সরকার পতন হলেও ব্যবস্থা বদলায়নি
Published: 10th, January 2025 GMT
সারা দেশে এখন একটা হতাশা ও বিষণ্নতা বিরাজ করছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। গত ৫ আগস্টের ছাত্র–জনতার অভ্যুত্থানকে মস্ত বড় ঘটনা মনে করা হয়েছিল উল্লেখ করে তিনি
বলেন, ‘কিন্তু পরে দেখা যাচ্ছে যে এটা একটা সরকারের পতন মাত্র, ব্যবস্থার পতন নয়। ব্যবস্থা সেই আগের মতোই রয়ে গেছে এবং সে জন্য দেশে একটা হতাশা বিরাজ করছে, একধরনের বিষণ্নতা বিরাজ করছে।’
তানভীর মুহাম্মদ ত্বকীর ২৯তম জন্মবর্ষ উপলক্ষে দশম জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এ কথা বলেন। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী আরও বলেন, ‘আমরা রাষ্ট্র বারবার বদল করেছি। বড় রাষ্ট্রকে ছোট রাষ্ট্র করেছি, কিন্তু রাষ্ট্রের চরিত্রে কোনো মৌলিক পরিবর্তন আসেনি। সমাজে কোনো বৈপ্লবিক পরিবর্তন ঘটেনি। বলা হয়েছিল যে বিপ্লব ঘটেছে। বিপ্লব তো দেখা যাচ্ছে না। একটা সরকারের পতন হয়েছে মাত্র, ব্যবস্থা তো সব আগের মতোই রয়েছে।’
১৪২ মাস পার হলেও ত্বকী হত্যার বিচার হয়নি উল্লেখ করে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, এর দ্বারা প্রমাণিত হয়, এ দেশে তরুণ এবং তারুণ্য নিরাপদে নেই। প্রমাণিত হয় যে এ দেশের বিচারব্যবস্থা এমন, যেখানে অপরাধীদের শাস্তি হয় না এবং অপরাধীরা ক্ষমতায় থাকে এবং নিশ্চিতে বিরাজ করতে থাকে সমাজের মধ্যে। তিনি বলেন, ‘আমরা কেবল বিচার চাই না। যে সমাজ বিচার করে না, যে সমাজ নিরাপত্তা দেয় না, যে সমাজ ত্বকীদের হত্যা করে, সেই সমাজকেই পরিবর্তন করতে হবে।’
ব্রিটিশ আমল, পাকিস্তান আমল, এমনকি স্বাধীন বাংলাদেশেও একসময় কিশোর আন্দোলন ছিল উল্লেখ করে এই শিক্ষাবিদ বলেন, এখন কিশোর আন্দোলন নেই। ত্বকীর মতো বই পড়া, আন্দোলনে যাওয়া, ছবি আঁকা, কবিতা লেখা তরুণেরা প্রাণ হারাচ্ছেন। অথবা জীবন্ত থেকেও টিকে আছে কোনোমতে। সেই ব্যবস্থাকে বদল করার জন্য তরুণদের সংগঠিত করা দরকার। সারা দেশে এখন একটা সাংস্কৃতিক জাগরণ তৈরি করা দরকার।
প্রত্যাশা এখনো পূরণ হয়নিত্বকীর মতো অসংখ্য হত্যাকাণ্ড এবং তার সঙ্গে লুণ্ঠন, সম্পদ পাচার, মানুষের ওপর অত্যাচার—এসব মিলে যে ক্ষোভ জমেছিল, তারই প্রকাশ দেখা গেছে জুলাই গণ–অভ্যুত্থানে। এ কথা বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ও গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য আনু মুহাম্মদ। তিনি বলেন, গণ–অভ্যুত্থানের পরে স্বাভাবিকভাবেই সবার প্রত্যাশা যে এগুলোর বিচার করতে হবে। সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি। বিচারকাজ সন্তোষজনকভাবে অগ্রসর হয়েছে, এটাও বলা যায় না।
স্বৈরশাসনের পতন হলেও খুনিদের পৃষ্ঠপোষকদের বিদায় হওয়ার কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না বলেও মন্তব্য করেন অধ্যাপক আনু মুহাম্মদ। ক্ষমতাশালী দল কিংবা পুলিশ এখনো মামলা ও আটক–বাণিজ্য করছে উল্লেখ করে তিনি বলেন, স্বৈরশাসনের পতনের পর এ প্রক্রিয়া অব্যাহত থাকার কথা নয়, কিন্তু সেই প্রক্রিয়া অব্যাহত আছে। তিনি এর নিন্দা জানান।
আমরা রাষ্ট্র বারবার বদল করেছি। বড় রাষ্ট্রকে ছোট রাষ্ট্র করেছি, কিন্তু রাষ্ট্রের চরিত্রে কোনো মৌলিক পরিবর্তন আসেনি। সমাজে কোনো বৈপ্লবিক পরিবর্তন ঘটেনি।অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীস্বৈরশাসন সময়কার বড় অপরাধীদের কয়েকজন বাদে সবাই বিভিন্ন পৃষ্ঠপোষকতায় পালিয়ে গেছে উল্লেখ করে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করা যেমন সরকারের দায়িত্ব, ঠিক সেভাবে যারা অপরাধী নন তাঁদের হয়রানি না করাটাও সরকারের দায়িত্ব। যাঁরা অপরাধী নন, তাঁদের হয়রানি করাটাও একটা অপরাধ।