কাঠের কয়লা ও রঙ হাতে আপন মনে আল্পনা আঁকছেন এক অচেনা পথিক। তাকে দেখে মনে হচ্ছে, মানসিক ভারসাম্যহীন। তবে তার হাতের এমন আল্পনা দেখে হতবাক সবাই। তাকে দেখতে পথচারীরা ভিড় করছেন।
শনিবার (২ আগস্ট) বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি ভূমি অফিসের সামনে তাকে দেখা যায়। লোকটি দেখতে লম্বা, পাতলা ও গায়ের রঙ শ্যামলা। তিনি হয়ত কথা বলতে পারেন না অথবা পারলেও বলছেন না। কেউ প্রশ্ন করলে জবাব দিচ্ছেন না। ক্যামেরা দেখলে নিজেকে আড়াল করার চেষ্টা করছেন। আপন মনে তার হাতের কাজ করে যাচ্ছেন।
তার হাতের আল্পনায় ফুটে উঠেছে, তার বাড়ি কোনো নদীর তীরে। পথচারী কলেজ ছাত্রী নিলুফা ইয়াসমিন বলেন, ‘‘আমি তো অবাক। এই মানুষটির হাতে এমন যাদু আছে। দেখে তো পাগল মনে হচ্ছে, আসলে কি তিনি পাগল?”
পথচারী রাজু বলেন, ‘‘এই পাগলকে তার বাড়ি কোথায় জিজ্ঞেস করছি কিন্তু কথা না বলে ছবি এঁকে যাচ্ছেন। আবার তার বাড়ির ঠিকানা ছবি দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। তাকে নিয়ে আমার মনে অনেক প্রশ্ন জেগেছে। হয়ত তিনি শিক্ষিত। কোনো কারণে আজ তার এমন পরিস্থিতি।’’
হিলি বাজারের মনির হোসেন বলেন, ‘‘দুপুর থেকে আমাদের বাজারে তাকে দেখছি। কারো সঙ্গে কথা বা কিছু চাইছেন না। আমরা টাকা দিতে চাচ্ছি, তিনি শুধু মাথা নাড়াচ্ছেন আর ফিসফিস করে কী যেন বলছেন।’’
তবে অচেনা এই মানুষটির আঁকা আল্পনায় সকলে মুগ্ধ হয়েছেন।
ঢাকা/মোসলেম/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বগুড়ায় পৃথক ঘটনায় নিহত ২
বগুড়ার শাজাহানপুরে বিদ্যুৎস্পৃষ্টে ও মাটির দেয়াল ধসে ২ জন নিহত হয়েছেন। রবিবার (৩ আগস্ট) উপজেলার পৃথক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নন্দীগ্রাম পৌরসভার বৈলগ্রাম উত্তরপাড়ার মৃত তাছিম উদ্দিনের ছেলে বুলু মিয়া ও রাজশাহীর বুধপাড়া এলাকার মৃত বক্কর সিদ্দিকীর ছেলে কিবরিয়া।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজহারুল ইসলাম বলেন, ‘‘গ্রামের একটি মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্বে ছিলেন বুলু মিয়া। রবিবার ফজরের আজান দেওয়ার জন্য বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে সড়কে ছিঁড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তারে পা দিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’’
আরো পড়ুন:
শ্বাসরোধে ইবি শিক্ষার্থী সাজিদের মৃত্যু: ভিসেরা রিপোর্ট
বজ্রপাতে ১১টি মহিষের মৃত্যু, ভাসিয়ে দেওয়া হলো নদীতে
কৈগাড়ী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আল মাহমুদ বলেন, ‘‘অতিরিক্ত বৃষ্টিপাতে মাটির বাড়ির দেয়াল নরম হয়ে যায়। রবিবার সকালে দেয়াল ধসে পড়ে ঘুমন্ত কিবরিয়ার ওপর। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’
ঢাকা/এনাম/রাজীব