মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্ত করে খালেদা জিয়ার জন্মদিন পালন
Published: 15th, August 2025 GMT
সোনারগাঁয়ের মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্ত করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন পালন করেছে জাতীয়তাবাদী তাঁতীদল সোনারগাঁ পৌরসভা শাখা।
শুক্রবার দুপুরে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার এলাকায় মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্ত করার পর দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তাঁতীদল সোনারগাঁ পৌরসভা শাখার সভাপতি আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ-বিন-ইমতিয়াজ বকুল।
বিশেষ অতিথি ছিলেন তাঁতীদল নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সালমান আহমেদ রুবেল, স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম-আহবায়ক মনিরুজ্জামান মনির।
এ সময় স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক আতা রাব্বী জুয়েল, স্বেচ্ছাসেবক দল সোনারগাঁ থানা শাখার সাবেক ১ম যুগ্ম-আহবায়ক হাজী রুহুল আমিন, সোনারগাঁ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক মাসুদ রানা বাবু, তাঁতী দল নেতা শাহানাজ বেগম, শাহীন মিয়া, ছাত্রদল সোনারগাঁ সরকারী কলেজ শাখার সভাপতি আমিনুল ইসলাম প্রধান, নারায়নগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, স্বেচ্ছাসেবক দল নোয়াগাঁও ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শহিদুল্লাহ মিয়া, সানান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ কবির হোসেন, আল আমিন অভি, সোহেল রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে বৈদ্যেরবাজার জামে মসজিদের ইমাম হাফেজ ক্কারী মাহমুদ উল্লাহ বেগম খালেদ জিয়ার সুস্থ্যতা কামনা, ৭১ এর মুক্তিযুদ্ধের শহীদ, ৯০ এর গণআন্দোলন ও ২৪ এর গনঅভ্যুত্থানের শহীদরে রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ছ ত রদল
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে নারী-পুরুষের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক স্থান থেকে নারী ও পুরুষের দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ আগস্ট) সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।
সকাল ৯ টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের ডিএনডি লেকে আনুমানিক ২১ বছর বয়সী একজন যুবকের মরদেহ পানিতে ভেসে উঠলে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তবে ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
অপরদিকে, সকাল সাড়ে ৯টায় চিটাগাংরোডস্থ শিমরাইল মোড় এলাকায় গৃহবধূ লাকি আক্তারের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হয়।
লাকি আক্তার (৩৫) শিমরাইল মোড় এলাকার রুবেল মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, গৃহবধূ লাকি নিজের স্বামীকে রেখে নিরব নামে আরেক প্রতিবেশীর বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে প্রায় ৬ মাস ধরে যাতায়াত করছিলেন। মঙ্গলবার রাতেও তিনি নিরবের বাসায় যান। ওই বাসার সামনেই মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
নিহত লাকি আক্তারের মরদেহ উদ্ধার করতে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, নিহত নারীর স্বামীর নাম রুবেল মিয়া। তিনি নিজের স্বামীর পরিবর্তে নিরব নামে আরেক যুবকের সঙ্গে থাকছিল। আমরা ওই নিরবের বাসা থেকে মরদেহটি উদ্ধার করেছি।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “গৃহবধূ লাকি আক্তার নিরব নামক আরেক ব্যক্তির বাসায় ছিল। আশপাশের মানুষ জানিয়েছে, এই নারী দীর্ঘ ৬-৭ মাস ধরে নিরবের সঙ্গে পরকীয়া সম্পর্ক রেখে তার বাসায় যাতায়াত করতো। তার ধারাবাহিকতায় রাতেও এসেছিল।”
তিনি বলেন, “মরদেহ উদ্ধার হয়েছে। তবে পরকীয়া প্রেমিক নিরব পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার করতে অভিযান শুরু হয়েছে।”
ঢাকা/অনিক/মেহেদী