শব্দবাজিকরের আত্মপরিচয়ের প্রত্নচিহ্ন
Published: 27th, September 2025 GMT
সাহিত্যের ভাষাটা হচ্ছে চিত্রকরের রঙের মতো। যে কম্পোজার তার সেই ধ্বনির মতো। সাউন্ডের মতো।
— সৈয়দ শামসুল হক
চিত্রকলা ছাড়া শিল্প–সাহিত্যের নানান শাখায় নজরুল ইসলামের অবদান মাথায় রেখেই বলা যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের পর সৈয়দ শামসুল হকই একমাত্র সাহিত্যিক, যিনি শিল্প–সাহিত্যের সব শাখায় কমবেশি অবদান রেখেছেন। সৈয়দ হক বলতেন, তিনি ‘সার্বক্ষণিক লেখক’ আর তাঁর করোটির ভেতরে উড্ডীন থাকত ভাবনা। দৃঢ়ভাবে তিনি বিশ্বাস করতেন, লেখাটাই তাঁর একমাত্র কাজ। ২০১৬ সালের সেপ্টেম্বরের ২৭ তারিখে অলোকলোকে আবাস নেওয়ার আগে একাশি বছরের দীর্ঘ জীবনটি তিনি শিল্প–সাহিত্যের জন্যই ব্যয় করেছেন।
সৈয়দ শামসুল হকের ‘পরানের গহীন ভিতর’ বাংলাদেশের কবিতায় ধ্রুপদি মর্যাদা লাভ করেছে। তাঁর অন্যান্য বইয়ের পাশাপাশি এই কবিতাগ্রন্থটির ব্যাপারে তিনি বলেছিলেন, বইটি অনুবাদ হলে বিশ্ব পাঠক মহলে সমাদৃত হবে।
‘তোমারে যে ভালোবাসে এর থিকা আরো পাঁচগুণ/ আল্লার কসম আমি দিমু তারে এই জামাখান,/ আমার কলম আমি দিমু তারে, শরীলের খুন/ দোয়াত ভরায়া দিমু.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আমার জীবনটা ট্র্যাজেডিতে ভরা
ছবি: দীপু মালাকার