রজনীকান্ত নন, দক্ষিণের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকা তাহলে কে
Published: 22nd, September 2025 GMT
দক্ষিণ ভারতীয় সিনেমা মানেই চারটি বড় ভাষার চলচ্চিত্রশিল্প—তেলেগু, তামিল, কন্নড় ও মালয়ালম। সাম্প্রতিক বছরগুলোতে এই ইন্ডাস্ট্রি অভূতপূর্ব সাফল্য ও জনপ্রিয়তার সাক্ষী হয়েছে। ‘বাহুবলী’, ‘কেজিএফ’, ‘আরআরআর’, ‘পুষ্পা’ থেকে ‘কান্তারা’—একেকটি ছবি রেকর্ড ভেঙেছে। অনেক ক্ষেত্রেই দক্ষিণ ভারতীয় সিনেমা বলিউডকেও ছাপিয়ে গেছে। কেবল ঘরোয়া দর্শক নয়, বিশ্বজুড়েই এই সিনেমাগুলো ছড়িয়ে পড়েছে। চিত্রনাট্যের বৈচিত্র্য, দুর্দান্ত সিনেমাটোগ্রাফি আর শক্তিশালী অভিনয়—সব মিলেই এই সাফল্য। আর সেই সাফল্যের ভাগীদার দক্ষিণের অভিনেতারা, যাঁদের পারিশ্রমিক আজ বলিউড সুপারস্টারদেরও ছাড়িয়ে গেছে। দেখে নেওয়া যাক, ২০২৫ সালে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত দক্ষিণ ভারতীয় তারকার তালিকা।
ধানুশ। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কত টাকা আয় করল ‘জলি এলএলবি থ্রি’?
অক্ষয় কুমার অভিনীত আলোচিত সিনেমা ‘জলি এলএলবি থ্রি’। গত ১৯ সেপ্টেম্বর বিশ্বের সাড়ে ৩ হাজার পর্দায় মুক্তি পেয়েছে সুভাষ কাপুর নির্মিত এই সিনেমা।
চলতি বছরে বলিউডের বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় এর অবস্থান সপ্তম (১২.৫০ কোটি রুপি)। প্রথম, দ্বিতীয় তৃতীয় অবস্থানে যথাক্রমে রয়েছে— ‘ছাবা’ (২৯ কোটি রুপি), ‘ওয়ার টু’ (২৮ কোটি রুপি), ‘সিকান্দার’ (২৫ কোটি রুপি)।
আরো পড়ুন:
শিল্পা শেঠির সঙ্গে তুলনা, কীভাবে সামলান বোন শমিতা?
গায়ক জুবিনের প্রেম জীবন
‘জলি এলএলবি থ্রি’ মুক্তির পর দর্শক-সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। নিউজ১৮ ফাইভ স্টারের মধ্যে ফোর স্টার দিয়েছে। ফাস্টপোস্ট রেটিং দিয়েছে ৪ (৫)। বলিউড হাঙ্গামা রেটিং দিয়েছে ৩.৫ (৫)। টাইমস অব ইন্ডিয়া একই রেটিং দিয়েছে। চলুন জেনে নিই, তিন দিনে কত টাকা আয় করল—‘জলি এলএলবি থ্রি’।
স্যাকনিল্কের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘জলি এলএলবি থ্রি’ ভারতে আয় করেছে ১২.৫০ কোটি রুপি (নিট), দ্বিতীয় দিনে ২০ কোটি রুপি (নিট), তৃতীয় দিনে ২১ কোটি রুপি (নিট)। শুধু ভারতে সিনেমাটি আয় করেছে ৬৪ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ১৬ কোটি রুপি (গ্রস)। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৮০ কোটি রুপি (গ্রস)। বাংলাদেশি মুদ্রায় ১১০ কোটি ৬০ লাখ টাকার বেশি।
২০১৩ সালে মুক্তি পায় ‘জলি এলএলবি’। ১২ কোটি রুপি বাজেটের এ সিনেমা বিশ্বব্যাপী আয় করেছিল ৪৩ কোটি রুপি। চার বছরের বিরতির পর ২০১৭ মুক্তি পায় ‘জলি এলএলবি টু’। ৩০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বিশ্বব্যাপী আয় করেছিল ১৯৭ কোটি রুপি। এ দু’পার্টের মতো তৃতীয় কিস্তি পরিচালনা করেন সুভাষ কাপুর। তৃতীয় কিস্তি নির্মাণে ব্যয় হয়েছে ১২০ কোটি রুপি।
‘জলি এলএলবি থ্রি’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—আরশাদ ওয়ার্সি, সৌরভ শুক্লা, অমৃতা রাও, হুমা কুরেশি, সীমা বিশ্বাস, রাম কাপুর প্রমুখ।
ঢাকা/শান্ত