দেশের বাইরে থাকা সাকিব আল হাসান বিভিন্ন ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলছেন। নানা জটিলতায় তার দেশের জার্সিতে খেলার সুযোগ নেই। সাকিব যা করে গেছেন তাই ইতিহাসের কালিতে লেখা আছে। অর্জনে প্রাপ্তিতে সবসময়ই তিনি সবার সেরা। 

সাকিবের অনুপস্থিতে তার রেকর্ডগুলো হয়ে যাচ্ছে হাতছাড়া। লম্বা সময় ধরে সাকিব ছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান। গত বছর দেশের জার্সিতে সবশেষ টি-টোয়েন্টি খেলা সাকিব ১২৯ ম্যাচে ২৫৫১ রান করেছেন। তার চেয়ে ১৫ ম্যাচ কম খেলে সেই রান টপকে গেছেন বাংলাদেশের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস।

দুবাইয়ে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ রানের ইনিংস খেলার পথে সাকিবকে ছাড়িয়ে যান লিটন। ১১৪ ম্যাচে ২৫৫৬ রান করেছেন লিটন। কমপক্ষে ২০০০ রান করেছেন এমন ব্যাটসম্যানদের তালিকায় আরো রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। লিটন সাকিব ও মাহমুদুল্লাহর চেয়ে গড় রান ও স্ট্রাইক রেটেও   এগিয়ে আছেন। সবচেয়ে বেশি ১৫ ফিফটিও তার নামের পাশে জ্বলজ্বল করছে।

ব্যাটিংয়ে সাকিবকে লিটনের ছাড়িয়ে যাওয়ার দিনে বোলিংয়ে সাকিবের পাশে বসেছেন মোস্তাফিজুর রহমান। ১২৯ ম্যাচে সাকিবের উইকেট ১৪৯টি। মোস্তাফিজুর ১১৭ ম্যাচে ছুঁয়ে ফেলেছেন সাকিবকে। বাংলাদেশের সুপারস্টারকে ছাড়িয়ে যাওয়া মোস্তাফিজের জন্য সময়ের ব্যাপার মাত্র। 

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ক বক

এছাড়াও পড়ুন:

৭৮ শতাংশের বেশি মানুষ অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্ট: জরিপ

দেশের ৭৮ শতাংশের বেশি মানুষ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্ট বলে একটি জরিপে বলা হয়েছে। বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং এই জরিপ পরিচালনা করেছে। এতে সহযোগিতা করেছে বিআরএআইএন ও ভয়েস ফর রিফর্ম নামের দুটি নাগরিক প্ল্যাটফর্ম।

আজ রোববার সকালে রাজধানীর ডেইলি স্টার ভবনে এক গোলটেবিল আলোচনায় এই জরিপের ফলাফল তুলে ধরেন ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সারওয়ার। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

অনুষ্ঠানে জানানো হয়, চলতি সেপ্টেম্বর মাসের ২ থেকে ১৫ তারিখ পর্যন্ত এই জরিপ চালানো হয়। জরিপে বিভিন্ন বয়সের ১০ হাজার ৪১৩ জন মানুষের মতামত নেওয়া হয়। দেশের ৬৪ জেলা থেকে তাঁদের বাছাই করে সরাসরি মতামত নেওয়া হয়। জরিপে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম, নিরপেক্ষ নির্বাচন নিয়ে ধারণা, নির্বাচনী পরিবেশ নিয়ে ধারণা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের সময় ও ভোটার উপস্থিতি—এই ছয় বিষয়ে অংশগ্রহণকারীদের মতামত নেওয়া হয়।

জরিপের ফলাফল তুলে ধরে সভায় বলা হয়, জরিপে অংশগ্রহণকারীদের ৭৮ দশমিক ৭ শতাংশ অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাঁদের মধ্যে সরকারের কার্যক্রমকে ‘ভালো’ বলেছেন ৩৯ দশমিক ৫ শতাংশ এবং ‘মোটামুটি’ বলেছেন ৩৯ দশমিক ২ শতাংশ।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ রোববার সকালে রাজধানীর ডেইলি স্টার ভবনে

সম্পর্কিত নিবন্ধ