দেশ পুনর্গঠনে প্রবাসীদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে আয়োজিত “এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ” শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

আরো পড়ুন:

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের প্রতি বিশ্বনেতাদের পূর্ণ সমর্থন

ট্রাম্পের সঙ্গে এক ফ্রেমে প্রধান উপদেষ্টা

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়। 

প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, “জুলাই অভ্যুত্থানের মাধ্যমে শুরু হওয়া পরিবর্তনকে এগিয়ে নিতে আপনারা নিজ নিজ অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।”

তিনি বলেন, “আমরা শুরু থেকেই আপনাদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছিলাম এবং আপনাদের সম্পৃক্ততার উপায় খুঁজছিলাম। আজ আপনাদের দেখে আমরা নতুন আত্মবিশ্বাস নিয়ে দেশে ফেরার সাহস পাচ্ছি। আসরে গ্যালারি থেকে কথা বলা সহজ, কিন্তু আমরা চাই আপনারা আমাদের সঙ্গে মাঠে নামুন।”

অনুষ্ঠানে সফররত বাংলাদেশি রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান উপদেষ্টা বলেন, “রাজনৈতিক নেতাদের এই সফরে আমাদের সঙ্গে যোগ দিতে রাজি হতে দেখে আমার আত্মবিশ্বাস আরো বেড়েছে।”

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষর (বিডা) আশিক চৌধুরী জুলাই অভ্যুত্থানের পর গত ১৫ মাসে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরেন।

তিনি জানান, প্রবাসীদের অবদানে রেমিট্যান্স প্রবাহ ২১ শতাংশেরও বেশি বেড়েছে। একইসঙ্গে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি।

তিনি প্রবাসীদের অব্যাহত সমর্থনের আহ্বান জানান এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে ভোটাধিকার প্রক্রিয়া সম্পর্কেও অবহিত করেন।

পরে ‘ব্রিজিং বর্ডার্স: কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ডায়াসপোরা এনগেজমেন্ট’ শীর্ষক এক প্যানেল আলোচনা হয়, যা পরিচালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। প্রবাসীকল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলসহ আরো তিন জন প্যানেলিস্ট আলোচনায় যোগ দেন।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াত নেতা ড.

নকীবুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সদস্য সচিব আখতার হোসেন এবং এনসিপির প্রথম সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা উপস্থিত ছিলেন।

ঢাকা/ইভা 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রব স দ র অন ষ ঠ ন আহ ব ন

এছাড়াও পড়ুন:

আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা মিনিবাসে আগুন

ঢাকার আশুলিয়ায় সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি মিনিবাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। 

সোমবার (১৭ নভেম্বর) ভোরে এ নাশকতা করা হয়। আগুনে বাসের ভেতরের আসনগুলো পুড়ে গেছে। 

ওই বাসের চালক মো. পিন্টু জানিয়েছেন, গতকাল রবিবার যাত্রী পরিবহন শেষে রাতে আশুলিয়ার বেরন এলাকায় সড়কের পাশে গ্রামীণ পরিবহনের মিনিবাসটি দাঁড় করিয়ে রাখা হয়। ভোর ৪টার দিকে চালকের সহকারী বাসটি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে ওয়াশরুমে যান। ভোর পৌনে ৫টার দিকে তিনি ফিরে এসে বাসে আগুন দেখতে পান। পরে আশপাশের লোকজন পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

তিনি বলেন, আগুনে সব সিট (আসন) পুইড়া গেছে। এটা ৩২ সিটের গাড়ি। ২ লাখ টাকার মতো ক্ষতি হইছে। খবর পেয়ে আশুলিয়া থানার পুলিশও আসছিল। 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেছেন, বাসে অগ্নিসংযোগ করা হয়েছিল। ওই এলাকায় আমাদের টহল টিম ছিল। তারা দ্রুত সেখানে গিয়ে ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। নাশকতার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ঢাকা/সাব্বির/রফিক

সম্পর্কিত নিবন্ধ