সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত
Published: 3rd, August 2025 GMT
সিদ্ধিরগঞ্জে চিহ্নিত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের হামলায় শফিউল্লা নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় ছিনতাইকারীরা ওই ব্যবসায়ীকে মারধর ও ছুরিকাঘাত করে নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় গত শনিবার (২ আগষ্ট) ভুক্তভোগী শফিউল্লর স্ত্রী পারভীন আক্তার বাদি হয়ে মিজমিজি সিআইখোলা এলাকার জাকির হোসেনের ছেলে মো: জিহাদ (২৩), রব মিয়ার ছেলে রবিন (২৮), একই এলাকার সাকিব (২২) ও রবিউল (২৫) সহ আরো অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে। এরআগে শুক্রবার সকাল ১০ টায় সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগে ভুক্তভোগীর স্ত্রী উল্লেখ করেন, আসামিরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও ডাকাতির সাথে সম্পৃক্ত।
তার স্বামী মো: শফিউল্লা গত শুক্রবার সকাল ১০টার দিকে ব্যাবসায়িক কাজে ঘর থেকে বের হলে সিআইখোলা রাস্তায় উক্ত বিবাদীরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তার কাছ থেকে ১০ হাজার টাকা ছিনতাই করে নিতে চেষ্টা করলে তার সাথে ধস্তাধস্তি শুরু হয়।
এক পর্যায়ে তার স্বামীকে মো.
এসময় এলাকাবাসি এসে তাদেরকে উদ্ধার করে। বিবাদীরা যাওয়ার সময় তাদেরকে প্রান নাশের হুমকি দিয়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীনুর আলম জানায়, এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী থানায় অভিযোগ করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ছ নত ই স দ ধ রগঞ জ ব যবস য়
এছাড়াও পড়ুন:
ঢাকার ছাত্র সমাবেশে মহানগর ছাত্রদলের শোডাউন
ছাত্র-জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমাবেশকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়ার নেতৃত্বে মহানগর ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে বিশাল শোডাউন করে অংশগ্রহণ করেছে।
রোববার (৩ আগস্ট) রাজধানীতে শাহবাগে এই ছাত্র সমাবেশের আয়োজন করা হয়।
এসময়ে নারায়ণগঞ্জ মহানগর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের নিয়ে ব্যানার ফেস্টুনে সু- সজ্জিত হয়ে শ্লোগানে শ্লোগানে বিশাল শোডাউন করে মিছিল নিয়ে ছাত্র সমাবেশে অংশগ্রহণ করেন মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক সাজিদ, সহ- সাধারণ সম্পাদক রাতুল, ছাত্রদল সদস্য জিসান,জোবায়ের, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা আবির, রায়হান, আহসান, আকাশ, বন্দর উপজেলা ছাত্রদল নেতা ইমরান, সজীব, মুন্না, রিফাত, সদর থানা ছাত্রদল নেতা জহিরুল, ৩নং ওয়ার্ড ছাত্রদল নেতা ইমরান, মোহন, মো. খান, ইরফান, রনি, রাজু, অনু, ৪নং ওয়ার্ড ছাত্রদল নেতা সুজন, রমজান প্রমুখ।