টানা ৯ দিন বন্ধ থাকছে বুড়িমারী স্থলবন্দর
Published: 27th, September 2025 GMT
হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৯ দিন বন্ধ থাকবে ত্রিদেশীয় বাণিজ্যিক কেন্দ্র হিসেবে খ্যাত লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর।
বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থলবন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা জানিয়েছেন, দুর্গাপূজার ছুটির বিষয়ে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ও ভারতের কোচবিহার রাজ্যের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের সব ব্যবসায়িক সংগঠনের নেতাকর্মীরা বিশেষ সভা করেছেন। সভায় সর্বসম্মতিক্রমে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ টানা ৯ দিন এ বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী উভয় দেশের ব্যবসায়ী ও বাণিজ্য-সংশ্লিষ্ট সকল দপ্তরে নোটিশ পাঠানো হয়। এর একটি কপি বুড়িমারী স্থবন্দর কার্যালয়ের নোটিশ বোর্ডে ঝোলানো হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে বন্ধ থাকবে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম। এর সঙ্গে যুক্ত হয়েছে শুক্রবারের সাপ্তাহিক ছুটি। ফলে, ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা ৯ দিন বন্ধ থাকবে এ বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। আগামী ৫ অক্টোবর বন্দরের সকল ধরনের কার্যক্রম যথারীতি শুরু হবে।
ছুটির সময়ে উভয় স্থলবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) চৌকি খোলা থাকবে এবং পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা আশরাফুল ইসলাম।
বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেছেন, দুর্গাপূজা উপলক্ষে উভয় স্থলবন্দরের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক সাপ্তাহিক ছুটিসহ টানা ৯ দিন আমাদিন-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৫ অক্টোবর পুরোদমে ব্যবসায়িক কার্যক্রম পুনরায় শুরু হবে।
বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) দেলোয়ার হোসেন বলেছেন, দুর্গাপূজা উপলক্ষে ভারতের চ্যাংড়াবান্ধা স্থল শুল্ক স্টেশনের ব্যবসায়ীরা চিঠি দিয়ে সাপ্তাহিক ছুটির দিনসহ ৯ দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছে। বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনও চিঠি দিয়েছে। তবে, সরকারি ছুটির দিন ব্যতীত শুল্ক (কাস্টমস) দপ্তরের কার্যক্রম সচল থাকবে।
ঢাকা/সিপন/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব যবস য় উপলক ষ আমদ ন
এছাড়াও পড়ুন:
২০২৬ সালে ব্যাংক বন্ধের তালিকা প্রকাশ
২০২৬ সালে ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী বছর ব্যাংকগুলোর জন্য ২৮ দিন ছুটি ঘোষণা করা হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এই তালিকা প্রকাশ করা হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর প্রথম সরকারি ছুটির দিন হবে শবে-বরাত উপলক্ষ্যে। ৪ ফেব্রুয়ারি একদিন ব্যাংক বন্ধ থাকবে। ওই মাসে ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি ব্যাংক বন্ধ থাকবে। এরপর শবে কদর উপলক্ষে ১৭ মার্চ ব্যাংক বন্ধ থাকবে। জুমাতুল বিদা ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচদিন ব্যাংক বন্ধ থাকবে। এরপর স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ২৬ মার্চ ব্যাংক বন্ধ থাকবে।
চৈত্র সংক্রান্তি (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দারবান পার্বত্য জেলার জন্য প্রযোজ্য) ১৩ এপ্রিল ব্যাংক বন্ধ থাকবে। এরপর বাংলা নববর্ষ উপলক্ষ্যে ১৪ এপ্রিল, মে দিবস ও বৌদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে ১ মে, ২৬ থেকে ৩১ মে পাঁচদিন ঈদুল আজহা উপলক্ষ্যে ব্যাংক বন্ধ থাকবে।
এদিকে, আশুরা উপলক্ষ্যে ২৬ জুন, ১ জুলাই ব্যাংক হলিডে উপলক্ষ্যে একদিন, জুলাই গণঅভ্যুত্থান ৫ আগস্ট, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ২৬ আগস্ট, জন্মাষ্টমী ৪ সেপ্টেম্বর, দুর্গাপূজা উপলক্ষ্যে ২০ ও ২১ অক্টোবর, বিজয় দিবস উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর, বড়দিন উপলক্ষ্যে ২৫ ডিসেম্বর ও ব্যাংক হলিডে উপলক্ষ্যে ৩১ ডিসেম্বর ব্যাংক বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের চলতি বছরের ৯ নভেম্বর প্রজ্ঞাপন অনুযায়ী সব তফসিলি ব্যাংকের জন্য এ ছুটি কার্যকর হবে।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের তালিকায় দেখা গেছে, চলতি বছর দেশের তফসিলি ব্যাংকগুলোর জন্য ছুটি ছিল ২৭ দিন, আগের বছর ব্যাংকগুলোর জন্য ছুটি ছিল ২৪ দিন।
ঢাকা/নাজমুল//