আজ হারলেও কি পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা ফাইনালে উঠতে পারে
Published: 23rd, September 2025 GMT
সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছে শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হেরেছে পাকিস্তান। এক দিন বিরতির পর আজ মাঠে ফিরছে এশিয়া কাপ। হার দিয়ে সুপার ফোর শুরু করা পাকিস্তান ও শ্রীলঙ্কা মুখোমুখি হচ্ছে এই ম্যাচে।
আজ হারলেই কি বিদায়ঘণ্টা বেজে যাবে পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার, টানা দুই হারের পরও কি ফাইনালে ওঠা সম্ভব এই দুই দলের—প্রশ্নগুলো স্বাভাবিকভাবেই উঠছে।
প্রথম প্রশ্নটির উত্তর না, দ্বিতীয় প্রশ্নের উত্তর হ্যাঁ। কীভাবে, সেই হিসাবই মেলানো যাক।
আজ পাকিস্তান হেরে গেলে…• ভারতের পর শ্রীলঙ্কার কাছেও হারলে ফাইনালে ওঠার স্বপ্ন বাঁচাতে আগামীকালের বাংলাদেশ-ভারত ম্যাচে ‘চিরশত্রু’ ভারতের সমর্থক হতে হবে পাকিস্তানকে। বাংলাদেশ জিতলেই যে সালমান আগাদের ফাইনাল স্বপ্নের সমাধি হবে। আজ পাকিস্তান হারলে দুই ম্যাচ শেষে পয়েন্টশূন্য থাকবে দলটি, শ্রীলঙ্কার পয়েন্ট হবে ২। বাংলাদেশ কাল ভারতকে হারিয়ে দিলে বাংলাদেশের পয়েন্ট হবে ৪, ভারতের ২। সুপার ফোরের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। যার অর্থ ম্যাচটি পরিত্যক্ত হলেও দুই দলের পয়েন্ট হবে ৩ করে। যারাই জিতবে, তাদের পয়েন্ট হবে ৪। নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে হারালেও ২ পয়েন্ট বেশি হবে না পাকিস্তানের।• ভারত যদি বাংলাদেশকে হারিয়ে দেয়, তবে আজ হেরেও ফাইনালে ওঠা সম্ভব পাকিস্তানের। সে ক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে হারাতে হবে আর ভারত-শ্রীলঙ্কা ম্যাচে জিততে হবে ভারতকে। তখন বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার সমান ২ পয়েন্ট করে থাকবে। দ্বিতীয় দল হিসেবে কারা ফাইনালে উঠবে, সেটি নির্ধারিত হবে নেট রান রেটের ভিত্তিতে।আরও পড়ুনএশিয়া কাপ: সুপার ফোরে কোন দলের ম্যাচ কবে, কখন১৯ সেপ্টেম্বর ২০২৫আজ শ্রীলঙ্কা হেরে গেলে…• পাকিস্তানের উল্টো দশা হবে শ্রীলঙ্কার। আগামীকাল বাংলাদেশ-ভারত ম্যাচে ভারত জিতলেই বাদ পড়বে দলটি, বাংলাদেশ জিতলে টিকে থাকবে সম্ভাবনা। ভারত বাংলাদেশকে হারালে শেষ ম্যাচে ভারতকে হারালেও ২ পয়েন্টের বেশি হবে না লঙ্কানদের। সে ক্ষেত্রে ফাইনালে ভারতের সঙ্গী হবে বাংলাদেশ কিংবা পাকিস্তান।• বাংলাদেশ টানা দুই ম্যাচে ভারত ও পাকিস্তানকে হারিয়ে দিলে আজ হেরেও ফাইনালে ওঠা সম্ভব আসালাঙ্কাদের। সে ক্ষেত্রে শেষ ম্যাচে ভারতকে হারালে ও নেট রান রেটে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকলে ফাইনালে উঠতে পারে শ্রীলঙ্কা।আরও পড়ুনকীভাবে নেট রান রেট হিসাব করা হয়১৬ সেপ্টেম্বর ২০২৫সুপার ফোর পয়েন্ট তালিকাআরও পড়ুনকেন বাংলাদেশের ‘বিপদের বন্ধু’ মোস্তাফিজ২১ সেপ্টেম্বর ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আজ হ র ফ ইন ল ভ রতক
