প্রাথমিকের সহকারী শিক্ষকেরা ১০ ও ১৬ বছর পূর্তিতে পাচ্ছেন উচ্চতর স্কেল
Published: 21st, September 2025 GMT
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর স্কেল প্রদানের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। ৯ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় শাখা-২ এর যুগ্মসচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুনঅক্সফোর্ড–কেমব্রিজ নেই সেরা তিন বিশ্ববিদ্যালয়ে, ৩২ বছরে প্রথম ঘটনা২০ সেপ্টেম্বর ২০২৫চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর স্কেল প্রদানের বিষয়ে মতামত দেওয়ার জন্য সচিব, অর্থ মন্ত্রণালয় ও অর্থ বিভাগকে অনুরোধ জানানো হয়। সে প্রেক্ষিতে অর্থ বিভাগ হতে মতামত পাঠানো হয়েছে। সেখানে বলা হয়, পদের মূল বেতন স্কেল উন্নীত করা হলে, উক্ত উন্নীতকরণের তারিখ হতে ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫–এর অনুচ্ছেদ-৭ অনুযায়ী’ পদোন্নতি ব্যতিরেকে একই পদে পরবর্তী ১০ বছরে উচ্চতর গ্রেড বিবেচিত হবে।
আরও পড়ুনকিউএস গ্লোবাল এমবিএ র্যাঙ্কিং ২০২৬: শীর্ষে যুক্তরাষ্ট্রের বিজনেস স্কুলগুলো৩ ঘণ্টা আগেগত বছরের নভেম্বরে দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ লাখ ৫৪ হাজারের বেশি শিক্ষকের বেতন স্কেল উন্নীত করা হয়। এ ছাড়া প্রধান শিক্ষকদের ১১তম গ্রেড এবং সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডের বেতন স্কেল নির্ধারণের সিদ্ধান্ত হয়।
এর আগে শিক্ষকদের বেতন ১৩তম গ্রেডের উচ্চ ধাপে নির্ধারণের নির্দেশনা চেয়ে গত ২৮ জুলাই অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
আরও পড়ুনকলেজে শিক্ষা কোটায় ভর্তি কার্যক্রম স্থগিত১ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার’ স্লোগান নিয়ে সিপিবির ১৩তম কংগ্রেস কাল
সমাজ বদলের লক্ষ্যে শোষণ-বৈষম্যবিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার স্লোগান নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ১৩তম কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল শুক্রবার। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিকেল তিনটায় চার দিনব্যাপী এই কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান হবে। সারা দেশ থেকে আগত প্রতিনিধি, পর্যবেক্ষকসহ ঢাকার আশপাশের জেলা থেকে সিপিবির সদস্য ও শুভানুধ্যায়ীরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
আজ বৃহস্পতিবার সিপিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানের শুরুতেই কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবে কংগ্রেস প্রস্তুতি কমিটির সাংস্কৃতিক উপপরিষদ। জাতীয় পতাকা ও কাস্তে-হাতুড়িখচিত দলের লাল পতাকা উত্তোলনের মাধ্যমে কংগ্রেসের উদ্বোধন ঘোষণা করা হবে। সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন যথাক্রমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করবেন। উদ্বোধনী সমাবেশের পর সন্ধ্যা ছয়টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রথম দিনের সাংগঠনিক অধিবেশন শুরু হবে।
সিপিবি জানিয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে ২০ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত দলের সাংগঠনিক অধিবেশন চলবে। কংগ্রেসের শেষ অধিবেশনে আগামী ৪ বছরের জন্য সিপিবির কেন্দ্রীয় কমিটি ও কন্ট্রোল কমিশন নির্বাচন করা হবে। কংগ্রেস চলাকালে প্রতিদিন সন্ধ্যা ছয়টায় গণমাধ্যমকেন্দ্রে মুখপাত্ররা সাংবাদিকদের ব্রিফ করবেন। কংগ্রেস চলাকালে প্রতিদিন সন্ধ্যায় বিএমএ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। সাংস্কৃতিক অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কংগ্রেসে গত চার বছরের কর্মকাণ্ডের ওপর ‘কেন্দ্রীয় কমিটির রিপোর্ট’, দলের রণকৌশলগত দলিল বা কেন্দ্রীয় কমিটি কর্তৃক প্রণীত খসড়া ‘রাজনৈতিক প্রস্তাবের’ ওপর আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হবে। কংগ্রেসে রণনীতিগত দলিল ‘ঘোষণা ও কর্মসূচি’ সমসাময়িকীকরণ ও গঠনতন্ত্রের সংশোধনী, অডিট কমিটির রিপোর্ট, কন্ট্রোল কমিশনের রিপোর্ট, ক্রেডেনশিয়াল কমিটির রিপোর্ট উত্থাপন ও অনুমোদন হবে।
এবারের কংগ্রেসকে খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন সিপিবির নেতারা। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে তাঁরা বলছেন, এই কংগ্রেস থেকে ১৭ দফা কর্মসূচির ভিত্তিতে সিপিবির আগামী দিনের সংগ্রাম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সিপিবির রণনীতি-রণকৌশল নির্ধারণসহ ভবিষ্যতের লড়াই-সংগ্রামের পরিকল্পনা গ্রহণ করা হবে।