বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কচুবনিয়া এলাকা থেকে নুরুল আবছার (১৮) নামে এক রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৭ আগস্ট) দুপুরে কুমির প্রজনন কেন্দ্র সংলগ্ন এলাকার একটি রাবার বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নুরুল আবছার কক্সবাজারের উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লকের বাসিন্দা জাফর আলমের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন আবছার। পরে একাধিকবার চেষ্টা করেও তার মোবাইলে যোগাযোগ করতে পারেননি পরিবারের সদস্যরা। রবিবার সকালে স্থানীয়রা একটি রাবার বাগানে তার গলা কাটা মরদেহ দেখতে পান।

আরো পড়ুন:

চকরিয়ায় হত্যা মামলার আসামি গুলিতে নিহত

মাদকাসক্ত ছেলেকে হত্যা, অভিযুক্ত বাবা পলাতক 

ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) জাফর ইকবাল বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, তাকে হত্যা করা হয়েছে। নিহতের অটোরিকশা ও মোবাইল পাওয়া যায়নি।’’

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.

মাসরুরুল হক বলেন, ‘‘এ ঘটনায় নিহতের বাবা হত্যা মামলা দায়ের করেছেন। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।’’

ঢাকা/চাই মং/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য উদ ধ র

এছাড়াও পড়ুন:

গিনেস বুকে রুনা লায়লা ও তাঁর জীবনের নানা নানান বাঁক

রুনা লায়লার সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