বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) ৮ কোটি ১০ লাখ ডলার বাজেয়াপ্ত করা হয়েছে। এই তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন খান। তিনি বলেন, আদালতের মাধ্যমে এই অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে। বিস্তারিত পড়ুন.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সাতক্ষীরা সীমান্ত দিয়ে আরো ১৫ বাংলাদেশিকে হন্তান্তর
সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্ত দিয়ে আরো ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃতদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তুলে দেয় তারা।
ফেরত আসাদের মধ্যে পাঁচজন শিশু, পাঁচজন নারী ও পাঁচজন পুরুষ রয়েছেন।
আরো পড়ুন:
বিজিবিতে চাকরি পেলেন ফেলানীর ছোট ভাই
সাতক্ষীরা সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর
তলুইগাছা বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেম বলেন, “গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে সীমান্তের শূন্যরেখায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে হস্তান্তর করা ব্যক্তিদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক বলেন, গত শনিবার সকাল ১১টার দিকে ভারতের উত্তর চব্বিশ পরগনার বশিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্ট এলাকায় নারী-শিশুসহ ১৫ জনকে আটক করে বিএসএফ। পরে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও বিজিবি-৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক ব্যক্তিদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। যাচাই-বাছাই শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ঢাকা/শাহীন/মাসুদ