‘জুলাই সনদ’ বাস্তবায়নে গতি আনতে চায় কমিশন
Published: 3rd, August 2025 GMT
জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ের সম্মেলন কক্ষে। এতে সভাপতিত্ব করেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
সভায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত আলোচনায় যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, তা পর্যালোচনা করা হয়। সেইসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়, ঐকমত্য হওয়া প্রস্তাব ও সুপারিশগুলো বাস্তবায়নের লক্ষ্যে কমিশন পর্যায়ক্রমে বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করবে এবং পরবর্তী ধাপে রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে নতুন করে আলোচনা করবে।
কমিশন মনে করছে, প্রস্তাবসমূহ বাস্তবায়নের জন্য দলগুলোর পাশাপাশি সরকারেরও করণীয় রয়েছে। এজন্য আলোচনা ও পরামর্শ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে সভায় জানানো হয়।
কমিশনের পক্ষ থেকে ইতোমধ্যে একটি প্রাথমিক খসড়া প্রস্তাবনা ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। অধিকাংশ দল মতামত দিলেও যেসব দল এখনও মত দেয়নি, তাদের দ্রুত মতামত জানানোর জন্য সভায় তাগিদ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি মো.
ঢাকা/এএএম//
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
২৭০ দিন আলোচনার পর অনৈক্যে হতাশ উপদেষ্টা
জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর পরস্পরবিরোধী অবস্থানে হতাশা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ২৭০ দিন আলোচনার পরও ঐকমত্য না হওয়ায় তিনি বলেন, সরকার কীভাবে কাজ করবে, তা বোঝা কঠিন। গণভোটের সময় ও পদ্ধতি নিয়ে মতভেদ চরমে পৌঁছেছে। জাতীয় ঐকমত্য কমিশন দুটি বিকল্প প্রস্তাব দিয়েছে, যার মধ্যে রয়েছে গণভোট অথবা নির্বাচিত সংসদের হাতে দায়িত্ব হস্তান্তর। রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য ঐকমত্যের সরকারের ধারণাকে দুর্বল করে দিচ্ছে।