সিদ্ধিরগঞ্জে র্যাবের উপর হামলা করে সন্ত্রাসীকে ছিনিয়ে নিয়েছে সহযোগীরা
Published: 30th, September 2025 GMT
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভয়ঙ্কর সন্ত্রাসী সাবেহ আলীকে আটক করেও রাখতে পারেনি র্যাব সদস্যরা। সাহেব আলীর সহযোগীরা র্যাব সদস্যদের উপর হামলা করে তাকে ছিনিয়ে নিয়েছে। সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন র্যাবের ৩ সদস্যসহ ৪ জন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টায় আটি ওয়াপদা কলোনি বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শী ও র্যাব-১১ এর সিপিএসসি লে: কমা-ার মো.
সন্ত্রাসী সাহেব আলী(৩৮) ওয়াপদা কলোনি বউবাজার এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। সাহেব আলীর বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ডজন খানেক মামলা রয়েছে।
জানা গেছে, ১ সহযোগীসহ সাহেব আলীকে আটক করে সাদা পোশকদারী র্যাবের একটি আভিযানিক দল। এসময় ২ জন র্যাব সদস্যের পাহারায় তাদেরকে ওয়াপদা কলোনি বউবাজার তিন রাস্তার মোড়ে একটি চা দোকানে রেখে তার অন্য সহযোগীদের আটক করতে যান র্যাবের অন্য সদস্যরা। তখন সাহেব আলীর সহযোগী সন্ত্রাসীরা র্যাব সদস্যের উপর আকস্মিক হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নেয়। সন্ত্রাসীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে ১ জন গুরুতরসহ র্যাবের ৩ সদস্য ও রানা নামে স্থানীয় একজন বাসিন্দা আহত হন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ফয়েজ আহমেদ বলেন, আমি এসে দেখি সন্ত্রাসী সাহেব আলী ও তার ১ সহযোগীকে আটক করে দুজন র্যাব সদস্য শীতলের চা দোকানে বসে আছেন। এসময় ৮-১০ জনের একটি বাহিনী এসে ইটপাটকেল নিক্ষেপ ও দোকানের চেয়ার দিকে র্যাব সদস্যদের উপর আক্রমন করে তাদের ছিনেয় নেয়।
আরেকজন প্রত্যক্ষদর্শী আলাউদ্দিন বলেন, আমি এসে দেখি একজন র্যাব সদস্য রক্তাক্ত অবস্থায় বিসমিল্লাহ ফার্মেসীতে চিকিৎসা নিচ্ছেন।
বিসমিল্লাহ ফার্মেসীতে কর্মরত শাহাদাত হোসেন বলেন, প্রশাসনের চার লোক দোকানে এসেছিল চিকিৎসার জন্য। তাদের মধ্যে একজনের মাথায় ও দুজনের হাতে আঘাত প্রাপ্ত ছিল। প্রাথমিকভাবে রক্তকরণ বন্ধকরে দেওয়ার পর র্যাবের লোকজন এসে আহতদের নিয়ে যান।
জানতে চাইলে র্যাবের সিপিএসসি লে: কমান্ডার মো. নাঈম উল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের গোয়েন্দা সদস্যরা সাহেব আলীর অবস্থান নিশ্চিত হয়ে বউবাজার এলাকায় যায়। এসময় একদল সন্ত্রাসী বাহিনী তাদেরকে আক্রমন করে। তবে সাহেব আলীকে আটক ও ছিনিয়ে নেওয়ার বিষয়ে তিনি কোন মন্তব্য করেন নি।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: সন ত র স ন র য়ণগঞ জ স হ ব আল র য ব সদস য সন ত র স সহয গ র উপর
এছাড়াও পড়ুন:
বৈরী আবহাওয়া বৃষ্টি উপেক্ষা করে পূজামণ্ডপ পরিদর্শনে সাখাওয়াত-টিপু
বৈরী আবহাওয়া বৃষ্টি উপেক্ষা করে শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর উপজেলার বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মহানগর বিএনপি ও বন্দর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত তাঁরা উপজেলার সাবদীবাজার শ্রী রক্ষাকালী মন্দির পূজা মন্ডপ, দিলঘদী কলাগাছিয়া শুভকরদী পূজা মন্ডপ, সাবদী লোকনাথ ব্রহ্মচারী মন্দির পূজা মন্ডপ, মিরকুন্ডী শ্রী শ্রী সাধু পরেশ মহাত্মা আশ্রম পূজা মন্ডপ, শ্রী শ্রী ব্রহ্মা মন্দির ও উপাসনালয় পূজা মন্ডপ, ঋষিপাড়া পূজা মন্ডপ, প্রেমতলা পূজা মন্ডপ, লাঙ্গলবন্দ স্নান সেবা কেন্দ্র পূজা মন্ডপ, লাঙ্গলবন্দ রাজঘাট পূজা মন্ডপ, আড্ডা শ্যামপুর পূজা মন্ডপসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এসময় তাঁরা হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন স্তরের জনসাধারণের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেন।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডাঃ মজিবুর রহমান, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন উর রশীদ লিটন, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া, সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদ, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ মিঠু, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধান, বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।