মব-অস্থিরতায় জিএম কাদেরের শঙ্কা সত্য প্রমাণিত: শামীম পাটোয়
Published: 12th, August 2025 GMT
দেশে মব রাজত্ব চলছে; সামনে আরও অস্থিতিশীল হতে পারে- জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের এমন আশঙ্কা সত্য প্রমাণ হচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় সাংস্কৃতিক পার্টির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দেশে মব-রাজত্ব বিরাজমান উল্লেখ করে শামীম পাটোয়ারী বলেন, ‘‘রাষ্ট্রীয় অস্থিতিশীলতায় মানুষ ক্রমান্বয়ে আতঙ্কিত ও অসহিষ্ণু হয়ে পড়ছে। এই সুযোগে একটি গ্রুপ মানুষের মধ্যে বিভিন্ন হুজুগ তুলে যে কারো বিরুদ্ধে মব সৃষ্টি করছে। আর নিরীহ মানুষ তার শিকার হচ্ছে। সামনের দিনে দেশ আরো অস্থিতিশীল হওয়ার আশঙ্কা আছে।’’
তিনি বলেন, ‘‘জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দীর্ঘদিন ধরে মব-রাজত্বসহ বিভিন্ন বিষয়ে আশঙ্কা প্রকাশ করে আসছেন। তার প্রতিটি আশঙ্কা সত্য প্রমাণিত হয়েছে।’’
বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গন সবচাইতে অবহেলিত অভিযোগ করে দলটির মহাসচিব বলেন, ‘‘কোন সরকার সাংস্কৃতিক বিপ্লবের জন্য পরিকল্পনা ও অর্থ বরাদ্দ করে নাই। উদার তন্ত্র, ৭১ এর চেতনা, নারীর মর্যাদা রক্ষায় সাংস্কৃতিক বিপ্লবের বিকল্প নাই। বিগত আমলগুলো দলীয় ভিত্তিতে সরকার সাংস্কৃতিক ভাতা দেওয়ায় প্রকৃত সাংস্কৃতিক কর্মীরা বঞ্চিত হয়েছে। আমরা প্রকৃত সাংস্কৃতিক কর্মীদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রদানের দাবি জানাই।’’
‘‘আমাদের সাংস্কৃতিক অঙ্গন স্বতঃস্ফূর্ত যুগে যুগে উদারতন্ত্র ও মুক্ত চেতনার বিপ্লব করে আসছে। জাতীয় সাংস্কৃতিক পার্টি এই আন্দোলনে নেতৃত্ব দেবে বলেন তিনি।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদেরের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন আহমেদের সঞ্চালনায় মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ্যাড.
উপস্থিত ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা ড. নুরুল আজহার শামীম, মোঃ খলিলুর রহমান খলিল, জাহিদ হাসান, ভাইস চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন, হুমায়ুন খান, এমএ সোবাহান, আক্তার হোসেন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক নির্মল দাস, এমএ হান্নান, সামছুল আলম লিপটন, দফতর সম্পাদক মাহমুদ আলম, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন, যুগ্ম দফতর সম্পাদক সমরেশ মন্ডল মানিক, কেন্দ্রীয় সদস্য জেসমিন নূর প্রিয়াঙ্কা, প্রমুখ।
ঢাকা/নঈমুদ্দীন//
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।