৫ অক্টোবর সিরিয়ায় সংসদীয় নির্বাচন
Published: 21st, September 2025 GMT
সিরিয়ায় নতুন ইসলামপন্থী নেতৃত্বাধীন প্রশাসনের অধীনে ৫ অক্টোবর প্রথম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা রবিবার এ তথ্য জানিয়েছে।
প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধের পর গত ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করা হয়। এই পরিস্থিতিতে নতুন সংসদ একটি বৃহত্তর গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিত্তি স্থাপন করবে বলে আশা করা হচ্ছে। সমালোচকরা বলছেন, বর্তমান ব্যবস্থায় সংখ্যালঘু গোষ্ঠীর পর্যাপ্ত অংশগ্রহণের সম্ভাবনা কম।
নতুন সংসদকে দশকের পর দশক ধরে রাষ্ট্র-নিয়ন্ত্রিত অর্থনৈতিক নীতিগুলো পুনর্গঠনের লক্ষ্যে আইন অনুমোদন এবং সিরিয়ার বৈদেশিক নীতি জোটগুলোকে পুনর্গঠন করতে পারে এমন চুক্তিগুলো অনুমোদন করার দায়িত্বও দেওয়া হবে।
সানা জানিয়েছে, ২১০ সদস্যের গণ পরিষদের জন্য ভোট ‘সব নির্বাচনী জেলাজুড়ে’ অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন কমিশন গত মাসে বলেছিল, নিরাপত্তা উদ্বেগের কারণে তিনটি প্রদেশে ভোটদান বিলম্বিত হবে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বুড়িগঙ্গায় জবির ২০ শিক্ষার্থীকে নিয়ে নৌকাডুবি
পুরান ঢাকার সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০ শিক্ষার্থীকে নিয়ে একটা নৌকা ডুবে যায়। তবে সবাইকে তাৎক্ষণিক উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) রাতে লালকুঠির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা বলেন, “নৌকায় ২০ জন জবি শিক্ষার্থী ছিলেন। নৌকায় একটি লঞ্চ ধাক্কা দিলে শিক্ষার্থীরা সঙ্গে সঙ্গে নদীতে লাফ দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় সবাইকে উদ্ধার করা হয়। বর্তমানে সবাই নিরাপদে আছেন।”
জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা শুক্রবার রাতে নৌকা ভ্রমণে বের হন। লালকুঠির ঘাট এলাকায় গেলে লঞ্চের ধাক্কায় তাদের নৌকাটি উল্টে যায়।
শিক্ষার্থী মোকছেদুল ইসলাম বলেন, “আমরা একসঙ্গে ঘুরতে গিয়েছিলাম। হঠাৎ নৌকার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। চালক চেষ্টা করেও নৌকা সরাতে পারেননি। লঞ্চ ধাক্কা দিলে আমরা সবাই লাফ দেই। তবে আমরা সবাই নিরাপদে আছি। দুইজনের মোবাইল ফোন হারিয়ে গেছে এবং কয়েকজনের ফোন নষ্ট হয়ে গেছে।”
ঢাকা/লিমন ইসলাম/ইভা