১৫ আগস্ট উপলক্ষে রাজধানীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকায় সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গুলিস্তানে আওয়ামী লীগ প্রধান কার্যালয় ও ধানমন্ডির ৩২ নম্বরে বাড়ানো হয়েছে পুলিশের অবস্থান।

ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী জানিয়েছেন, ১৫ আগস্টের কার্যক্রমকে কেন্দ্র করে নাশকতা বা বিশৃঙ্খলার কোনো চেষ্টা সহ্য করা হবে না। যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সম্পূর্ণ প্রস্তুত।

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, এই দিনে কেউ যেন কোনো ধরনের নাশকতা চালাতে না পারে, সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো বা উস্কানিমূলক পোস্ট দেওয়া ব্যক্তিদের ওপর কড়া নজর রাখছে ডিএমপির সাইবার ইউনিট।

আরো পড়ুন:

চিকিৎসক দেখিয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় বউ-শাশুড়ি আহত

এএসআই’র বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ 

এদিকে, ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে নিরাপত্তা তল্লাশি চালানো হচ্ছে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও (ডিবি) মাঠে কাজ করছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসানো হয়েছে তল্লাশিচৌকি (চেকপোস্ট)। সন্দেহভাজন যেকোনো ব্যক্তি বা যানবাহনকে তল্লাশি করা হচ্ছে।

এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এবং এর আশপাশের এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে, কোনো ধরনের জমায়েত বা মিছিল থেকে বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। সার্বিকভাবে, ১৫ আগস্ট উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। 

ঢাকা/মাকসুদ/সাইফ 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সতর ক অবস থ অবস থ ন ধরন র

এছাড়াও পড়ুন:

শেখ হাসিনার রায়কে ঘিরে সচিবালয়ে নিরাপত্তা জোরদার

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা এক মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকেই সচিবালয় এলাকায় মোতায়েন আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্য। বিভিন্ন স্থানে বাড়তি চেকপোস্ট বসানো হয়েছে। সেখানে তল্লাশি এবং পরিচয় যাচাই করা হচ্ছে। 

সচিবালয়ের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী সকাল ৯টার মধ্যেই দপ্তরে পৌঁছেছেন। অনেকে জানিয়েছেন, আজ একটু বাড়তি শঙ্কা নিয়ে কর্মস্থলে আসতে হয়েছে।

সচিবালয়ের একটি দপ্তরের উপ-সচিব নাম প্রকাশ না করার শর্তে রাইজিংবিডি ডটকমকে বলেছেন, এমন পরিস্থিতিতে কিছুটা চাপ তো থাকেই। তবে, নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ার মতো। তাই, আতঙ্কের কিছু নেই বলেই মনে করি। দর্শনার্থী প্রবেশের বিষয়ে থাকতে পারে কড়াকড়ি। 

সচিবালয়ের ভেতরে দায়িত্ব পালনরত পুলিশের এক কর্মকর্তা বলেছেন, জনগণের নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাশকতা ঠেকাতে আমরা পূর্ণ সতর্ক অবস্থানে আছি।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত বাহিনী মোতায়েন রয়েছে। রবিবার বিভিন্ন অপরাধে জড়িত দুই শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কর্মসূচি পালন করতে আসা নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীও আছেন।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপারেশনস) এক ব্রিফিংয়ে বলেছেন, রাজধানীতে কোনো ধরনের অস্থিরতা বা অপ্রীতিকর ঘটনা আমরা হতে দেব না। নাগরিকদের সহযোগিতা অপরিহার্য। কেউ সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাবেন।

সচিবালয়ের বাইরের রাস্তায় মোতায়েন রয়েছে র‍্যাব, এসএমপি ও স্পেশাল ব্র্যাঞ্চের সদস্যরা। গুরুত্বপূর্ণ মোড়ে আছে মোবাইল টহল ও কুইক রেসপন্স টিম।

সচিবালয়ে আসা খাদ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা কবির হোসেন বলেছেন, রায় যা-ই হোক, আমরা চাই, যেন অস্থিরতা না বাড়ে। অফিসের স্বাভাবিক পরিবেশ বজায় থাকুক, এইটাই সবার প্রত্যাশা।

রায়কে ঘিরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঢাকা/এএএম/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • ৩২ নম্বরের দিকে যাওয়া ২টি বুলডোজার আটকে দিল সেনাবাহিনী
  • শেখ হাসিনার রায়কে ঘিরে সচিবালয়ে নিরাপত্তা জোরদার
  • আজ মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী
  • ২০২৬ সালে ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ, চাকরিজীবীরা ছুটি পাবেন ২৮ দিন
  • ২০২৬ সালে ব্যাংক বন্ধের তালিকা প্রকাশ
  • বগুড়া লেখক চক্রের কবি সম্মেলন ও পুরস্কার ঘোষণা
  • ৮৩ ইনিংস পর বাবরের সেঞ্চুরি, জয়ে সিরিজ নিশ্চিত পাকিস্তানের
  • ডায়াবেটিস দিবসে ধানমন্ডি সোসাইটির আয়োজনে আলোচনা সভা ও মেডিকেল ক্যাম্প
  • ডায়াবেটিস দিবস উপলক্ষে বিনা মূল্যে সেবা মিলবে বারডেমসহ ৩ কেন্দ্রে
  • আমরা একটা ভীষণ জাতীয় সংকটের মধ্যে আছি: জোনায়েদ সাকি