এছাড়াও পড়ুন:
বাংলাদেশকে ৫৪ রানে হারিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়া
হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস টুর্নামেন্টে আজ প্রথম কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৫৪ রানে হেরেছে বাংলাদেশ। টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৬ ওভারে ২ উইকেটে ১৪৯ রান তোলে অস্ট্রেলিয়া। তাড়া করতে নেমে ৫ উইকেটে ৯৫ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস।
মং ককে অনুষ্ঠিত এ ম্যাচে দুটি ফিফটিতে বাংলাদেশের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়েছে অস্ট্রেলিয়া দল। ৮ ছক্কায় ১৪ বলে ৫১ রানে রিটায়ার্ড হার্ট হন ওপেনার বেন ম্যাকডারমট। ৭ ছক্কা ও ১ চারে ১১ বলে ৫০ রান করা অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালেক্স ক্রসও রিটায়ার্ড হার্ট হন। ৬ বলে ৩০ রান করেন উইলিয়াম বশিস্টো।
বাংলাদেশের স্পিনার রাকিবুল হাসান অস্ট্রেলিয়ার ইনিংসে প্রথম ওভারেই দুটি ওয়াইডসহ মোট ২৪ রান দেন। অবশ্য ওপেনার জ্যাক উডকে ফেরান এই বাঁহাতি। পরের ওভারে চার ছক্কা হজম করে মোট ২৫ রান দেওয়া স্পিনার মোসাদ্দেক হোসেন বশিস্টোকে ফেরান ড্রেসিংরুমে। এরপর আর অস্ট্রেলিয়ার উইকেট ফেলতে পারেননি বাংলাদেশের বোলাররা। আবু হায়দার তৃতীয় ওভারে ১৮ রান দেন, যা ইনিংসে সবচেয়ে কম রানের ওভার। পঞ্চম ওভারে হাবিবুর রহমানকে পাঁচ ছক্কা ও এক চারে মোট ৩৪ রান তোলেন ক্রস। শেষ ওভারে পেসার আবু হায়দার দেন ২৮ রান।
আরও পড়ুনআকবরের ৯ বলে ৩২ রান, শ্রীলঙ্কাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ১৮ ঘণ্টা আগেতাড়া করতে নেমে প্রথম ওভারেই তিন উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। ক্রিস গ্রিনের করা এই ওভারে আউট হন হাবিবুর, অধিনায়ক আকবর আলী ও জিসান আলম। পরের ওভারে মোসাদ্দেকও আউট হলে দুই ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ২৮। পেস বোলিং অলরাউন্ডার আবু হায়দার একাই যা একটু লড়াই করেন। ৭ ছক্কা ও ২ চারে ১৮ বলে ৫০ রানে অপরাজিত ছিলেন তিনি। ১০ বলে ২৫ রান করেন রাকিবুল।
সেমিফাইনালের টিকিট কাটা অস্ট্রেলিয়া ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে। আজ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারায় পাকিস্তান।
দক্ষিণ আফ্রিকার ৩ উইকেটে ১০২ রান তাড়া করতে নেমে পাকিস্তান জিতেছে ৩.৫ ওভারে। ৮ ছক্কায় ১০ বলে অপরাজিত ৫০ রান করেন পাকিস্তানি ওপেনার আব্দুল সামাদ। ১৩ বলে ৩৬ রানে আউট হন খাজা নাফাই। প্রোটিয়া বোলার জর্ডান মরিসের করা শেষ ওভারে টানা পাঁচ ছক্কা মেরে ম্যাচ জেতান সামাদ। আগামীকাল সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও পাকিস্তান।
আরও পড়ুনভারতকে হারিয়ে ওভারে ছয় ছক্কা হজমের জ্বালা মেটালেন কুয়েতের ইয়াসিন১ ঘণ্টা আগে