ম্যানচেস্টার সিটির গত মৌসুমটা ছিল পুরোপুরি ব্যর্থতায় মোড়ানো। শিরোপাহীন থাকা ছাড়াও পারফরম্যান্সের মান ক্রমেই নিচের দিকে গিয়েছিল। পেপ গার্দিওলার পরিচিত ছন্দও যেন কোথায় হারিয়ে গিয়েছিল। সেই হতাশা কাটিয়ে উঠতে ২০২৫-২৬ মৌসুমকেই নতুন শুরুর মৌসুম হিসেবে দেখছে সিটি। এরই মধ্যে দলে এসেছে বড় পরিবর্তনও।

সিটি ছেড়ে গেছেন বহুদিনের পরীক্ষিত যোদ্ধা ও কিংবদন্তি কেভিন ডি ব্রুইনা। ব্যর্থতার দায়ে ধারে এভারটনে গেছেন ক্লাবের সবচেয়ে দামি ফুটবলার জ্যাক গ্রিলিশ। বিপরীতে ক্লাবটিতে যোগ দিয়েছে বেশ কয়েকটি তরুণ মুখ। যাঁদের দুজনের গতকাল রাতে প্রিমিয়ার লিগে অভিষেকও হয়ে গেছে। অভিষিক্ত সেই দুই ফুটবলার হলেন তিজানি রেইন্ডার্স ও রায়ান শেরকি।

২৭ বছর বয়সী রেইন্ডার্স গতকাল রাতে উলভসের বিপক্ষে মূল একাদশেই জায়গা পান। সুযোগ পেয়ে গার্দিওলার আস্থার প্রতিদানও তিনি দিয়েছেন দারুণভাবে। শুরু থেকে দুর্দান্ত খেলা রেইন্ডার্স নিজের আসল জাদু দেখান ম্যাচের ৩৪ মিনিটে। নিজেদের অর্ধ থেকে বল পেয়ে আক্রমণে ওঠেন তিনি। এরপর ট্যাকল করতে আসা দুজনকে কাটিয়ে ফ্লিক করে বল বাড়ান রিকো লুইসের উদ্দেশে।

আরও পড়ুনহলান্ডের জোড়া গোল, বড় জয়ে শুরু ম্যান সিটির২১ ঘণ্টা আগে

লুইসের পাস থেকে গোল করে সিটিকে এগিয়ে দেন হলান্ড। ৩ মিনিট পরের গোলটা অবশ্য রেইন্ডার্স নিজেই করেছেন। অস্কার ববের পাসে রানিং শটে লক্ষ্যভেদ করেন এই ডাচ মিডফিল্ডার। এরপর হলান্ডের করা তৃতীয় গোলটিরও নেপথ্য নায়ক ছিলেন তিনি। আক্রমণ তৈরিতে সহায়তার পাশাপাশি চমৎকার এক ব্যাকপাসে হলান্ডকে অ্যাসিস্টও করেছেন রেইন্ডার্স।

সিটিতে অভিষেকেই আলো ছড়ালেও, রেইন্ডার্সের মুগ্ধতার গল্প নতুন নয়। এর আগে এসি মিলানের হয়েও নিজের জাত চিনিয়েছেন তিনি। গত মৌসুমে সিরি আ’র বর্ষসেরা দলে জায়গা করে নেওয়ার পাশাপাশি নির্বাচিত হয়েছিলেন লিগের বর্ষসেরা মিডফিল্ডারও। সতীর্থদের গোল বানিয়ে দেওয়ার পাশাপাশি নিজেও লক্ষ্যভেদে সিদ্ধহস্ত।

গোলের পর রায়ান শেরকি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ইন ড র স হল ন ড

এছাড়াও পড়ুন:

সিপিএলের প্রথম ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ সাকিব, হারে শুরু অ্যান্টি

দুই মৌসুম পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ফিরলেও প্রত্যাশিত সূচনা হলো না সাকিব আল হাসানের। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকার পর ইংল্যান্ডে এক সপ্তাহের প্রস্তুতি নিয়েও তিনি অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে প্রথম ম্যাচে ব্যাট ও বলে ছিলেন নিষ্প্রভ।

