আজ হারলেও কি পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা ফাইনালে উঠতে পারে
Published: 23rd, September 2025 GMT
সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছে শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হেরেছে পাকিস্তান। এক দিন বিরতির পর আজ মাঠে ফিরছে এশিয়া কাপ। হার দিয়ে সুপার ফোর শুরু করা পাকিস্তান ও শ্রীলঙ্কা মুখোমুখি হচ্ছে এই ম্যাচে।
আজ হারলেই কি বিদায়ঘণ্টা বেজে যাবে পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার, টানা দুই হারের পরও কি ফাইনালে ওঠা সম্ভব এই দুই দলের—প্রশ্নগুলো স্বাভাবিকভাবেই উঠছে।
প্রথম প্রশ্নটির উত্তর না, দ্বিতীয় প্রশ্নের উত্তর হ্যাঁ। কীভাবে, সেই হিসাবই মেলানো যাক।
আজ পাকিস্তান হেরে গেলে…• ভারতের পর শ্রীলঙ্কার কাছেও হারলে ফাইনালে ওঠার স্বপ্ন বাঁচাতে আগামীকালের বাংলাদেশ-ভারত ম্যাচে ‘চিরশত্রু’ ভারতের সমর্থক হতে হবে পাকিস্তানকে। বাংলাদেশ জিতলেই যে সালমান আগাদের ফাইনাল স্বপ্নের সমাধি হবে। আজ পাকিস্তান হারলে দুই ম্যাচ শেষে পয়েন্টশূন্য থাকবে দলটি, শ্রীলঙ্কার পয়েন্ট হবে ২। বাংলাদেশ কাল ভারতকে হারিয়ে দিলে বাংলাদেশের পয়েন্ট হবে ৪, ভারতের ২। সুপার ফোরের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। যার অর্থ ম্যাচটি পরিত্যক্ত হলেও দুই দলের পয়েন্ট হবে ৩ করে। যারাই জিতবে, তাদের পয়েন্ট হবে ৪। নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে হারালেও ২ পয়েন্ট বেশি হবে না পাকিস্তানের।• ভারত যদি বাংলাদেশকে হারিয়ে দেয়, তবে আজ হেরেও ফাইনালে ওঠা সম্ভব পাকিস্তানের। সে ক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে হারাতে হবে আর ভারত-শ্রীলঙ্কা ম্যাচে জিততে হবে ভারতকে। তখন বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার সমান ২ পয়েন্ট করে থাকবে। দ্বিতীয় দল হিসেবে কারা ফাইনালে উঠবে, সেটি নির্ধারিত হবে নেট রান রেটের ভিত্তিতে।আরও পড়ুনএশিয়া কাপ: সুপার ফোরে কোন দলের ম্যাচ কবে, কখন১৯ সেপ্টেম্বর ২০২৫আজ শ্রীলঙ্কা হেরে গেলে…• পাকিস্তানের উল্টো দশা হবে শ্রীলঙ্কার। আগামীকাল বাংলাদেশ-ভারত ম্যাচে ভারত জিতলেই বাদ পড়বে দলটি, বাংলাদেশ জিতলে টিকে থাকবে সম্ভাবনা। ভারত বাংলাদেশকে হারালে শেষ ম্যাচে ভারতকে হারালেও ২ পয়েন্টের বেশি হবে না লঙ্কানদের। সে ক্ষেত্রে ফাইনালে ভারতের সঙ্গী হবে বাংলাদেশ কিংবা পাকিস্তান।• বাংলাদেশ টানা দুই ম্যাচে ভারত ও পাকিস্তানকে হারিয়ে দিলে আজ হেরেও ফাইনালে ওঠা সম্ভব আসালাঙ্কাদের। সে ক্ষেত্রে শেষ ম্যাচে ভারতকে হারালে ও নেট রান রেটে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকলে ফাইনালে উঠতে পারে শ্রীলঙ্কা।আরও পড়ুনকীভাবে নেট রান রেট হিসাব করা হয়১৬ সেপ্টেম্বর ২০২৫সুপার ফোর পয়েন্ট তালিকাআরও পড়ুনকেন বাংলাদেশের ‘বিপদের বন্ধু’ মোস্তাফিজ২১ সেপ্টেম্বর ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আজ হ র ফ ইন ল ভ রতক
এছাড়াও পড়ুন:
উৎপাদন বন্ধ থাকা ৩০ কোম্পানির তালিকা প্রকাশ করল ডিএসই
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০টি কোম্পানির উৎপাদন বর্তমানে বন্ধ আছে। এসব কোম্পানিকে নিয়ে অনেক সময় বিভিন্ন গুজব ছড়ানো হয়। এর ফলে সাধারণ বিনিয়োগকারীরা বিভ্রান্ত হন এবং শেয়ারের দাম কারসাজির শিকার হন। কারসাজি ও গুজব ঠেকাতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) উৎপাদন বন্ধ রাখা কোম্পানিগুলোর তালিকা প্রকাশ করেছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট থেকে এ তালিকা পাওয়া গেছে।
আরো পড়ুন:
হামিদ ফেব্রিক্সের উৎপাদন বন্ধ ঘোষণা
বার্ষিক প্রতিবেদন দাখিলে দেরি, ফারইস্ট ফাইন্যান্সকে সতর্কবার্তা
ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান রাইজিংবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএসই প্রকাশিত তালিকা অনুযায়ী, উৎপাদন বন্ধ রাখা কোম্পানিগুলো হলো—অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, অ্যারামিট সিমেন্ট, আজিজ পাইপস, বারাকা পাওয়ার, দুলামিয়া কটন, এমারেল্ড অয়েল, ফ্যামিলি টেক্স (বিডি), জিবিবি পাওয়ার, জেনারেশন নেক্সট ফ্যাশনস, খুলনা পাওয়ার, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেট্রো স্পিনিং মিলস, মিথুন নিটিং, নিউ লাইন ক্লোথিংস, নর্দার্ন জুট, নুরানি ডায়িং, প্রাইম টেক্সটাইল, আরএসআরএম, রিজেন্ট টেক্সটাইল, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড সিরামিক, তুং হাই নিটিং, ইয়াকিন পলিমার, জাহিন স্পিনিং মিলস, শ্যামপুর সুগার মিলস, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, রহিমা ফুড কর্পোরেশন ও হামিদ ফ্যাব্রিক্স।
এর মধ্যে শ্যামপুর সুগার মিলস ও উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান। এ কোম্পানিগুলো শেয়ারবাজার থেকে তহবিল সংগ্রহ করলেও দীর্ঘদিন ধরে কার্যক্রম বন্ধ রেখেছে।
এই তালিকায় নতুন করে যোগ হয়েছে হামিদ ফ্যাব্রিক্স। কোম্পানিটি ২২ সেপ্টেম্বর থেকে কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে। এর আগে গত ১২ আগস্ট রহিমা ফুড কর্পোরেশন উৎপাদন বন্ধ ঘোষণা করে।
ঢাকা/এনটি/রফিক