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের এখনো দরকার আছে বলে মনে করেন আনু মুহাম্মদ। কারণ, এখনো সন্ত্রাস চলছে। মব ভায়োলেন্সের মাধ্যমে বিভিন্ন মানুষকে অত্যাচার করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও খারাপ। খুন কমছে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি। স্বাধীনতার পর কোনো সরকারই জনগণের পক্ষে ছিল না মন্তব্য করে তিনি বলেন, এর ফলে জনগণের স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে না। রাষ্ট্রকাঠামোর পরিবর্তন জরুরি উল্লেখ করে তিনি বলেন, সেই পরিবর্তনের জন্য নতুন রাজনীতির প্রয়োজন।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায় অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। বিজয়ীদের মধ্যে কথা বলেন অশেষ লস্কর ও দেবাশ্রীতা পাল।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যে বিষয়গুলো আলোচনাতেই আসে নাই, সেগুলোও ঢুকিয়েছে ঐকমত্য কমিশন: সেলিমা রহমান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, ‘আমরা যে সনদটা পাস করেছি ও সিগনেচার করেছি, সেইটা কিন্তু ‘নোট অব ডিসেন্ট’-সহ সিগনেচার করেছি। অথচ ঐকমত্য (কমিশন) সম্পূর্ণ যে বিষয়গুলো আলোচনাতেই আসে নাই, সেগুলোও ঢুকিয়েছে।’
আজ শনিবার দুপুরে সিলেট নগরের দরগাহ গেট এলাকার একটি হোটেলের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপির এই নেত্রী। এর আগে নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে সিলেট বিভাগের বিভিন্ন অংশীজনের সমন্বয়ে সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নির্বাচনী অগ্রাধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বেগম সেলিমা রহমান সভাপতিত্ব করেন।
নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কি না, এমন প্রশ্নের জবাবে সেলিমা বলেন, ‘নির্বাচন নিয়ে আমরা এখনো আশঙ্কা প্রকাশ করিনি। আমরা চাই নির্বাচন, আমরা নির্বাচনমুখী দল। আমাদের আশঙ্কা এখনো আসেনি, তবে আমরা সরকারকে মানে এখন...বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে, সেগুলা পাবলিককে বলছি। তবে কিছুটা তো ঝামেলা করার চেষ্টা করা হচ্ছে।’
বিএনপির এই নেত্রী বলেন, ‘আমাদের মনে হয় নির্বাচন হবে, হয়ে যাবে। এর আগে বেশ কিছু ঝামেলা হয়তো হতে পারে। ঝামেলা মানে এই সমস্ত ছোটখাটো ঝামেলা, যেগুলা নিয়ে আজকে সংস্কারের কথা আসছে কিংবা গণভোটের কথা আসছে। যেটা আমরা প্রথমেই বলে দিয়েছি সংসদ নির্বাচনের সময় গণভোট একই সঙ্গে করব।’
ঐকমত্য কমিশনের বিষয়ে সেলিমা রহমান ভাষ্য, ‘বলতে গেলে একটা বছর আমরা ঐকমত্যের সঙ্গে বসছি। ঐকমত্যে যাঁরা ছিলেন, যাঁরা হেড, তাঁরা হয়তো অনেক গুণী মানুষ বা বিশেষজ্ঞ হতে পারেন। কিন্তু তাঁরা কিন্তু এ দেশের কেউ নন। তাঁরা এই দেশের সংবিধান সম্বন্ধে অতটা ওইভাবে কথা বলতে পারেন না।’
এর আগে আলোচনা সভায় নারী ও শিশু অধিকার ফোরামের সদস্যসচিব নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর, দলটির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ ও মিফতাহ সিদ্দিকী সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীসহ অন্য নেতা-কর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রান্তিক পর্যায়ের নারীরা সহজ–সরল প্রকৃতির। একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করছে। ধর্মকে ব্যবহার করে তারা প্রান্তিক এলাকার নারীদের জান্নাতের টিকিট দেওয়া ও হাতে কোরআন শরিফ দিয়ে শপথ করানোর পর নানা রকম প্রচারণার মাধ্যমে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ধর্ম নিয়ে কোনো রাজনীতি হয় না, সেটি আমাদের বোঝাতে হবে।
সভায় সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার নারী জনপ্রতিনিধিরা বক্তব্য দেন। এ সময় তাঁরা বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণায় একযোগে কাজ করার অঙ্গীকার করেন। পাশাপাশি ঘরে ঘরে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফার প্রচারণা চলানোর কথাও জানান।