ফার্মেসি বিভাগে শিক্ষক নিয়োগের দাবি, প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ
Published: 3rd, August 2025 GMT
শিক্ষক নিয়োগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে বেলা ৩টা ২০ মিনিটে তাঁরা তালা খুলে দেন।
দীর্ঘদিন ধরে শিক্ষক–সংকট চলার কথা জানিয়ে জেরিন আক্তার নামের এক শিক্ষার্থী বলেন, ‘মাত্র পাঁচজন শিক্ষক দিয়ে ডিপার্টমেন্ট চলছে। বিষয়টি আমরা ডিন, উপাচার্যসহ সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছিলাম। তাঁরা আমাদের সময় দিয়েছিলেন। কিন্তু এরপরও আশানুরূপ কোনো সিদ্ধান্ত আসেনি। সে জন্য আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে তালা ঝুলিয়েছি।’
শিক্ষার্থী আকাশ আলী প্রথম আলোকে বলেন, ‘ফার্মেসি বিভাগে ৮টি ব্যাচের মোট ২৮০ জন শিক্ষার্থী রয়েছেন। নিয়মানুযায়ী মোট ২৮ জন শিক্ষক থাকার কথা। কিন্তু সেখানে আছেন মাত্র পাঁচজন, যা দিয়ে একটি বিভাগ বা ৮টি ব্যাচের পাঠদান চালানো অসম্ভব। আমরা শিক্ষার সুষ্ঠু পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছি। দীর্ঘদিন থেকে আমরা শিক্ষক নিয়োগের দাবি জানাচ্ছি, কিন্তু আমাদের দাবি আজও পূরণ হয়নি। তাই আমরা বাধ্য হয়ে প্রশাসনিক ভবনে তালা দিয়েছি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো.
এসব বিষয়ে জানতে চাইলে উপাচার্য মো. হায়দার আলী বলেন, ‘ইউজিসিকে বারবার চিঠি দেওয়ার পরও আমাদের কোনো পদ দেননি। আমরা তো আর পদ সৃষ্টি করতে পারব না। এইমাত্র একটি চিঠি এসেছে ইউজিসি থেকে। সেখানে উল্লেখ করা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়ে ৬ আগস্ট মিটিং আছে। সেখানে শিক্ষক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি শিক্ষার্থীদের বুঝিয়ে বলার পর শিক্ষার্থীরা বেলা ৩টা ২০ মিনিটের কর্মসূচি স্থগিত করে প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়েছেন।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: আম দ র
এছাড়াও পড়ুন:
জীবননগরে ভৈরব নদে ডুবে দুই শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ভৈরব নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার বাঁকা ইউনিয়নের মুক্তিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পানিতে ডুবে মারা যাওয়া শিশু দুটির নাম রিমন হোসেন (৭) ও মো. জুনায়েদ হোসেন (৭)। রিমন হোসেন মুক্তারপুর গ্রামের ঈদগাহ পাড়ার মো. সজীব হোসেনের ছেলে এবং মো. জুনায়েদ হোসেন একই গ্রামের মো. জুয়েল মিয়ার ছেলে। তারা দুজন বন্ধু এবং দুজনই পার্শ্ববর্তী কুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
রিমন হোসেনের বাবা মো. সজীব হোসেন জানান, আজ রোববার স্কুল ছুটি শেষে বাড়িতে ফেরার পর তিন বন্ধু রিমন হোসেন, জুনায়েদ হোসেন ও রাব্বি হোসেন বাড়ির পাশে ভৈরব নদে গোসল করতে যায়। নদীতে নেমে তারা জাগ দেওয়া পাটের ওপর খেলতে শুরু করে। সে সময় পা পিছলে রিমন পানিতে পড়ে। জুনায়েদ তাকে উদ্ধার করতে গেলে দুজনেই পানির নিচে তলিয়ে যায়। দুই বন্ধুর পানিতে ডুবে যাওয়া দেখে রাব্বি দ্রুত তাদের বাড়িতে গিয়ে অভিভাবকদের খবর দেয়। খবর পেয়ে স্বজনেরা এসে পানি থেকে শিশু দুটির লাশ উদ্ধার করেন।
এদিকে খবর পেয়ে জীবননগর থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং ওই দুটি শিশুর মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।