টেকনাফে অটোরিকশা-ট্রাকের সংঘর্ষে রোহিঙ্গা যুবক নিহত
Published: 3rd, August 2025 GMT
কক্সবাজারের টেকনাফে অটোরিকশা ও মিনিট্রাক সংঘর্ষে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ রোববার দুপুর সাড়ে ১২টায় উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তুলাতুলি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
নিহত ওই রোহিঙ্গা যুবকের নাম মো.
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বালু বহনকারী একটি মিনিট্রাক (ডাম্পার) উখিয়া উপজেলার পালংখালী থেকে টেকনাফ যাচ্ছিল। পথে হোয়াইক্যং ইউনিয়নের তুলাতুলি এলাকায় একটি বাঁকে নিয়ন্ত্রণ হারালে অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং মিনিট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা রোহিঙ্গা যুবক এবাদুল্লাহ নিহত হন। এ ছাড়া অটোরিকশার চালক, এক যাত্রী, মিনিট্রাকের চালক ও চালকের সহকারী আহত হন। এঁদের মধ্যে মিনিট্রাকের চালক ও চালকের সহকারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
জানতে চাইলে হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক নুরুল আবছার বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি দল পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহত যুবকের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