১০ বছরের ছেলেকে বিমানবন্দরে রেখেই বেড়াতে যাচ্ছিলেন বাবা-মা, এরপর
Published: 12th, August 2025 GMT
এক কাপল তাদের দুই সন্তানকে নিয়ে দেশের বাইরে বেড়াতে যাওয়ার জন্য এয়ারপোর্টে এলেন। ওই কাপলের একটি সন্তানের বয়স ১০ বছর, আরেকটি সন্তানের বয়স আরও কম। দশ বছরের ছেলেটির সঙ্গে পাসপোর্ট থাকলেও ভিসা ছিলো না। তারপর অবিশ্বাস্য এক ঘটনা দেখা গেলো স্পেনের বার্সেলোনা বিমানবন্দরে।
বাবা-মা যখন বুঝতে পারেন তারা তাদের সন্তানকে নিয়ে দেশ ছাড়তে পারবেন না, তখন সন্তানকে রেখেই বিমানে উঠে বসেন। একা এয়ারপোর্টে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে ছেলেটি। যা এয়ারপোর্টের কর্মীদের চোখ এড়ায় না। তারা ছেলেটির সঙ্গে কথা বলে সব কথা জানতে পারেন।
ছেলেটি জানায়, তার বাবা মা অন্য দেশে বেড়াতে যাচ্ছেন। তারা বিমান উঠেও গেছেন। সময় নষ্ট না করে ওই বিমানের পাইলটকে বিষয়টি জানানো হয় বিমানবন্দ থেকে। বিষয়টি জানানো হয় বিমানবন্দরের পুলিশকেউ। তখনও বিমানটি এয়ারপোর্ট ছেড়ে যায়নি। বিমান থেকে নামিয়ে আনা হয় ওই ছেলের বাবা মাকে। এরপর তাদের থানাতেও নিয়ে যাওয়া হয়।
আরো পড়ুন:
১০ গোলের রোমাঞ্চকর ম্যাচে সিউলকে বিধ্বস্ত করল বার্সেলোনা
রাশফোর্ডের অভিষেক, তরুণদের ঝলকে বার্সার জয়
সেখানে তারা দাবি করেন,‘‘আমরা আমাদের এক আত্মীয়কে ফোন করে জানিয়ে দিয়েছিলাম ছেলেকে বিমানবন্দর থেকে যেন নিয়ে যায়।’’
সূত্র: এনডিটিভি
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব ম নবন দ
এছাড়াও পড়ুন:
হালুয়াঘাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক অটোরিকশাচালকের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। তবে অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে পারেনি।
পুলিশ, স্থানীয় বাসিন্দা কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মেয়েটি উপজেলার একটি উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে। সোমবার দুপুরে সে তার বন্ধুর সঙ্গে একটি পার্কে বেড়াতে যায়। বিকেলের দিকে সেখান থেকে বাড়ি পৌঁছে দিতে কিশোরীকে একটি অটোরিকশায় তুলে দেয় বন্ধু। এ সময় অটোরিকশাচালক হালুয়াঘাট উপজেলা শহরে পূজামণ্ডপ দেখানোর কথা বলে মেয়েটিকে নিয়ে ঘুরতে থাকেন। একপর্যায়ে মেয়েটিকে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। এরপর রাত ১১টার দিকে গামারীতলা এলাকায় মেয়েটিকে নামিয়ে দিয়ে অটোরিকশাচালক চলে যায়। এরপর মেয়েটিকে স্থানীয় লোকজন উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
খবর পেয়ে পুলিশ সোমবার রাতেই অভিযুক্ত আবুল বাশারের (২৫) বাড়িতে যায়। তবে তাঁকে পাওয়া যায়নি। ওই সময় পুলিশ তাঁর অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় থানায় অভিযোগ দিতে যায় মেয়েটির পরিবার। এ বিষয়ে রাতে হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম বলেন, ‘নিজেদের কমিউনিটির লোকজনের সঙ্গে আলোচনা করে মেয়েটির মা বাদী হয়ে অভিযোগ দিচ্ছেন। অভিযোগ হাতে পেলেই আমরা রাতেই মামলা হিসেবে গ্রহণ করব। অভিযুক্তকেও আমরা ধরে ফেলব।’