‘জুলাই সনদ’ বাস্তবায়নে গতি আনতে চায় কমিশন
Published: 3rd, August 2025 GMT
জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ের সম্মেলন কক্ষে। এতে সভাপতিত্ব করেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
সভায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত আলোচনায় যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, তা পর্যালোচনা করা হয়। সেইসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়, ঐকমত্য হওয়া প্রস্তাব ও সুপারিশগুলো বাস্তবায়নের লক্ষ্যে কমিশন পর্যায়ক্রমে বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করবে এবং পরবর্তী ধাপে রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে নতুন করে আলোচনা করবে।
কমিশন মনে করছে, প্রস্তাবসমূহ বাস্তবায়নের জন্য দলগুলোর পাশাপাশি সরকারেরও করণীয় রয়েছে। এজন্য আলোচনা ও পরামর্শ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে সভায় জানানো হয়।
কমিশনের পক্ষ থেকে ইতোমধ্যে একটি প্রাথমিক খসড়া প্রস্তাবনা ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। অধিকাংশ দল মতামত দিলেও যেসব দল এখনও মত দেয়নি, তাদের দ্রুত মতামত জানানোর জন্য সভায় তাগিদ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি মো.
ঢাকা/এএএম//
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সংবিধানের চার মূলনীতি প্রশ্নে কমিশনের সভা বর্জন বাম দলগুলোর
বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি বাতিলের অভিযোগ তুলে জাতীয় ঐকমত্য কমিশনের সভা বর্জন করেছে বাম দলগুলো। দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাসদ, বাংলাদেশ বাসদ, বাসদ মার্ক্সবাদী।
বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের ২৩তম দিন তথা শেষ দিনের আলোচনার শেষ সময়ে এসে সভা বর্জন করে বাম দলগুলো।
আলোচনায় সংবিধানের মূলনীতি প্রসঙ্গে কমিশনের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়, ‘রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিষয়ে আলোচনার প্রেক্ষাপটে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করা হচ্ছে, সংবিধানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির কথা রাষ্ট্র পরিচালনার নীতির অংশ হিসেবে উল্লেখ থাকবে।’
এ সময় বাম রাজনৈতিক দলগুলো সংবিধানের চার মূলনীতি বাদ দেওয়ার অভিযোগ করে সভা বর্জন করে। পরে নেতারা গণমাধ্যমের সামনে কথা বলেন। উল্লেখ্য, বাংলাদেশের বিদ্যমান সংবিধানের চারটি মূলনীতি হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা।
সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স) বলেন, ‘শেষ মুহূর্তে তড়িঘড়ি করে এমন একটি প্রস্তাব পাস করানোর চেষ্টা থেকেই কমিশনের উদ্দেশ্য স্পষ্ট হয়ে যায়। আগে অনেকে বলেছিলেন, সংবিধান ছুড়ে ফেলে দিয়ে নতুন করে লিখতে হবে, আজ তারই প্রতিচ্ছবি আমরা দেখলাম।’
রুহিন হোসেন আরও বলেন, ‘বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ আমরা যাঁরা আছি, বৈঠক বর্জন করে বেরিয়ে এসেছি। এখন পুরো ঐকমত্য সনদে স্বাক্ষর করব কি না, তা নিজ নিজ দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেব। আমাদের সমর্থক ও দেশবাসীর মতামত নিয়েই আমরা সিদ্ধান্ত নেব, থাকব নাকি সরে যাব।’
সিপিবির সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা পরিষ্কার করে বলছি, এই বর্জনের পরও যদি তারা উপলব্ধি না করে এবং জোর করে আগায়, তাহলে ঐকমত্য সনদের সঙ্গে থাকা আর সম্ভব হবে না।’
বাসদ মার্ক্সবাদীর নেতা মাসুদ রানা বলেন, ‘সংবিধানে বিদ্যমান মূলনীতি বহাল রেখে কমিশনের প্রস্তাবিত বিষয়গুলো যুক্ত করার কথা বলেছি। এগুলোর সঙ্গে মহান মুক্তিযুদ্ধ যুক্ত। এগুলোকে বাদ দেওয়া মানে আমাদের ইতিহাসকে অস্বীকার করা।’
বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘১৯৭১ সালে যারা পরাজিত হয়েছিল, এরা সে গ্লানি এখনো ভুলতে পারিনি। তারাই মুক্তিযুদ্ধের মূলনীতি পরিবর্তনের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চাচ্ছে।’
বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মোশতাক হোসেন বলেন, ‘আমরা আলোচনায় শুরু থেকে বলে আসছি, কমিশন যে প্রস্তাবনা দিয়েছে, সেটিকে যদি “নোট অব ডিসেন্ট (আপত্তি)” দিয়ে মেনে নিই, তাহলে শুধু ভবিষ্যৎ প্রজন্ম নয়, বর্তমান প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। আমরা সেটার অংশীদার হতে প্রস্তুত নই।’