চাকসু নির্বাচন পিছিয়ে ১৫ অক্টোবর
Published: 23rd, September 2025 GMT
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের সময় পেছানো হয়েছে। পরিবর্তিত তারিখ অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ৪টায় চাকসু নির্বাচন কমিশনের এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী।
আরো পড়ুন:
গকসু নির্বাচনের ইশতেহারে অধিকার আদায়ের প্রতিশ্রুতি
রাত আড়াইটায় হাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
এর আগে, দুপুর ২টায় চাকসু নির্বাচন কমিশনের সকল সদস্যদের নিয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অধ্যাপক ড.
তিনি বলেন, “এছাড়া এ সিদ্ধান্ত নেওয়ার আরেকটি কারণ, বিশ্ববিদ্যালয় খোলার পর পাঁচ কার্যদিবসে নির্বাচন কমিশনের প্রস্তুতির জন্য যথেষ্ট নাও হতে পারে। প্রার্থী ও শিক্ষার্থীদের অনুরোধ এবং নির্বাচন কমিশনের প্রস্তুতি- এ দুই কারণে নির্বাচন দুইদিন পেছানো হয়েছে।”
তিনি আরো বলেন, “প্রার্থীদের অনুরোধে তাদের নির্বাচনী প্রচারণার সুবিধার্থে ১২-১৮ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত থাকবে, তবে ক্লাস চলবে। নির্বাচনের পরদিন (১৬ অক্টোবর) ক্লাস বন্ধ থাকবে। প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির শেষদিন আজ হলেও এটি আগামীকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বাকি সিদ্ধান্ত আগের মতোই থাকবে।”
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ছিল প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। পরিবর্তিত তারিখ অনুযায়ী, বুধবার (২৪ সেপ্টেম্বর) প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির শেষ দিন। ২৫ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং ১৫ অক্টোবর চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঢাকা/মিজান/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স প ট ম বর অন ষ ঠ ত অন র ধ
এছাড়াও পড়ুন:
এবার রাশিয়াকে ন্যাটোর হুমকি
সদস্যদেশের আকাশসীমা লঙ্ঘনের মতো উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ড বন্ধে রাশিয়াকে সতর্ক করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। আজ মঙ্গলবার রাশিয়াকে সতর্ক করে বার্তা দিয়েছে তারা। এর আগে গত সপ্তাহে এস্তোনিয়ার আকাশসীমায় একটি যুদ্ধবিমান ঢুকে পড়ার ঘটনায় জরুরি বৈঠক করেছিল ন্যাটো।
ন্যাটোভুক্ত ৩২টি সদস্যদেশ এক বিবৃতিতে বলেছে, এ ধরনের কর্মকাণ্ডের জন্য রাশিয়া সম্পূর্ণভাবে দায়ী। এটি উত্তেজনা বাড়ায়, ঝুঁকি সৃষ্টি করে এবং প্রাণহানি ঘটাতে পারে। এসব অবশ্যই বন্ধ করতে হবে। এ বিষয়ে রাশিয়ার কোনো সন্দেহ থাকা উচিত নয় যে ন্যাটো ও তার মিত্ররা আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজেদের রক্ষা করতে এবং যেকোনো ধরনের হুমকি প্রতিরোধে প্রয়োজনীয় সব ধরনের সামরিক ও বেসামরিক উপায় ব্যবহার করবে।
আরও পড়ুনপোল্যান্ডের আকাশে ন্যাটোর প্রতিরক্ষা মিশনে যোগ দিয়েছে যুক্তরাজ্য বিমানবাহিনীর জেট২১ সেপ্টেম্বর ২০২৫গত শুক্রবার রাশিয়ার বেশ কয়েকটি সশস্ত্র যুদ্ধবিমান প্রায় ১২ মিনিটের জন্য আকাশসীমা লঙ্ঘন করে এস্তোনিয়ার সীমান্তে ঢুকে যায়। এরপরই ন্যাটোর প্রতিষ্ঠা চুক্তির ৪ অনুচ্ছেদের অধীনে জরুরি পরামর্শ সভা আহ্বান করে দেশটি। এর আগে ১০ সেপ্টেম্বর ইউক্রেনে হামলার সময় পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে রাশিয়ার ড্রোন। তবে পোল্যান্ডের সেনাবাহিনী ড্রোনগুলো ভূপাতিত করেছে।
পোল্যান্ডে ড্রোন হামলার প্রতিক্রিয়ায় মস্কো থেকে আসা হুমকি মোকাবিলায় পূর্ব সীমান্তের প্রতিরক্ষা আরও শক্তিশালী করার ঘোষণা দেয় ন্যাটো। দুই পক্ষের উত্তেজনা বেড়ে যাওয়ায় ভয় হচ্ছে যে এই পরিস্থিতি বজায় থাকলে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ন্যাটোর সীমান্ত অতিক্রম করতে পারে।
পোল্যান্ড ও রোমানিয়ার পাশাপাশি লিথুয়ানিয়া, লাটভিয়া ও ফিনল্যান্ডসহ পূর্ব সীমান্তের অন্য দেশগুলোও সম্প্রতি তাদের আকাশসীমা লঙ্ঘনের মুখোমুখি হয়েছে। ন্যাটোর বিবৃতিতে সদস্যদেশগুলো প্রতিশ্রুতি দিয়েছে, মিত্ররা রাশিয়ার এই কর্মকাণ্ড ও অন্যান্য কর্মকাণ্ডের কারণে ইউক্রেনকে সমর্থনের প্রতি তাদের স্থায়ী প্রতিশ্রুতিতে কোনোভাবে বিচলিত হবে না।