বাঁচা-মরার ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান
Published: 23rd, September 2025 GMT
এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ইতোমধ্যে টস হয়েছে। টস জিতেছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। তিনি অবশ্য বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালঙ্কা জানিয়েছেন, টস জিতলে তিনিও আগে বোলিং নিতেন। শ্রীলঙ্কা দলে আজ দুটি পরিবর্তন এসেছে। দুনিথ ভেল্লালাগে ও মিশরার জায়গায় এসেছেন করুণারত্নে ও মহেশ থিকশানা। পাকিস্তান অবশ্য অপরিবর্তিন একাদশ নিয়ে মাঠে নেমেছে।
সুপার ফোরে উভয় দলই তাদের প্রথম ম্যাচে হার মেনেছে। শ্রীলঙ্কা হেরেছে বাংলাদেশের কাছে। আর পাকিস্তান হেরেছে ভারতের কাছে। তাই এই ম্যাচটি উভয় দলের জন্য বাঁচা-মরার। এই ম্যাচে যারা জিতবে তারা টিকে থাকবে ফাইনালের রেসে। আর যারা হারবে তাদের বিদায় এক প্রকার নিশ্চিত হয়ে যাবে।
আরো পড়ুন:
আবারও সভাপতি হয়ে যা যা করতে চান সৌরভ
বিসিসিআই সভাপতি হচ্ছেন মিঠুন মানহাস
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মানিকগঞ্জে স্কুলবাসে দেওয়া আগুনে দগ্ধ সেই চালকের মৃত্যু
মানিকগঞ্জে থেমে থাকা একটি স্কুলে বাসে সন্ত্রাসীদের দেওয়া আগুনে দগ্ধ বাসচালক পারভেজ খান (৪৫) মারা গেছেন। সোমবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে সুমন।
গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়াতে স্কুলবাসে আগুন দেয় সন্ত্রাসীরা। এসময় বাসের ভেতর ঘুমন্ত পারভেজ গুরুতর দগ্ধ হন। তার বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা ইউনিয়নের বাড়াইভিকরা গ্রামে।
আরো পড়ুন:
ঢাকায় সমাবেশে আহত সেই শিক্ষিকা মারা গেছেন
লিবিয়ায় নৌকাডুবি: ৪ বাংলাদেশির মৃত্যু
আরো পড়ুন: মানিকগঞ্জে স্কুলবাসে আগুন
শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, “গত বৃহস্পতিবার স্কুলবাসটিতে আগুন দেওয়া হয়। এতে দগ্ধ হন বাসটির ভেতর ঘুমিয়ে থাকা চালক পারভেজ। পুলিশ উদ্ধার করে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। স্কুলবাসে আগুন দেওয়ার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।”
ঢাকা/চন্দন/মাসুদ