অমর একুশে বইমেলা স্থগিত করেছে বাংলা একাডেমি। রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখের একটি সিদ্ধান্ত অনুযায়ী, ‘অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে’। এ প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে বইমেলা ২০২৬-এর যে তারিখ নির্ধারণ করা হয়েছিল, তা স্থগিত করা হলো।
আরো পড়ুন:
বাংলা একাডেমির সংস্কারে ১৯ সদস্যের কমিটি
নজরুলের কবিতা সব আন্দোলনে প্রতিবাদের ভাষা হয়ে ওঠে: ড.
প্রকাশক ও অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ ঠিক করা হবে।
এর আগে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় ২০২৬ সালের অমর একুশে বইমেলা এ বছরের ডিসেম্বরের ১৭ তারিখ নির্ধারণ করা হয়।
ঢাকা/এসবি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব ল এক ড ম বইম ল বইম ল
এছাড়াও পড়ুন:
গাজীপুরে নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান
গাজীপুরের শ্রীপুর উপজেলায় নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১ লাখ টাকা জরিমানাসহ কারখানাটি বন্ধ ঘোষণা করেন আদালত।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলী এলাকায় অবস্থিত মায়া এন্টারপ্রাইজ নামের ওই কারখানায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম।
আরো পড়ুন:
শুটিংয়ের কথা বলে রিসোর্টে নিয়ে নাট্যকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
নারায়ণগঞ্জের জিমখানায় যৌথ বাহিনীর অভিযানে আটক ২৪
অভিযান চলাকালে প্রায় ১৫০ কেজি প্লাস্টিক দানা ও ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরবর্তীতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক)/১৫(১) ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একইসঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাটি বন্ধ করে দেওয়া হয় এবং কারখানার পক্ষে জমির মালিককে ভবিষ্যতে আর এ ধরনের নিষিদ্ধ পণ্য উৎপাদন করবেন না মর্মে মুচলেকা দিতে বাধ্য করা হয় ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম বলেন, “কারখানাটির বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তরের গাজীপুর কার্যালয়ের উপ-পরিচালককে অবহিত করা হয়েছে।”
অভিযানে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রাকিবুল হাসান উপস্থিত ছিলেন। স্থানীয় পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন বলেন, “পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
ঢাকা/রফিক/মেহেদী