বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আপসহীনভাবে না দাঁড়ালে এই গণ–অভ্যুত্থান হতো না বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। অভ্যুত্থানের পর কেন নতুন বাংলাদেশ গঠন করতে চান, তার ব্যাখ্যা দিয়ে তিনি বলেছেন, ‘কারণ জিয়াউর রহমান নতুন বাংলাদেশ গঠনের জন্য লড়াই করেছিলেন। তাঁর ঘোষণা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এ জন্য তিনি যুদ্ধ করেছেন, নেতৃত্ব দিয়েছেন। তিনি কি সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা বা জাতীয়তাবাদের জন্য যুদ্ধ করেছিলেন? না, আমরা এসবের জন্য কেউ যুদ্ধ করিনি। আমাদের ওপর এটা চাপানো হয়েছে।’

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে গণশক্তি সভা আয়োজিত ‘জুলাই ঘোষণাপত্রে বঞ্চনা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফরহাদ মজহার বলেন, ‘৮ আগস্ট শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানে শপথ গ্রহণের সময় আমি তাৎক্ষণিক বলেছিলাম, এখানে সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটেছে। এ বিষয় বোঝার জন্য যে বুদ্ধিমত্তা ও দূরদৃষ্টি প্রয়োজন, তা না থাকলে সমাজ অশিক্ষিতই থেকে যায়। জনগণকে কী করে প্রতারণা করা হয়, কী ভাষায় প্রতারণা হয়, ওটাও তারা সহজে বুঝতে পারে না। আপনাদের বুঝতে বুঝতে এক বছর লেগে গেল। গণ–অভ্যুত্থানের পর আমরা জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলাম। তরুণেরা যারা বুলেটের মুখে দাঁড়িয়ে এই অভ্যুত্থান এনেছে, আমরা বলেছি, এটা আমাদের সবার অর্জন। আসুন, আমরা জাতীয় সরকার গঠন করি। শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধান ফেলে দিয়ে নতুন বাংলাদেশ গঠন করি।’

বিএনপির উদ্দেশে ফরহাদ মজহার বলেন, ‘বাহাত্তর সালের সংবিধান যারা লিখেছে, তারা ছিলেন পাকিস্তানি। কারণ, পাকিস্তানের সংবিধান লেখার জন্য আমরা তাদের ১৯৭০ সালে নির্বাচিত করেছিলাম। বিএনপির কাছে আমার প্রশ্ন, আপনারা যে বাহাত্তর সালের সংবিধান ধরে রাখতে চান, আপনারা কি পাকিস্তানি? জিয়াউর রহমান তো এই সংবিধান ধরে রাখতে চান নাই। যত দূর জানি, বেগম খালেদা জিয়াও এই সংবিধান রাখতে চাননি। তিনি তো বলেছেন, এই সংবিধান ছুড়ে ফেলে দিতে হবে।’

ফরহাদ মজহার আরও বলেন, ‘তাহলে আপনারা কেন গণ-অভ্যুত্থানের পরও এই সংবিধান এখনো চাপ দিয়ে ধরে রেখেছেন। গণ-অভ্যুত্থানের পর আপনারা বারবার বলেছেন, নির্বাচন লাগবে। আমরাও বলেছি, অবশ্যই নির্বাচন দরকার। নির্বাচন ছাড়া কোনো গণতন্ত্র হয় না। গণতন্ত্র মানে তো নির্বাচন নয়। আমরা আপনাদের বোঝাবার চেষ্টা করেছি, গণতন্ত্রের কথা অনুসারে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন। আপনাদের জনগণের ক্ষমতা ফিরিয়ে দিতে এত আপত্তি কেন?’

গণপরিষদ নির্বাচনকে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার প্রথম ধাপ হিসেবে উল্লেখ করে ফরহাদ মজহার বলেন, ‘গণপরিষদ আর সরকার নির্বাচন এক কথা নয়। গণপরিষদে বসে আমরা বাংলাদেশের জন্য কী ধরনের গঠনতন্ত্র, কী ধরনের রাষ্ট্র দরকার, সেটা নিয়ে তর্কবিতর্ক করতাম। উপদেষ্টা পরিষদে নতুন প্রতিনিধি নির্বাচন করে পাঠালাম। কারণ, আমরা যেন নতুন গঠনতন্ত্র পেতে পারি। আপনারা ওইটা করলেন না। আপনারা কী করলেন, ইউনূসের হাত ধরে কতগুলো কমিশন বানালেন। এই কমিশন বানিয়ে আপনারা আমাদের ধোঁকা দেওয়া শুরু করলেন। এই কমিশন বানিয়ে আপনারা অনেক সংস্কার করে ফেললেন। কমিশন গঠনের পুরো প্রক্রিয়া গণ–অভ্যুত্থানে জনগণ যে ইচ্ছা থেকে জীবন দিয়েছে, সেই ইচ্ছার বিরুদ্ধে।’

