ফিরে দেখা: ন্যাশনাল লাভবার্ড চ্যাম্পিয়নশিপ ২০২৫
Published: 12th, August 2025 GMT
দেশের পাখিপ্রেমীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল লাভবার্ড চ্যাম্পিয়নশিপ ২০২৫’। লাভবার্ড অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এ চ্যাম্পিয়নশিপ শুক্রবার (৮ আগস্ট) কাকরাইলস্থ আইডিইবি ভবনের মাল্টিপারপাস হলে দুই দিনব্যাপী আয়োজনে সফলভাবে সম্পন্ন হয়।
প্রতিযোগিতায় অংশ নেয় দেশের বিভিন্ন জেলা থেকে আগত শতাধিক ব্রীডার ও শৌখিন পাখিপালক। প্রদর্শিত হয় ৪১টি প্রজাতির ৫০০টিরও বেশি লাভবার্ড, যার মধ্যে ছিল একাধিক বিরল রঙের মিউটেশনও। আন্তর্জাতিক মানের এই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞ আদনান সালীম। তিনি পাখির রঙের বিশুদ্ধতা, পালকের গঠন, স্বাস্থ্য এবং মানসম্পন্ন প্রজননের ভিত্তিতে মূল্যায়ন করেন।
চ্যাম্পিয়নশিপে বেস্ট ইন শো, কালার ক্লাস উইনার, ও ব্রিডার্স চয়েসসহ একাধিক ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। ছিল বিচারকের বিশেষ পুরস্কারও, যা প্রতিযোগিতার অন্যতম আকর্ষণে পরিণত হয়। প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল, যেখানে দর্শনার্থীরা পাখিদের কাছ থেকে দেখার সুযোগ পান এবং ব্রীডারদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন।
আরো পড়ুন:
বিনষ্ট করা বাবুই পাখির বাসা প্রতিস্থাপন
প্রকৃতির প্রতি ভালোবাসা
সমাপনী দিনে বিজয়ীদের হাতে ট্রফি ও সার্টিফিকেট তুলে দেন আয়োজকেরা।
লাভবার্ড অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো.
আয়োজকেরা জানান, এই জাতীয় আয়োজন দেশের পাখি-সংস্কৃতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।
ঢাকা/লিপি
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
একাদশ শ্রেণিতে ভর্তি: ইকিউ কোটায় সুযোগ যাদের
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি স্কুল–কলেজ ও শিক্ষা অফিসে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়ায় ইকিউ কোটার (এডুকেশন কোটা) সুযোগ রাখা হয়েছে। এই কোটায় সিলেকশন পাওয়া শিক্ষার্থীদের ভর্তি প্রসঙ্গে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়ে চিঠি দেওয়া হয়েছে।
আজ রোববার (১০ আগস্ট) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুনএসএসসিতে ফলাফল পুনর্নিরীক্ষণ: ঢাকা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ২৮৬, ফেল থেকে পাস ২৯৩৬ ঘণ্টা আগেচিঠিতে বলা হয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা–২০২৫ অনুযায়ী ২০২৫–২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তি কার্যক্রমে ইকিউ কোটা–২ কোটায় সিলেকশন পাওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি স্কুল, সরকারি কলেজ, সরকারি স্কুল অ্যান্ড কলেজ ও সরকারি শিক্ষা অফিসগুলোয় কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানেরা এ কোটা সুবিধা পাবে।
আরও পড়ুনযুক্তরাজ্যের চেভেনিং বৃত্তি, ১৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ের একটিতে পড়তে চাইলে করুন আবেদন৯ ঘণ্টা আগেগত ৩০ জুলাই ২০২৫–২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে আগামীকাল সোমবার, ১১ আগস্ট পর্যন্ত।
আরও পড়ুনজাপানি ভাষা শিক্ষা কোর্স, ভর্তি ফি মাত্র এক হাজার টাকা০৯ আগস্ট ২০২৫