শিক্ষক নিয়োগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে বেলা ৩টা ২০ মিনিটে তাঁরা তালা খুলে দেন।

দীর্ঘদিন ধরে শিক্ষক–সংকট চলার কথা জানিয়ে জেরিন আক্তার নামের এক শিক্ষার্থী বলেন, ‘মাত্র পাঁচজন শিক্ষক দিয়ে ডিপার্টমেন্ট চলছে। বিষয়টি আমরা ডিন, উপাচার্যসহ সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছিলাম। তাঁরা আমাদের সময় দিয়েছিলেন। কিন্তু এরপরও আশানুরূপ কোনো সিদ্ধান্ত আসেনি। সে জন্য আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে তালা ঝুলিয়েছি।’

শিক্ষার্থী আকাশ আলী প্রথম আলোকে বলেন, ‘ফার্মেসি বিভাগে ৮টি ব্যাচের মোট ২৮০ জন শিক্ষার্থী রয়েছেন। নিয়মানুযায়ী মোট ২৮ জন শিক্ষক থাকার কথা। কিন্তু সেখানে আছেন মাত্র পাঁচজন, যা দিয়ে একটি বিভাগ বা ৮টি ব্যাচের পাঠদান চালানো অসম্ভব। আমরা শিক্ষার সুষ্ঠু পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছি। দীর্ঘদিন থেকে আমরা শিক্ষক নিয়োগের দাবি জানাচ্ছি, কিন্তু আমাদের দাবি আজও পূরণ হয়নি। তাই আমরা বাধ্য হয়ে প্রশাসনিক ভবনে তালা দিয়েছি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো.

আবদুল হাকিম প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের এই আন্দোলন যৌক্তিক। তাঁরা দীর্ঘদিন ধরে শিক্ষক–সংকটে ভুগছেন। এর আগেও আমি তাঁদের কাছ থেকে দুইবার সময় নিয়েছি, কিন্তু ইউজিসি থেকে কোনো নির্দেশনা না আসায় শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়নি।’

এসব বিষয়ে জানতে চাইলে উপাচার্য মো. হায়দার আলী বলেন, ‘ইউজিসিকে বারবার চিঠি দেওয়ার পরও আমাদের কোনো পদ দেননি। আমরা তো আর পদ সৃষ্টি করতে পারব না। এইমাত্র একটি চিঠি এসেছে ইউজিসি থেকে। সেখানে উল্লেখ করা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়ে ৬ আগস্ট মিটিং আছে। সেখানে শিক্ষক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি শিক্ষার্থীদের বুঝিয়ে বলার পর শিক্ষার্থীরা বেলা ৩টা ২০ মিনিটের কর্মসূচি স্থগিত করে প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়েছেন।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আম দ র

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