গাজীপুরের নাওজোড় এলাকা থেকে বিভিন্ন ধরনের ৪৫টি ধারাল অস্ত্র ও মাদকসহ বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের ভাই ও ভাতিজাকে আটক করেছে যৌথবাহিনী। বুধবার (২৯ অক্টোবর) রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের নাওজোড় এলাকার হাজী সিরাজুল ইসলামের ছেলে তসলিম সিরাজ (৫৪) ও তার ছেলে মুশফিক (২৭) ।

আরো পড়ুন:

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতা গ্রেপ্তার

নেত্রকোণায় বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে স্কুলছাত্রী ধর্ষিত 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যরাতে নাওজোর এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। এসময় বাসন থানা বিএনপির সভাপতি তানভির সিরাজের ভাই তসলিম সিরাজ ও ভাতিজা মুশফিক আটক হন। তাদের কাছ থেকে আটটি বড় ছোরা, ১৯টি ছোট ছোরা, পাঁচটি বড় চাপাতি, পাঁচটি ছোট চাপাতি, দুইটি লোহার হাসুয়া, পাঁচটি রামদা, একটি সোজা রামদা উদ্ধার হয়। পাশাপাশি ২৭টি নকল ডায়মন্ড ও গাঁজা জব্দ হয়। পরে তাদের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে। 

বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.

শাহীন খান বলেন, “যৌথবাহিনীর অভিযানে দুইজন আটক হয়েছেন। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।”

ঢাকা/রেজাউল/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক ব সন থ ন

এছাড়াও পড়ুন:

নাঈমকে টপকে বছরে সর্বোচ্চ রানের রেকর্ড তানজিদের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গতকাল দ্বিতীয় টি–টোয়েন্টিতে ৪৮ বলে ৬১ রান করেন বাংলাদেশ ওপেনার তানজিদ হাসান। ১৫০ রানের লক্ষ্যে এমন একটি ইনিংস কেউ খেললে সেই দলের জয়ের সুযোগ থাকে অনেক বেশি।

কিন্তু চট্টগ্রামে অনুষ্ঠিত এই ম্যাচে সুযোগটা কাজে লাগাতে পারেননি বাংলাদেশের অন্য ব্যাটসম্যানরা। জাকের আলী, শামীম হোসেনদের ব্যর্থতায় দল হেরেছে ১৪ রানে। এমন হারে আক্ষেপ থাকারই কথা তানজিদের।

তবে তানজিদ এমন ম্যাচেই গড়েছেন রেকর্ড। গতকাল বাংলাদেশের হয়ে এক বছরে সবচেয়ে বেশি টি–টোয়েন্টি রান করার রেকর্ড গড়েন তানজিদ। বাঁহাতি এই ওপেনার চলতি বছর ২৩ ইনিংসে রান করেছেন ৬২২। চলতি বছরে ১৩৫.২১ স্ট্রাইকরেটে ব্যাটিং করা তানজিদের ফিফটি ৬টি। গড় ২৯.৬১। চলতি বছরে তানজিদ ছক্কা মেরেছেন ৩৪টি, এটি এক বছরে বাংলাদেশের সর্বোচ্চ।

প্রথম আলো

সম্পর্কিত নিবন্ধ