম্মেদ পাপন, আজকের বিজনেস বাংলাদেশের আতা মোহাম্মদ উবায়েদ, আজকের দর্পণের আসাদুজ্জামান খান লিপন, ডিবিসি ও দৈনিক বাংলার রাকিবুল হাসান রোকেল, এখন টিভির মশিউর রহমান কায়েস, দেশ টিভির তোফায়েল আহমেদ তুষার, খবরের কাগজের তাসলিমা আক্তার মিতু, নতুন দিনের মোহাম্মদ আবু সাঈদ, দেশের কণ্ঠের মো. আনোয়ার হোসাইন।
ঢাকা/রুমন/মাসুদ