ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক কমিটি ও উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) গঠিত আহ্বায়ক কমিটিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালের ফার্মাসিস্ট মো. আসাদুল্লাহ মিয়াকে আহ্বায়ক ও জাতীয় সংসদ সচিবালয়ের পার্লামেন্ট মেডিকেল সেন্টারের ফার্মাসিস্ট মো.
ডি-ফ্যাবের কেন্দ্রীয় সংসদের নবগঠিত আহ্বায়ক কমিটি ৪১ সদস্যবিশিষ্ট। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
উপদেষ্টা কমিটিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে প্রধান উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে। অন্যান্য উপদেষ্টার মধ্যে রয়েছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর (পাভেল), আমরা বিএনপি পরিবার–এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।
বিবৃতিতে ডি–ফ্যাব আহ্বায়ক ও সদস্যসচিব বলেন, ‘‘আমরা বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, ড্যাব, এম-ট্যাব এবং পেশাজীবী সকল সংগঠনসহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের সাথে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে যুগপৎ আন্দোলন এবং সভা–সমাবেশে সর্বোচ্চ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করছি। সকল পর্যায়ের ফার্মাসিস্ট, শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা ও অভিনন্দন।’’
রাহাত//
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট ব এনপ সদস য
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।