গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্প্রতি রাজস্ব খাতের স্থায়ী কয়েকটি পদে সরাসরি জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। মোট পদ ১৭টি।

পদের বিবরণ ও সংখ্যা:

সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩): ০৩ টি পদ

মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬): ০৮ টি পদ

অফিস সহায়ক (গ্রেড-২০): ০৬ টি পদ

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ গতি থাকতে হবে। MS Word, Excel, PowerPoint সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা।

মুদ্রাক্ষরিক: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ গতি থাকতে হবে। MS Word, Excel, PowerPoint সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা।

অফিস সহায়ক: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বয়সসীমা:

১ আগস্ট ২০২৫ তারিখে আবেদনকারী প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩২ বৎসর হতে হবে। তবে, ক্রমিক ১ ও ২ এ বর্ণিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা-

আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর সময়: ২০ আগস্ট সকাল ১০ টা থেকে।

অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ২০ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫ টা

সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে Teletalk প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

আবেদন ফি:

ক্রমিক ১ ও ২ নং পদের জন্য: ১০০/- টাকা (সার্ভিস চার্জ সহ ১১২/- টাকা)।

ক্রমিক ৩ নং পদের জন্য: ৫০/- টাকা (সার্ভিস চার্জ সহ ৫৬/- টাকা)।

সকল পদের অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীগণ কর্তৃক: ৫০/- টাকা (সার্ভিস চার্জ সহ ৫৬/- টাকা)।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ

এছাড়াও পড়ুন:

ফিরে দেখা: ন্যাশনাল লাভবার্ড চ্যাম্পিয়নশিপ ২০২৫

দেশের পাখিপ্রেমীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল লাভবার্ড চ্যাম্পিয়নশিপ ২০২৫’। লাভবার্ড অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এ চ্যাম্পিয়নশিপ শুক্রবার (৮ আগস্ট) কাকরাইলস্থ আইডিইবি ভবনের মাল্টিপারপাস হলে দুই দিনব্যাপী আয়োজনে সফলভাবে সম্পন্ন হয়।

প্রতিযোগিতায় অংশ নেয় দেশের বিভিন্ন জেলা থেকে আগত শতাধিক ব্রীডার ও শৌখিন পাখিপালক। প্রদর্শিত হয় ৪১টি প্রজাতির ৫০০টিরও বেশি লাভবার্ড, যার মধ্যে ছিল একাধিক বিরল রঙের মিউটেশনও। আন্তর্জাতিক মানের এই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞ আদনান সালীম। তিনি পাখির রঙের বিশুদ্ধতা, পালকের গঠন, স্বাস্থ্য এবং মানসম্পন্ন প্রজননের ভিত্তিতে মূল্যায়ন করেন।

চ্যাম্পিয়নশিপে বেস্ট ইন শো, কালার ক্লাস উইনার, ও ব্রিডার্স চয়েসসহ একাধিক ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। ছিল বিচারকের বিশেষ পুরস্কারও, যা প্রতিযোগিতার অন্যতম আকর্ষণে পরিণত হয়। প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল, যেখানে দর্শনার্থীরা পাখিদের কাছ থেকে দেখার সুযোগ পান এবং ব্রীডারদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন।

আরো পড়ুন:

বিনষ্ট করা বাবুই পাখির বাসা প্রতিস্থাপন 

প্রকৃতির প্রতি ভালোবাসা

সমাপনী দিনে বিজয়ীদের হাতে ট্রফি ও সার্টিফিকেট তুলে দেন আয়োজকেরা।

লাভবার্ড অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো. নাহিদ কাওসার শুভ বলেন, “দেশীয় ব্রীডারদের উৎসাহিত করাই ছিল আমাদের মূল লক্ষ্য। আমরা চাই, শৌখিন পাখিপালন একটি মানসম্পন্ন ও সচেতন চর্চায় পরিণত হোক।”

আয়োজকেরা জানান, এই জাতীয় আয়োজন দেশের পাখি-সংস্কৃতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ

  • ট্রাম্পই হচ্ছেন ওয়াশিংটন ডিসির ‘সবচেয়ে কুখ্যাত অপরাধী’: মাস্কের গ্রক দিল তথ্য
  • গণ–অভ্যুত্থানের পরও বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল, ব্যতিক্রম ঘটনা: আনিসুজ্জামান চৌধুরী
  • বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বড় নিয়োগ, নেবে ৮০০ জন
  • বেসরকারি ব্যাংকে ট্রেইনি সেলস অফিসারের চাকরি, স্নাতক পাসে ৩০ পদে আবেদন
  • আজ টিভিতে যা দেখবেন (১৩ আগস্ট ২০২৫)
  • গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি, ৩৭ পদের জন্য করুন আবেদন
  • বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ৩৬ জন নিয়োগ
  • ফিরে দেখা: ন্যাশনাল লাভবার্ড চ্যাম্পিয়নশিপ ২০২৫
  • বুয়েট নেবে সহকারী ইন্সট্রৃুমেন্ট ইঞ্জিনিয়ার, বেতন ৩৫৬০০ টাকা