সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে প্রাকৃতিক পরিবেশ ও দেশের পর্যটন খাত ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে তারা এ মানববন্ধন করেন। এ সময় তারা অবিলম্বে পাথর উত্তোলন বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায়, পাথর খেকো ঠাঁই নাই’, ‘বাঁশের লাঠি তৈরি করো, পাথর খেকো সাইজ কর’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে’, ‘লাল জুলাইয়ের বাংলায়, পাথর খেকো খায় নাই’ ইত্যাদি স্লোগান দেন। 

আরো পড়ুন:

৩ দফা দাবিতে শাবিপ্রবি প্রকৌশলী শিক্ষার্থীদের বিক্ষোভ

ডাকসুতে প্রথম দিনে মনোনয়নপত্র নিলেন ছাত্রীসহ ৭ জন

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, সিলেটের সাদা পাথর এলাকায় এখন শুধু ‘সাদা’ আছে, পাথর নেই। এখানকার সব পাথরখেকোরা পাথর খেয়ে জায়গাটি মরুভূমিতে পরিণত করেছে। পরিবেশ উপদেষ্টা বলছেন, তিনি এটা আটকাতে পারছেন না। প্রশ্ন হলো—তাদের কী এত ক্ষমতা যে প্রশাসনের সামনেই সব পাথর খেয়ে ফেলছে? আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আপনারা দ্রুত তাদের আটকান, উপযুক্ত ব্যবস্থা নিন এবং পর্যটন কেন্দ্রকে রক্ষা করুন।

ভাষাবিজ্ঞানের শিক্ষার্থী আশা তালুকদার বলেন, “সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর এলাকার সব পাথর উত্তোলন করে এলাকা সম্পূর্ণ ফাঁকা করে ফেলা হয়েছে। আমরা যদি এগুলো রক্ষা করতে না পারি, তবে বাংলাদেশের অস্তিত্বই কোথায় থাকবে? প্রশাসনের কাছে জোরালো দাবি জানাচ্ছি—এর সাথে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেন।”

রুবেল আহমেদ রাহী বলেন, “কিছুদিন আগেও পরিবেশ উপদেষ্টা রেজওয়ান হাসান সিলেট থেকে ঘুরে এসে বলেছিলেন, আর পাথর উত্তোলন হবে না। কিন্তু দেখা যাচ্ছে, প্রশাসনের নাকের ডগা থেকে দিনের আলোতেই পাথর নিয়ে যাওয়া হচ্ছে। এসব দেখেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। পরিবেশ উপদেষ্টাকে বলতে চাই—আপনি উপদেষ্টার চেয়ারে বসে কী আঙুল চুষছেন? সাদা পাথরের সব পাথর শেষ, বালি শেষ—এখন নৌকা নষ্ট করে কী করবেন? পাথরখেকোদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ দেখতে চাই। অবিলম্বে এসব চোর-অপরাধীদের শাস্তির আওতায় আনুন।”

এ সময় শিক্ষার্থীরা মানববন্ধনে তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে হবে; পরিবেশ রক্ষায় কঠোর আইন প্রণয়ন করতে হবে; পাথরখেকোদের সঙ্গে প্রশাসনকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে।

ঢাকা/সৌরভ/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট পর ব শ

এছাড়াও পড়ুন:

কুড়িগ্রামে গৃহবধূকে নির্যাতনের প্রতিবাদে সড়ক অবরোধ

কুড়িগ্রামে এক গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

রবিবার (১০ আগস্ট) বেলা ১১টায় কুড়িগ্রাম-রাজারহাট সড়ক অবরোধ করেন তারা। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার টগরাইহাট এলাকার দুধখাওয়া গ্রামের রফিকুল ইসলাম সম্প্রতি কাজের সন্ধানে ঢাকা যান। এ সময় বাড়িতে স্ত্রী ও সন্তানদের রেখে আসেন।

আরো পড়ুন:

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

অপরাধীদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ

কিন্তু, ঢাকায় আসার পরে আরেকটি বিয়ে করেন রফিকুল। এরপরই বাড়িতে রেখে আসা স্ত্রীর ওপর পরিবারের লোকজন দিয়ে অমানবিক নির্যাতন চালান তিনি।

একপর্যায়ে গৃহবধূর যৌনাঙ্গে মরিচের বাটনা ঢেলে দেওয়া হয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে।

শ্বশুরবাড়ির লোকজনের মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম বলেন, ‘‘এ ঘটনায় ভুক্তভোগীর মেয়ে ১২ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

ঢাকা/সৈকত/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • বন্দরে ডাকাতির লুন্ঠিত রড উদ্ধার, গ্রেপ্তার ৩
  • জাজিরায় ভাঙন রোধে স্থায়ী বাঁধ দেওয়ার দাবি, অন্যথায় পদ্মা সেতু ব্লকেডের ঘোষণা
  • সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে মেট্রোপলিটন প্রেস ক্লাবের মানববন্ধন
  • পাথর লুট বন্ধ করে সাদাপাথর রক্ষার দাবিতে ছাত্র-জনতার মানববন্ধন
  • রংপুরে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: আসক
  • ইসলামী ছাত্রী সংস্থার বিরুদ্ধে প্রোপাগান্ডার অভিযোগ জবি ছাত্রদলের
  • গাজীপুরে সাংবাদিক হ`ত্যার বিচারের দাবিতে বেরোবিতে মানববন্ধন
  • অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা চালুর দাবি
  • কুড়িগ্রামে গৃহবধূকে নির্যাতনের প্রতিবাদে সড়ক অবরোধ