জুলাই ঘোষণাপত্রের বিষয়ে ফরহাদ মজহার বলেন, ছাত্ররা আরও আগে থেকে বারবার ঘোষণা চেয়েছেন। তাঁদের মিথ্যা বুঝিয়ে ঘোষণা দিতে দেওয়া হলো না। কিন্তু এখন একটা ঘোষণাপত্র দিলেন, সবাই যেটার সমালোচনা করছে। আমি নিজেও এটা প্রত্যাখ্যান করেছি। কারণ, আইনগতভাবে ইউনূসের জুলাই ঘোষণাপত্র ঘোষণার অধিকার নেই। তিনি শেখ হাসিনার সংবিধানের অধীন একজন উপদেষ্টামাত্র। তিনি গণ-অভ্যুত্থানের নেতা নন। তিনি গণ-অভ্যুত্থানের ফলমাত্র। ফলে গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার সামাজিক বা অন্য কোনো অধিকার তাঁর নেই।

সরকারের উদ্দেশে মজহার বলেন, ‘আপনারা সেনাবাহিনীকে দিয়ে নির্বাচন করাতে চাইছেন। কারণ, নির্বাচন করার ক্ষমতা আপনাদের নেই। কিন্তু সেনাবাহিনীর কাজ তো নির্বাচন পরিচালনা করা নয়। সেনাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র আমরা নাগরিকেরা সহ্য করব না।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এই স ব ধ ন আপন দ র জনগণ র র জন য আম দ র সরক র আপন র ক ষমত

এছাড়াও পড়ুন:

নার্সদের অমর্যাদাকর অবস্থানে রাখা হয়েছে: ফরহাদ মজহার

বাংলাদেশে জনগণের স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করাটা অত্যন্ত জরুরি হলেও এখানে পেশা হিসেবে নার্সদের অমর্যাদাসম্পন্ন একটা অবস্থানে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার।

ফরহাদ মজহার বলেন, ‘নার্সদের ডাক্তারি ব্যবস্থার অধীন একটা পেশা হিসেবে যে দেখা হয়, আমরা মনে করি এটা ভুল। এখান থেকে মুক্ত হতে হবে। নার্স সেবাটা স্বাস্থ্যসেবার একটা মৌলিক দিক। ফলে তাঁদের স্বাধীনভাবে এই পেশাকে চর্চা করবার সুযোগ–সুবিধা দিতে হবে।’

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ফরহাদ মজহার। সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ও স্বাস্থ্য আন্দোলন। স্বাস্থ্য আন্দোলনের পক্ষে বক্তব্য দেন ফরহাদ মজহার।

সরকার স্বাস্থ্যকে এখন আর জনগণের অধিকার হিসেবে স্বীকার করছে না বলে অভিযোগ করেন ফরহাদ মজহার। তিনি বলেন, ‘এখন স্বাস্থ্যকে অধিকার নয়, বাজারজাত পণ্য বানানো হয়েছে। টাকা থাকলে চিকিৎসা পাবেন, টাকা না থাকলে নয়।’

নার্সদের স্বাধীন পেশাগত চর্চা, পর্যাপ্ত প্রশিক্ষণ, ন্যায্য বেতন ও মর্যাদা নিশ্চিতের জন্য জাতীয় নার্সিং কমিশন গঠনের দাবি জানিয়ে ফরহাদ মজহার বলেন, নার্সদেরকে ডাক্তারদের হুকুমমতো চলতে হবে—এই ধারণা ভাঙতে হবে। স্বাস্থ্য মানে শুধু প্রেসক্রিপশন নয়, প্রতিরোধও একটি বড় দিক। নার্সদের মর্যাদা ও স্বাধীনতা নিশ্চিত হলে জনগণ প্রকৃত স্বাস্থ্যসেবা পাবে।

প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ মজহার বলেন, নার্সিং স্বাস্থ্যসেবার এক মৌলিক দিক। কিন্তু আমাদের সমাজে চিকিৎসাকে ডাক্তারিকরণ বা মেডিক্যালাইজেশন করা হয়েছে। অনেক রোগে ডাক্তার কিংবা ওষুধের প্রয়োজনই হয় না। এ জায়গায় নার্সরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বিএনএ) সভাপতি মো. শরিফুল ইসলাম। এক মাসের মধ্যে নার্সিং কমিশন গঠনের এক দফা দাবি বাস্তবায়ন না হলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনের সঞ্চালনা করেন বিএনএর সহসভাপতি মাহমুদ হোসেন তমাল। এতে উপস্থিত ছিলেন স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন জরিনা খাতুন, সহসভাপতি মনির হোসেন ভূঁইয়া এবং সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় নেতা-কর্মী।

সম্পর্কিত নিবন্ধ

  • সংস্কার, বিচার ও সুষ্ঠু নির্বাচনের জন্য তরুণ নেতৃত্বের বিকল্প নেই: রাশেদ খান
  • প্রধান উপদেষ্টার বক্তব্য দেশের পরিস্থিতি অস্থির করে তুলছে: ফারুক
  • নার্সদের অমর্যাদাকর অবস্থানে রাখা হয়েছে: ফরহাদ মজহার
  • ১৭ বছর এক অসুর জনগণের ভোটাধিকার হরণ করেছিল: নিপুন রায় 
  • নির্বাচিত সরকার না থাকায় অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি: আমীর খসরু
  • অধ্যাপক ইউনূসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে: অ্যাটর্নি জেনারেল
  • ড. ইউনূসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে: অ্যাটর্নি জেনারেল
  • চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করায় এনসিপির নিন্দা
  • রাষ্ট্র মানে কিন্তু গ্রামীণ ব্যাংক চালানো নয়: ফরহাদ মজহার
  • ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ভোট