প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে এডি পদে চাকরি, নবম গ্রেডে নেবে ২৫ জন
Published: 23rd, September 2025 GMT
প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক আওতাধীন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাংগঠনিক কাঠামোর রাজস্ব খাতভুক্ত ২৫টি সহকারী পরিচালক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
পদের নাম ও বিবরণ
সহকারী পরিচালক (এডি)
পদসংখ্যা: ২৫
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; বা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি; বা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
গ্রেড ও বেতন স্কেল: নবম গ্রেড (২২০০০-৫৩০৬০ টাকা)
বয়সসীমা: ২০ অক্টোবর ২০২৫ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুনএআই ব্যবহারে কর্মীদের উৎপাদনশীলতা বেড়েছে চার থেকে পাঁচ গুণ: ডুয়োলিঙ্গো সিইও১৫ ঘণ্টা আগেআরও পড়ুনবেসরকারি ব্যাংকে চাকরি, ৬০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার২১ ঘণ্টা আগেশর্তাবলি
১। সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে।
২। এমসিকিউ/লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
আবেদনের নিয়ম
https://dcd.
আবেদন ফি
১। টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা (পরীক্ষার ফি ২০০ টাকা)।
২। টেলিটকের সার্ভিস চার্জসহ ৫৬ টাকা (পরীক্ষার ফি ৫০ টাকা)।
আবেদনের সময়সীমা
১। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২১ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০টা।
২। এ আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়: ২০ অক্টোবর ২০২৫, বিকেল ৫টা।
অনলাইনে আবেদনপত্র পূরণ–সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলি https://dcd.teletalk.com.bd, www.mod.gov.bd ও www.dcd.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
আরও পড়ুনপ্রাথমিকের সহকারী শিক্ষকেরা ১০ ও ১৬ বছর পূর্তিতে পাচ্ছেন উচ্চতর স্কেল ২১ সেপ্টেম্বর ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ র
এছাড়াও পড়ুন:
ঢাকায় আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন শুরু
ঢাকা জেলার (মহানগরসহ) আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়নের সময়সীমা ঘোষণা করেছে জেলা প্রশাসন। আগামী ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত লাইসেন্সধারীরা তাদের অস্ত্রের নবায়ন করতে পারবেন।
ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় বুধবার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ২ নভেম্বর ২০২৫ থেকে নবায়ন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী বছরের জানুয়ারির শেষ দিন পর্যন্ত। নবায়নের সময় আগ্নেয়াস্ত্র গুলিবিহীন অবস্থায় সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করতে হবে।
আরো পড়ুন:
কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য
অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে: উপদেষ্টা
বিজ্ঞপ্তিতে বলা হয়, লাইসেন্স নবায়নের জন্য অনলাইন চালানের মাধ্যমে নির্ধারিত খাতে ফি, ভ্যাট ও উৎসে কর জমা দিতে হবে। এরপর চালানের কপি, টিআইএন সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র, লাইসেন্সের ফটোকপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং মূল লাইসেন্স জমা দিতে হবে।
নবায়নের জন্য ব্যক্তি পর্যায়ে পিস্তল ও রিভলভারের ফি ২০ হাজার টাকা, আর বন্দুক, শটগান ও রাইফেলের জন্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য হবে।
প্রতিষ্ঠান পর্যায়ে লং ব্যারেলের অস্ত্রের ফি ২০ হাজার টাকা এবং আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকের ক্ষেত্রে ১০ হাজার টাকা ধার্য করা হয়েছে।
অস্ত্র মেরামতকারী প্রতিষ্ঠান ও ডিলিং ফার্মের ফি ১০ হাজার টাকা এবং সেফ কিপিং লাইসেন্সের জন্য ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স নবায়নে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০২৫’ অনুযায়ী এই নবায়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ঢাকা/এএএম/এসবি