খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় আহত শিশুর মৃত্যু, পরিচয় মিলেছে নিহত যুবকের
Published: 4th, May 2025 GMT
খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় নিহত যুবকের পরিচয় মিলেছে। তার নাম অন্তর (১৯)। তিনি নীলফামারী সদর উপজেলার কুকড়াডাঙ্গা গ্রামের নরেশের ছেলে। একটি মুদির দোকানে চাকরি করতেন তিনি।
এছাড়া ওই দুর্ঘটনায় ১২ বছর বয়সী এক শিশু নিহত হয়। আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
অন্তর ঢাকায় দক্ষিণখানের কাওলা জামতলায় ভাড়া বাসায় থাকবেন। শনিবার দুপুরে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে রেল লাইনে দুর্ঘটনার শিকার হন।
পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়িরর ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী।
ঢাকা রেলওয়ে থানা পুলিশ জানিয়েছে, দুপুর পৌনে তিনটার দিকে ওই যুবক খিলক্ষেত রেলগেট সংলগ্ন রেললাইনে হাঁটছিলেন। এ সময় সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সুরমা মেইল নামের ট্রেনে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
ঢাকা রেলওয়ের বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরিচয় না পাওয়ায় মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তার পরনে ফুল প্যান্ট ও হাফহাতা গেঞ্জি ছিল।
উৎস: Samakal
কীওয়ার্ড: ন হত ট র ন দ র ঘটন
এছাড়াও পড়ুন:
ভারতের বিরুদ্ধে জাতিসংঘে যাচ্ছে পাকিস্তান
ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যাওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। ভারত পাকিস্তানে চেনাব নদীর পানিপ্রবাহ কমিয়ে দিয়েছে—এমন খবর প্রকাশ্যে আসার পর আজ রোববার পাকিস্তান এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন, যাঁদের বেশির ভাগই পর্যটক। এ হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে দাবি করে দেশটির বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে নয়াদিল্লি। তবে অভিযোগ নাকচ করে পাল্টা ব্যবস্থা নিচ্ছে পাকিস্তানও। এ নিয়ে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ভারতের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে এই অঞ্চলের সর্বশেষ অবস্থা জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বানে অবিলম্বে পদক্ষেপ নিতে জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখারকে নির্দেশ দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
বিবৃতিতে বলা হয়, ‘ভারতের আগ্রাসী কর্মকাণ্ড, উসকানি এবং উসকানিমূলক বক্তব্যের বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবহিত করবে পাকিস্তান।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘বিশেষ করে সিন্ধু পানিচুক্তি স্থগিতের মতো ভারতের বেআইনি পদক্ষেপের বিষয়টি তুলে ধরবে পাকিস্তান।’ দিল্লির ‘আগ্রাসী কর্মকাণ্ড’ কীভাবে এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করছে, সে বিষয়ও স্পষ্ট করা হবে বলে জানিয়েছে ইসলামাবাদ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রকৃত ঘটনা তুলে ধরতে পাকিস্তানের প্রচেষ্টার অংশ হিসেবে এ গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে।’
এদিকে বিদ্যমান জাতীয় নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে আজ সর্বদলীয় বৈঠক আহ্বান করেছে পাকিস্তান সরকার। এতে দলগুলোর শীর্ষ নেতাদের এ বিষয়ে ব্রিফ করার কথা রয়েছে তথ্যমন্ত্রী ও সামরিক বাহিনীর মুখপাত্রের। তবে এ বৈঠকে অংশ না নেওয়ার কথা জানিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রেডিও পাকিস্তান ও পিটিভি নিউজ জানিয়েছে, ‘সব রাজনৈতিক দলের’ শীর্ষ নেতাদের ভারতের সঙ্গে বিদ্যমান পরিস্থিতি নিয়ে যৌথভাবে ব্রিফ করবেন তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ও আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আজ টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ সময় ভারতের উসকানিমূলক আচরণে দক্ষিণ এশিয়ার বিদ্যমান উত্তেজনা নিয়ে পাকিস্তানের মারাত্মক উদ্বেগ নিয়ে তাঁর সঙ্গে আলাপ করেন শাহবাজ।
আরও পড়ুনপাকিস্তানে চেনাব নদীর পানিপ্রবাহ কমিয়ে দিয়েছে ভারত১ ঘণ্টা আগেপেহেলগামের ঘটনায় পাকিস্তানকে জড়ানোর যেকোনো চেষ্টা প্রত্যাখ্যান করে আন্তর্জাতিক, স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ তদন্তের বিষয়ে দেশটির অবস্থান পুনর্ব্যক্ত করেন শাহবাজ। এ তদন্তে মালয়েশিয়ার অংশগ্রহণকে স্বাগত জানাবেন বলেও জানান তিনি।
আরও পড়ুননরেন্দ্র মোদির সঙ্গে ভারতের বিমানবাহিনী প্রধানের সাক্ষাৎ৩ ঘণ্টা আগে