বিদেশি ভাষায় দক্ষতা বাড়াতে কি অ্যালকোহল সাহায্য করে? গরুর শরীরে জেব্রার মতো ডোরাকাটা দাগ আঁকলে কি মাছি দূরে থাকে? এই ধরনের অদ্ভুত গবেষণার জন্য এ বছর দেওয়া হয়েছে আইজি (অনেকে ইগ উচ্চারণ করেন) নোবেল পুরস্কার। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৫ সালের আইজি নোবেল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অদ্ভুত সব গবেষণা ও আবিষ্কারের জন্য প্রতিবছর সত্যিকারের নোবেল পুরস্কার প্রদানের আগে এই আইজি নোবেল পুরস্কার দেওয়া হয়। বরাবরের মতো এবারও অদ্ভুত সব আবিষ্কার ও গবেষণার জন্য আইজি নোবেল দেওয়া হয়েছে। আইজি নোবেল পুরস্কারের মাধ্যমে সাধারণত এমন সব অর্জনকে সম্মান জানানো হয়, যা প্রথমে মানুষকে হাসায় ও তারপর ভাবতে বাধ্য করে। ১৯৯১ সাল থেকে নোবেল পুরস্কারের প্যারোডি হিসেবে আইজি নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে।

ডোরাকাটা দাগ আঁকা গরু.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন ব ল প রস ক র র জন য

এছাড়াও পড়ুন:

দুর্নীতি আর বৈষম্যের কারণে মানুষ দারিদ্র্যে জর্জরিত: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সাইয়েদ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘‘দুর্নীতি আর বৈষম্যের কারণে সাধারণ মানুষ দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত।’’

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের হিলি চারমাথা মোড়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম বলেন, ‘‘গত ১৬ বছর দেশ থেকে প্রায় ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। শুধু শেয়ারবাজার থেকে সালমান এফ রহমান ৫৫ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন। এই লুটপাট, দুর্নীতি আর বৈষম্যের কারণেই সাধারণ মানুষ দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত।’’

পথসভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর দক্ষিণ জেলা সভাপতি ডা. নূর আলম সিদ্দিক, ইসলামী যুব আন্দোলন দিনাজপুর দক্ষিণ জেলা সভাপতি মো. এমদাদুল হক এবং ইসলামী যুব আন্দোলন হাকিমপুর উপজেলা সভাপতি মাওলানা মো. মোকছেদুর রহমান।

ঢাকা/মোসলেম/রাজীব

সম্পর্কিত নিবন্ধ