ওয়ার্নার পার্কে উদ্বোধনী ম্যাচে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের কাছে ৬ উইকেটে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে অ্যান্টিগা। টস হেরে আগে ব্যাট করে দলটি গুটিয়ে যায় মাত্র ১২১ রানে। যুক্তরাষ্ট্রের অলরাউন্ডার কারিমা গোরে একাই করেন দলের অর্ধেকের বেশি রান, ৩৪ বলে ৬১। বাকিদের মধ্যে কেউ ১২ রানের বেশি করতে পারেননি।

ছয়ে নেমে সাকিব খেলেন ১৬ বল, করেন মাত্র ১১ রান, কোনো বাউন্ডারি ছাড়াই। টাইমিংয়ে ভুগে শেষ পর্যন্ত ছক্কার চেষ্টায় ওয়াকার সালামখেইলের হাতে ক্যাচ দেন লং-অফে। বল হাতে পান মাত্র এক ওভার, দেন ৬ রান, পাননি কোনো উইকেট।

আরো পড়ুন:

সাকিব আলো ছড়ালেও হতাশার দিন কাটলো মায়ামি ব্লেজের

সাকিবের দরজা সবসময় খোলা: বিসিবি পরিচালক 

অ্যান্টিগার বিপর্যয়ে শুরুটা হয় নবাগত জুয়েল অ্যান্ড্রুর প্রথম ওভারে উইকেট হারিয়ে। এরপর রাকিম কর্নওয়াল, বেভন জ্যাকবস, ফ্যাবিয়ান অ্যালেন দ্রুত ফেরেন সাজঘরে। অধিনায়ক ইমাদ ওয়াসিম ও ওডিন স্মিথও দলের হাল ধরতে ব্যর্থ হন।

বোলিংয়ে আফগানিস্তানের বাঁহাতি রিস্ট স্পিনার সালামখেইল ছিলেন অনবদ্য। ৪ উইকেট নেন মাত্র ২২ রানে। ফাজল হক ফারুকি ও নাসিম শাহ নেন ২টি করে উইকেট।

রান তাড়ায় সেন্ট কিটসকে খুব একটা কষ্ট করতে হয়নি। এভিন লুইস ঝড় তোলেন ১৩ বলে ২৫ রান করে। যদিও রাইলি রুশো শূন্য এবং কাইল মেয়ার্স ১৫ রানে ফিরেন। এরপর আলিক আথানেজের অপরাজিত ৩৭ ও জেসন হোল্ডারের ১৮ রানে সহজ জয় নিশ্চিত হয়।

অ্যান্টিগার হয়ে কর্নওয়াল নেন ২ উইকেট। ওবেড ম্যাককয় ও আল্লাহ মোহাম্মদ গজনফার পান একটি করে। ষষ্ঠ বোলার হিসেবে আক্রমণে এসে সাকিবের প্রভাব ছিল নগণ্য। ততক্ষণে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে।

বাংলাদেশ সময় আগামী রোববার ভোর ৫টায় সাকিবদের পরবর্তী ম্যাচ বার্বাডোস রয়্যালসের বিপক্ষে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • বাবর-রিজওয়ানকে বাদ দিয়ে পাকিস্তানের এশিয়া কাপের দল ঘোষণা
  • ৯ জনের মায়োর্কাকে হারিয়েও অসন্তুষ্ট বার্সা কোচ ফ্লিক
  • ছাত্রীর আপত্তিকর ছবি-ভিডিও ফেসবুকে, শিক্ষক গ্রেপ্তার
  • সোনাগাজীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা, দুই ভাই গ্রেপ্তার
  • অনলাইনে আবেদন করেই পূবালী ব্যাংকের আবাসন ঋণ পাবেন, কী কী লাগবে
  • আলাস্কা শীর্ষ বৈঠক: ট্রাম্পের হার-জিত না হলেও বড় জয় পুতিনের
  • শেষ ৫৩ রানের ৪৮-ই ম্যাক্সওয়েলের, ২ উইকেটের জয়ে সিরিজ অস্ট্রেলিয়ার
  • ভিডিওতে দেখা যাচ্ছে খুনিদের, তবু ধরছে না পুলিশ—ক্ষোভ রূপলালের স্ত্রীর
  • সিপিএলের প্রথম ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ সাকিব, হারে শুরু অ্যান্টি