আর্সেনাল ১ : ১ ম্যানচেস্টার সিটি

নিজেদের মাঠে ম্যানচেস্টার সিটির বিপক্ষে কোনোরকমে হার এড়িয়েছে আর্সেনাল। শুরুতে আর্লিং হলান্ডের গোলে পিছিয়ে পড়ে গানাররা। এরপর চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি তারা। একপর্যায়ে প্রিমিয়ার লিগে দ্বিতীয় হার যখন চোখ রাঙাচ্ছিল, তখনই দারুণভাবে ঘুরে দাঁড়ায় ‘গানার’রা। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা।

এই ড্রয়ের পর দুই নম্বরে থাকা আর্সেনাল পয়েন্ট এখন ৫ ম্যাচে ৩ জয়, ১ হার এবং ১ ড্রয়ে ১০। অন্য দিকে বেশির ভাগ সময় এগিয়ে থেকেও জিততে না পারা ম্যান সিটির পয়েন্ট ৫ ম্যাচে ২ জয়, ২ হার ও ১ ড্রয়ে ৭। গার্দিওলার দল এখন পয়েন্ট টেবিলের ৯ নম্বরে আছে। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে আছে সিটি।

রোববার রাতে ঘরের মাঠ এমিরেটসে শুরু থেকেই আক্রমণকে পাখির চোখ করে আর্সেনাল। বল দখলে এগিয়ে ছিল তারাই। কিন্তু ম্যাচের ৯ মিনিটেই আর্সেনালের লড়াইটা কঠিন করে তুলেন আর্লিং হলান্ড।

আরও পড়ুনইউনাইটেডের জার্সি পরে আসায় নিজেদের কর্মীকে ছাঁটাই করল ম্যান সিটি১৬ সেপ্টেম্বর ২০২৫

প্রতি-আক্রমণে তিজানি রেইন্ডার্সের কাছ থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন এই স্ট্রাইকার। এটি চলতি মৌসুমে ম্যান সিটির হয়ে হলান্ডের সপ্তম ম্যাচে ৬ষ্ঠ গোল। সিটি এগিয়ে যাওয়ার পর আর্সেনাল মরিয়া চেষ্টা করে ঘুরে দাঁড়ানোর। কিন্তু প্রথমার্ধে তাদের কোনো আক্রমণই আলোর মুখ দেখেনি।

হলান্ডের গোল উদ্‌যাপন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আর স ন ল হল ন ড

এছাড়াও পড়ুন:

খেলার আগে–পরে এত কথা, মাঠে আগের মতোই ভারতের একতরফা জয়

অনেকটা একই চিত্রনাট্য। ম্যাচের আগে উত্তাপ ছড়াল নানা ঘটনাপ্রবাহ। মাঠের ভেতরে সামান্য তর্কেও জড়ালেন দুই দলের ক্রিকেটাররা। কিন্তু ক্রিকেটীয় লড়াই? তা থেকে গেল একপেশেই। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নীল সমুদ্রের পালে হাওয়া লাগল ঠিকই। কিন্তু ভারত–পাকিস্তান ঐতিহ্যের ক্রিকেট রোমাঞ্চ পানসে হওয়ার বেদনাও হয়তো থেকে গেল কোথাও।

দুবাইয়ে রোববার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের ৬ উইকেটের জয়ে একটা নতুন ইতিহাসও লেখা হলো। শেষ ছয়টি ম্যাচেই এই লড়াইয়ে জয়ী দলের নাম ভারত। এর আগে ভারত–পাকিস্তান লড়াইয়ের ৭৪ বছরের ইতিহাসে কখনো টানা পাঁচটির বেশি ম্যাচ জিততে পারেনি কোনো দল; এবার হলো সেটাই। ৩ বছর আগে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে এই দুবাইয়েই ভারতের বিপক্ষে শেষ জয়টা পেয়েছিল পাকিস্তান। এর পর থেকে সব ম্যাচেরই জয়ী দলের নাম ভারত। আজ তো পাকিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশ রান তাড়া করেই জিতল তারা।

ম্যাচের মাঝবিরতিতে অবশ্য মনে হচ্ছিল এবার হয়তো লড়াইটা অন্তত গ্রুপ পর্বে দুই দলের আগের ম্যাচের চেয়ে বেশি হবে। ভারতীয় ফিল্ডারদের ক্যাচ ছেড়ে দেওয়ার দায় তো আছেই, তবে পাকিস্তানের ব্যাটসম্যানরাও এক সপ্তাহ আগের ম্যাচের চেয়ে ভালো করেছিলেন।  

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেছেন ওপেনার সাহিবজাদা ফারহান

সম্পর্কিত নিবন্ধ