নীরজ পান্ডের ‘অপারেশন রোমিও’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ। পরের ছবি ‘গুমরাহ’। তবে এরপর আর কোনো ছবিতে অভিনয় করেননি বেদিকা পিন্টো। পুরো সময়টা ‘নিশাঞ্চি’-র জন্য উৎসর্গ করেছিলেন। অনুরাগ কাশ্যপ পরিচালিত ছবিটির সুবাদে নতুন করে আলোচনায় এই অভিনেত্রী। লক্ষ্‌ণৌর ‘রিঙ্কু’ চরিত্রে নিজেকে উজাড় করে দিয়েছেন মুম্বাইয়ে বেড়ে ওঠা এই অভিনেত্রী। সাবলীল ও পরিশীলিত অভিনয় দিয়ে যেমন দর্শকের মন জয় করে নিয়েছেন, তেমনি সমালোচকেরা লিখছেন ভুরি ভুরি প্রশংসা। পর্দায় ‘রঙ্গিলি রিঙ্কু’ হয়ে ওঠার জন্য গত দুই বছর নিজেকে পুরোপুরি নিয়োজিত করেছিলেন বেদিকা।

বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে বেদিকা বলেন, ‘“নিশাঞ্চি”-র রিঙ্কু আমার জন্য আজীবনের অভিজ্ঞতা। গত দুই বছর আর কোনো ছবির কথা ভাবিনি, মনপ্রাণ দিয়ে কেবল এই চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করেছি।’

বেদিকা পিন্টো। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

সকাল থেকে অঝোরে বৃষ্টি, ঢাকার বিভিন্ন রাস্তায় পানি

রাজধানী ঢাকায় আজ সোমবার সকাল থেকে ঝরেছে অঝোরে বৃষ্টি। সেই সঙ্গে ছিল বজ্রপাত। সকাল পৌনে ছয়টার দিকে বৃষ্টি নামে। সাতটা পর্যন্ত একটানা মুষলধারে বৃষ্টি হয়েছে। এতে ঢাকার বেশির ভাগ রাস্তায় পানি জমে গেছে। পথচারীরা পড়েছে ভোগান্তিতে।

সকাল সাড়ে সাতটার দিকে ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, কারওয়ান বাজার, গ্রিনরোড, মণিপুরী পাড়া, নিউমার্কেট, আসাদগেট, ঝিগাতলাসহ বিভিন্ন রাস্তায় পানি জমতে দেখা গেছে। কোথাও ছিল হাঁটুপানি, কোথাও কোমরসমান পানি।

ধানমন্ডির রবীন্দ্র সরোবর জলমগ্ন । আজ সোমবার সকাল ৮টা।

সম্পর্কিত নিবন্ধ