ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক কমিটি ও উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) গঠিত আহ্বায়ক কমিটিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালের ফার্মাসিস্ট মো. আসাদুল্লাহ মিয়াকে আহ্বায়ক ও জাতীয় সংসদ সচিবালয়ের পার্লামেন্ট মেডিকেল সেন্টারের ফার্মাসিস্ট মো.
ডি-ফ্যাবের কেন্দ্রীয় সংসদের নবগঠিত আহ্বায়ক কমিটি ৪১ সদস্যবিশিষ্ট। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
উপদেষ্টা কমিটিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে প্রধান উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে। অন্যান্য উপদেষ্টার মধ্যে রয়েছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর (পাভেল), আমরা বিএনপি পরিবার–এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।
বিবৃতিতে ডি–ফ্যাব আহ্বায়ক ও সদস্যসচিব বলেন, ‘‘আমরা বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, ড্যাব, এম-ট্যাব এবং পেশাজীবী সকল সংগঠনসহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের সাথে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে যুগপৎ আন্দোলন এবং সভা–সমাবেশে সর্বোচ্চ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করছি। সকল পর্যায়ের ফার্মাসিস্ট, শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা ও অভিনন্দন।’’
রাহাত//
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট ব এনপ সদস য
এছাড়াও পড়ুন:
মুন্নী সাহা ও তাঁর স্বামীকে সম্পদের হিসাব দেওয়ার আদেশ দুদকের
সাংবাদিক মুন্নী সাহা ও তাঁর স্বামী মো. কবীর হোসেনকে সম্পদের বিবরণী জমা দেওয়ার আদেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানে তাঁদের নামে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ বিপুল সম্পদের তথ্য পাওয়ার পর এ আদেশ জারি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।
দুদকের প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, ২০২৪–২৫ করবর্ষ পর্যন্ত মুন্নী সাহার নামে ১ কোটি ৮৫ লাখ ৩২ হাজার ৪০০ টাকার স্থাবর সম্পদ ও ১১ কোটি ৯৬ লাখ ১৭ হাজার ৭৪৯ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। সব মিলিয়ে মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ কোটি ৮১ লাখ ৫০ হাজার ১৪৯ টাকা। ওই সময় পর্যন্ত তাঁর গ্রহণযোগ্য আয় ছিল ৩ কোটি ২৪ লাখ ২৩ হাজার ৫১৩ টাকা।
অন্যদিকে কবীর হোসেনের নামে একই সময়ে ২ কোটি ১২ লাখ ৪ হাজার ১৩৫ টাকার স্থাবর সম্পদ ও ১৪ কোটি ৫৫ লাখ ৮৯ হাজার ২০৫ টাকার অস্থাবর সম্পদ পাওয়া গেছে। মোট সম্পদ ১৬ কোটি ৬৭ লাখ ৯৩ হাজার ৩৪০ টাকা। তাঁর গ্রহণযোগ্য আয় ছিল ৮ কোটি ১৭ লাখ ৪২ হাজার ৭২৫ টাকা।
দুদক বলছে, দুজনের সম্পদের পূর্ণাঙ্গ তথ্য ও আয়ের উৎস যাচাই করতে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪–এর ২৬(১) ধারায় তাঁদের কাছে সম্পদের বিবরণী চাওয়া হয়েছে।
আরও পড়ুনসাংবাদিক মুন্নী সাহা, তাঁর স্বামীসহ চারজনের ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ১৬ জুলাই ২০২৫