‘সিলেটে মেরুদণ্ডহীন প্রশাসন এখন এদিক-সেদিক পাথর খোঁজে’
Published: 14th, August 2025 GMT
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘‘এতো ক্ষুধার্ত হলে তো বাংলাদেশ গিলে ফেলবে। আগে পাথর দিয়ে মিটফোর্ডে মানুষ মেরেছে, এখন সিলেটের সব পাথর খেয়ে ফেলেছে। দুর্বল মেরুদণ্ডহীন প্রশাসন ৩-৪ হাজার কোটি টাকার পাথর হাজার হাজার ট্রাকে ভর্তি করে নিয়ে যাওয়ার পর এখন তারা গিয়ে এদিক-সেদিক পাথর খোঁজে।’’
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর শহর শিবির আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম বলেন, ‘‘জুলাই আন্দোলনে একজন রিকশাচালক চোখ হারিয়েছেন। তিনি বলেছেন- আমার দুনিয়া অন্ধকার হলেও, আমাদের আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় আজ গোটা পৃথিবী মানুষের জন্য আলোকিত হয়েছে। তাকে জিজ্ঞেস করলাম- আপনার কষ্ট হচ্ছে? তিনি বলেন- কোনো কষ্ট নেই। তবে একটি দুঃখ আছে। সেটা হলো, আমি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে এতো বেশি ভালোবাসি, আল্লাহ আমার চোখ দুটি নিয়েছেনই। চোখ দুটি যদি আরো আগে নিতেন, আর এর মধ্য দিয়ে যদি শেখ হাসিনা পালিয়ে যেত, তাহলে হয়তো আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী বেঁচে থাকতেন।’’
আরো পড়ুন:
আরেকটি ওয়ান-ইলেভেন সৃষ্টি করবেন না: ডা.
ফেব্রুয়ারিতে নির্বাচনে জামায়াতের আপত্তি নেই: তাহের
লক্ষ্মীপুর শহর শিবিরের সভাপতি ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল আউয়াল হামদুর সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সরদার সৈয়দ আহমেদ, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আনোয়ার হোসেন, শিবিরের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাহিদুল ইসলাম, লক্ষ্মীপুর শহর শিবিরের অফিস সম্পাদক ইসমাইল হোসেন ফয়সাল প্রমুখ।
ঢাকা/লিটন/রাজীব
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গিনেস বুকে রুনা লায়লা ও তাঁর জীবনের নানা নানান বাঁক
রুনা লায়লার সৌজন্যে