বগুড়ায় শহর যুবদল নেতা রাহুল সরকারকে হত্যাকাণ্ডে জড়িত মূল আসামি জামিল হোসেনকে (৪৪) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে শেরপুর উপজেলার কাশিয়াডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জামিল হোসেন জেলার কাহালু উপজেলার পাল্লাপাড়া এলাকার আব্দুল মজিদ আকন্দের ছেলে। নিহত রাহুল বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ও শহরের কৈগাড়ী এলাকার সোবহান সরকারের ছেলে।

এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কাহালু উপজেলার মাগুড়া গ্রামে নিজস্ব লিজ নেয়া পুকুরে মাছ ধরার সময় রাহুল সরকারকে ছুরিকাঘাত হত্যা করে দুর্বৃত্তরা।

বিষয়টি নিশ্চিত করে বগুড়ার ডিবি ইনচার্জ ইকবাল বাহার বলেন, “আসামিকে গ্রেপ্তারের পর আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এলাকার মসজিদের পুকুর নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আসামি জামিল হোসেন ওই পুকুরটি মসজিদ কমিটির কাছ থেকে লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। পরবর্তীতে যুবদল নেতা রাহুল ওই পুকুর লিজ নিয়েছে বলে দাবি করে দখলের চেষ্টা করে আসছিলেন। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিলো। মঙ্গলবার দুপুরে রাহুল তার একসঙ্গীকে নিয়ে পুকুরে গিয়ে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এমন সময় গ্রেপ্তার আসামিসহ আরো কয়েকজন তাদের উপর হামলা চালিয়ে রাহুলকে ছুরিকাঘাত করে হত্যা করে।”

ডিবি ইনচার্জ আরো বলেন, “গ্রেপ্তার আসামিকে আজকেই আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’’

ঢাকা/এনাম/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য বদল

এছাড়াও পড়ুন:

আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা

কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’

সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।

সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