মন্থর হওয়া ‘মোন্থা’র প্রভাবে আজও বৃষ্টির সম্ভাবনা
Published: 30th, October 2025 GMT
ভারতের অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়া প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। গতকাল বুধবার রাতে এটি নিম্নচাপ আকারে ছিল ভারতের ছত্তিশগড় রাজ্যের অংশে। এটি আরও উত্তর দিকে আসছে। মোন্থা দুর্বল হলেও এর প্রভাব বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে রয়ে গেছে। গতকাল এর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন অংশে হালকা বৃষ্টিও হয়েছে। আজও রাজধানী ও দেশের অন্য তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি হবে না। আর এভাবে বিচ্ছিন্নভাবে বৃষ্টি চলতে পারে আরও দুই দিন।
আজ রাজধানীর সকালটা ছিল রোদে ভরা। কিন্তু সকাল সাড়ে নয়টার দিক থেকে মেঘ জমে আকাশে। সকাল সোয়া ১০টার দিকে এ প্রতিবেদন লেখার সময়ও আকাশে মেঘ ছিল যথেষ্ট।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো.
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, মোন্থার প্রভাবেই শুধু বৃষ্টি হচ্ছে এমনটা নয়, একই সময়ে আরব সাগরেও একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। দুয়ে মিলে বাংলাদেশ ও ভারতের পশ্চিবঙ্গসহ কয়েকটি রাজ্যের নানা স্থানে বৃষ্টি হচ্ছে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আগামীকাল শুক্রবার ও পরশু শনিবারও বৃষ্টি হতে পারে বিচ্ছিন্নভাবে। তবে রোববার থেকে বৃষ্টি একেবারে কমে যেতে পারে। এ বৃষ্টির পর তাপমাত্রা খানিকটা কমে আসতে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নাঈমকে টপকে বছরে সর্বোচ্চ রানের রেকর্ড তানজিদের
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গতকাল দ্বিতীয় টি–টোয়েন্টিতে ৪৮ বলে ৬১ রান করেন বাংলাদেশ ওপেনার তানজিদ হাসান। ১৫০ রানের লক্ষ্যে এমন একটি ইনিংস কেউ খেললে সেই দলের জয়ের সুযোগ থাকে অনেক বেশি।
কিন্তু চট্টগ্রামে অনুষ্ঠিত এই ম্যাচে সুযোগটা কাজে লাগাতে পারেননি বাংলাদেশের অন্য ব্যাটসম্যানরা। জাকের আলী, শামীম হোসেনদের ব্যর্থতায় দল হেরেছে ১৪ রানে। এমন হারে আক্ষেপ থাকারই কথা তানজিদের।
তবে তানজিদ এমন ম্যাচেই গড়েছেন রেকর্ড। গতকাল বাংলাদেশের হয়ে এক বছরে সবচেয়ে বেশি টি–টোয়েন্টি রান করার রেকর্ড গড়েন তানজিদ। বাঁহাতি এই ওপেনার চলতি বছর ২৩ ইনিংসে রান করেছেন ৬২২। চলতি বছরে ১৩৫.২১ স্ট্রাইকরেটে ব্যাটিং করা তানজিদের ফিফটি ৬টি। গড় ২৯.৬১। চলতি বছরে তানজিদ ছক্কা মেরেছেন ৩৪টি, এটি এক বছরে বাংলাদেশের সর্বোচ্চ।
প্রথম আলো