বোল্টের পাশে লাইলস, আরও উঁচুতে ডুপ্লান্টিস—বিশ্ব অ্যাথলেটিকসে বড় যত কীর্তি
Published: 21st, September 2025 GMT
৪
২০২৩ সালে বুদাপেস্টে স্প্রিন্ট ট্রেবল জিতেছিলেন নোয়াহ লাইলস। এবার টোকিওতে সেই কীর্তির পুনরাবৃত্তি করতেই গিয়েছিলেন মার্কিন স্প্রিন্টার। ১০০ মিটারে ব্যর্থ হওয়ায় সেটি হয়নি। তবে ২০০ মিটারের সোনা জিতে উসাইন বোল্টের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন অলিম্পিকের দ্রুততম মানব। বিশ্ব চ্যাম্পিয়নশিপে টানা চতুর্থবার ২০০ মিটার জয়ের পর ঘোষণা দিয়েছেন বোল্টের রেকর্ড ভাঙার, ‘২০২৭ সালে একমাত্র ছেলে হিসেবে টানা পাঁচবার ২০০ মিটার জিততে তড় সইছে না।’ কাল শেষ দিনে ১০০ মিটার রিলে জিতেছেন, যা বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাঁর অষ্টম সোনা।
৩লাইলস না পারলেও তাঁর মার্কিন সতীর্থ মেলিসা জেফারসন-উডস ট্রেবল জিতেছেন। প্যারিস অলিম্পিকে ১০০ মিটারে ব্রোঞ্জজয়ী মার্কিন স্প্রিন্টার টোকিওতে নতুন চ্যাম্পিয়নশিপ রেকর্ড গড়ে দ্রুততম মানবী হওয়ার পর ২০০ মিটার ও ১০০ মিটার রিলেও জিতেছেন। জ্যামাইকান বিদায়ী স্প্রিন্টার শেলি-অ্যান ফ্রেজার-প্রাইসের পর দ্বিতীয় নারী অ্যাথলেট হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ‘ট্রেবল’ জিতলেন জেফারসন-উডস।
মেয়েদের স্প্রিন্টে ট্রেবল জিতেছেন মেলিসা জেফারসন–উডেন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ য ম প য়নশ প ১০০ ম ট র ২০০ ম ট র ট র বল
এছাড়াও পড়ুন:
জাতীয় দলে যৌন হয়রানির অভিযোগ জাহানারার, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির
বৃহস্পতিবার একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় দলে খেলার সময় যৌন হয়রানির অভিযোগ তুলেছেন সাবেক অধিনায়ক জাহানারা আলম। তাঁর অভিযোগ, জাতীয় নারী দলের সাবেক নির্বাচক মনজুরুল আলম এবং নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ হোসেন তাঁকে যৌন হয়রানি করেছিলেন। এ ছাড়া তাঁর ক্যারিয়ার ‘ধ্বংস করে দেওয়ার’ পেছনে জাতীয় দলের সাবেক ও বর্তমান কয়েকজন কোচিং স্টাফ এবং খেলোয়াড়ের ভূমিকা ছিল বলেও দাবি করেছেন জাহানারা।
জাহানারার এসব অভিযোগের পর বিষয়টি তদন্তে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, ‘জাতীয় নারী ক্রিকেট দলের এক সাবেক সদস্যের করা অভিযোগে দলের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তির অসদাচরণের উল্লেখ রয়েছে।’
বিসিবি জানিয়েছে, অভিযোগগুলোর সংবেদনশীলতা বিবেচনা করে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে।
বিসিবি আরও জানায়, ‘সব খেলোয়াড় ও কর্মীদের জন্য একটি নিরাপদ, সম্মানজনক ও পেশাদার পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বোর্ড বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
জাহানারা আলম