সুনামগঞ্জে জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর হত্যার রহস্য উদঘাটন ও হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করা হলে আগামী ২২, ২৪ ও ২৫ সেপ্টেম্বর বিক্ষোভ কর্মসূচি পালনের পাশাপাশি পরবর্তীতে হরতাল পালনের হুঁশিয়ারি দিয়েছে জমিয়তে উলামে ইসলাম বাংলাদেশ।

আজ রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাব্রেরিতে সংবাদ সস্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান।

আরো পড়ুন:

খুলনায় জুলাই যোদ্ধা বাপ্পিকে হত্যার হুমকি

মাদারীপুরে রাকিব হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২ সেপ্টম্বর রাতে সদর উপজেলার মদনপুর এলাকার দিরাই রাস্তা থেকে নিখোঁজ হন জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ। নিখোঁজের তিন দিন পর ৫ সেপ্টম্বর দিরাই উপজেলার শরীফপুর পুরতান সুরমা নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। 

এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের পর এজহারভুক্ত আসামি তালহা গ্রুপের অনুসারী আব্দুল হাফিজকে গ্রেপ্তার করে পুলিশ। হত্যার রহস্য উদঘাটনে হাফিজকে তিন দিনের রিমান্ডে নিয়ে পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হলেও হত্যার বিষয়ে তথ্য উদঘাটন করতে পারেনি পুলিশ।

সংবাদ সম্মেলনে জমিয়ত নেতারা আশঙ্কা করেন রহস্যজনক কারণে পুলিশ হত্যার বিষয়টি ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছে। সিসিটিভি ফুটেজ, কললিস্ট ও সাক্ষীদের দেওয়া বিভিন্ন তথ্য থাকলেও রহস্য উদঘাটন না হওয়ায় তদন্ত কর্মকর্তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। তাই মুশতাক হত্যা মামলাটি পিবিআই ও সিআইডির তদন্তের দাবি জানান নেতারা।

সুনামগঞ্জ জেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহ-সভাপতি শায়খ মাওলানা আব্দুল বছীর, শহীদ মাওলানা মুশতাক আহমদের চাচাত ভাই নেজামুল ইসলাম, জিয়া উদ্দীন, সুনামগঞ্জ-৪ আসনে জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা হাফিজ মুখলিছুর রহমান চৌধুরী, জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুকন উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, জমিয়ত নেতা মুফতি বদরুল আলম, কাঠইর উইপি চেয়ারম্যান মুফতি শামছুল ইসলাম, মাওলানা আব্দুর রকিব, মাওলানা নুর হোসাইন, মাওলানা রমজান হোসাইন, মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, যুবনেতা মাওলানা হাফিজ ত্বোহা হোসাইন প্রমুখ।

ঢাকা/মনোয়ার/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য স ন মগঞ জ ল ইসল ম ক আহমদ হত য র ম শত ক

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের বিপক্ষে ফারুকি, নাজাত আর গুলবদিনকে বাদ দিল আফগানিস্তান

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এই দলে জায়গা হয়নি বাঁহাতি পেসার ফজলহক ফারুকি এবং অলরাউন্ডার গুলবদিন নাইব ও করিম জানাতের।

এশিয়া কাপ শেষ হওয়ার পর আগামী ২ অক্টোবর আরব আমিরাতে শুরু হবে দুই দলের ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে বাংলাদেশ-আফগানিস্তান।

এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়া আফগানিস্তান আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে তরুণদের সুযোগ দিয়েছে। ফারুকির জায়গায় দলে নেওয়া হয়েছে বাঁহাতি পেসার বশির আহমদকে। ২০ বছর বয়সী এই ক্রিকেটারের এখনো আন্তর্জাতিক অভিষেক হয়নি। ঘরোয়া ক্রিকেটে ১৪টি টি-টোয়েন্টি খেলে ৯.০৬ ইকোনমি রেটে ১২টি উইকেট নিয়েছেন বশির।

নতুন মুখ হিসেবে টি-টোয়েন্টি দলে এসেছেন টপ অর্ডার ব্যাটসম্যান ওয়াফি উল্লাহ তারখিলও। ১৮ বছর বয়সী এই ক্রিকেটার সম্প্রতি শপাগিজা ক্রিকেট লিগে নজর কেড়েছেন। সেখানে তিনি ৯ ইনিংসে ৩৭.২৫ গড় এবং ১৫৫.২০ স্ট্রাইক রেটে ২৯৮ রান করেন, যা লিগের তৃতীয় সর্বোচ্চ।

এ ছাড়া দলে ফেরানো হয়েছে পেসার আবদুল্লাহ আহমদজাই। তিনি অবশ্য এশিয়া কাপের রিজার্ভ দলে ছিলেন। এর বাইরে রহস্য স্পিনার আল্লাহ গজনফরকে ওয়ানডে দলে রাখা হলেও তাঁকে টি-টোয়েন্টিতে রাখা হয়নি। সেখানে থাকবেন রিজার্ভ হিসেবে।

এসিবির প্রধান নির্বাহী নাসিব খান বলেন, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে দীর্ঘ ছয় মাসের বিরতি শেষে আমরা এখন টি-টোয়েন্টিতে ব্যস্ত মৌসুম শুরু করতে যাচ্ছি। এই সুযোগ আগামী বছরের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলকে দারুণভাবে প্রস্তুত হতে সাহায্য করবে। ২০২৫ সালের এশিয়া কাপে আমাদের পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী ছিল না। কিন্তু উত্থান-পতন খেলারই অংশ। আমরা আশা করি, আফগানরা দারুণভাবে ঘুরে দাঁড়াবে এবং আমাদের দেশকে গর্বিত করবে।’

আগামী ২, ৩ ও ৫ অক্টোবর শারজায় তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এরপর আবুধাবিতে ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ অক্টোবর। একই ভেন্যুতে পরের দুই ম্যাচ ১১ ও ১৪ অক্টোবর।

এবারের এশিয়া কাপে বাংলাদেশ-আফগানিস্তান দুই দলই গ্রুপ ‘বি’-তে খেলেছে। আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ৮ রানে আফগানিস্তানকে হারায়।

আফগানিস্তান টি-টোয়েন্টি দলরশিদ খান (অধিনায়ক), ইবরাহিম জাদরান (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), মোহাম্মদ ইসহাক (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ আতাল, ওয়াফি উল্লাহ তারখিল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, শরফুদ্দিন আশরাফ, নূর আহমেদ, মুজিব উর রেহমান, বশির আহমদ, ফরিদ আহমদ মালিক ও আবদুল্লাহ আহমদজাই। রিজার্ভ: আল্লাহ গজনফর, রহমত শাহ।আফগানিস্তান ওয়ানডে দলহাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইকরাল আলিখিল (উইকেটরক্ষক), ইবরাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নানগেয়ালিয়া খারোটি, আল্লাহ গজনফর, আবদুল্লাহ আহমদজাই, বশির আহমদ, মোহাম্মদ সেলিম সাফি। রিজার্ভ: বিলাল সামি, ফরিদুন দাউদজাই।

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাবিতে আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি সম্মেলন অনুষ্ঠিত
  • বাংলাদেশের বিপক্ষে ফারুকি, নাজাত আর গুলবদিনকে বাদ দিল আফগানিস্তান
  • দেশে আর চেতনার ব্যবসা চলবে না: সালাহউদ্দিন
  • এত আত্মবিশ্বাসী যে সরকারি দল হবেন, নির্বাচনে আসেন না কেন: সালাহউদ্দিন আহমদ
  • ‘আলোচনা চলমান অবস্থায় আন্দোলন স্ববিরোধী’