খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পূর্বাচল উপশহরে দোয়া মাহফিল
Published: 15th, August 2025 GMT
বিএনপি চেয়ারপারসন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী রূপগঞ্জ পূর্বাচল উপশহরে পালিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে শুক্রবার (১৫ আগস্ট) বিকালে পূর্বাচল উপশহরের নানা ভাই হোটেলে বিএনপি’র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়া রূপগঞ্জ উপজেলা ও দু’টি পৌরসভায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমার্থকদের অংশগ্রহনের পূর্বাচল উপশহরের নানা ভাই হোটেলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তাছাড়াও স্থানীয় মসজিদে জুম্মাবাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ৎএসময়ে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপুর্ণ সুস্থতা কামনা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার কণিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিপূর্ণ সুস্থ দীর্ঘায়ু, নিরাপদে-নির্বিঘ্নে স্বদেশ প্রত্যার্বতনে বিশেষ দোয়া করা হয়।
একই সাথে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থ-স্বাভাবিক জীবনযাপনে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন নেতৃবৃন্দ।
শুক্রবার বিকালে পূর্বাচল উপশহরের নানা ভাই হোটেলে সাড়ে ৫ টায় রূপগঞ্জ উপজেলার বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আব্দুলা সভাপতিত্বে সহসভাপতি দাউদপুর ইউনিয়ন বিএনপি সাইফুল ইসলাম হিরন মাস্টার সঞ্চালনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন এবং দেশের প্রতি তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তাঁরা তাঁর আশু রোগমুক্তি কামনা করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।
এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরীফ আহম্মেদ টুটুল, নারায়নগঞ্জ জেলার ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ,রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাছুম বাবুল,নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সাজেস্ট মোমেন,দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আবুল হোসেনসহ অনেকে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ র পগঞ জ ব এনপ রহম ন
এছাড়াও পড়ুন:
আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা মিনিবাসে আগুন
ঢাকার আশুলিয়ায় সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি মিনিবাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৭ নভেম্বর) ভোরে এ নাশকতা করা হয়। আগুনে বাসের ভেতরের আসনগুলো পুড়ে গেছে।
ওই বাসের চালক মো. পিন্টু জানিয়েছেন, গতকাল রবিবার যাত্রী পরিবহন শেষে রাতে আশুলিয়ার বেরন এলাকায় সড়কের পাশে গ্রামীণ পরিবহনের মিনিবাসটি দাঁড় করিয়ে রাখা হয়। ভোর ৪টার দিকে চালকের সহকারী বাসটি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে ওয়াশরুমে যান। ভোর পৌনে ৫টার দিকে তিনি ফিরে এসে বাসে আগুন দেখতে পান। পরে আশপাশের লোকজন পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
তিনি বলেন, আগুনে সব সিট (আসন) পুইড়া গেছে। এটা ৩২ সিটের গাড়ি। ২ লাখ টাকার মতো ক্ষতি হইছে। খবর পেয়ে আশুলিয়া থানার পুলিশও আসছিল।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেছেন, বাসে অগ্নিসংযোগ করা হয়েছিল। ওই এলাকায় আমাদের টহল টিম ছিল। তারা দ্রুত সেখানে গিয়ে ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। নাশকতার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
ঢাকা/সাব্বির/রফিক