হবিগঞ্জের শাহজীবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের তিন দিন পেরিয়ে গেলেও জেলা সদর ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি। এতে শহরজুড়ে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।

গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শাহজীবাজার ৩৩/১১ কেভি উপকেন্দ্রের সুইচিং ব্রেকারে আগুন লাগে। এতে ওই কেন্দ্র থেকে বিদ্যুৎ সঞ্চালন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এ ঘটনায় হবিগঞ্জ জেলা সদরসহ আশপাশের এলাকা প্রায় ১৫ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল।

বিদ্যুৎ সরবরাহ আংশিক সচল হলেও তা এখনো স্থিতিশীল হয়নি। আজ রোববার বেলা দেড়টা থেকে রাত আটটা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ছিল না। এর আগে শনিবার রাত আড়াইটা থেকে রোববার সকাল নয়টার আগপর্যন্ত বিদ্যুৎ ছিল না। টানা তিন দিন দিনে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে হচ্ছে শহরবাসীকে। বন্ধ হয়ে গেছে বিদ্যুৎনির্ভর ইজিবাইক ও রিকশা চলাচল। বিদ্যুৎ না থাকায় বাসাবাড়িতে গ্যাস ও পানির সংকট দেখা দিয়েছে। এতে জনজীবনে দুর্ভোগ আরও বেড়েছে।

শহরের পিটিআই এলাকার গৃহবধূ শিল্পী সরকার বলেন, ‘পানি ছাড়া কি কোনো মানুষ বাঁচতে পারে? গতকাল থেকে আমরা পানি ছাড়া আছি।’ শহরে অটোরিকশা চালান শাহেদ মিয়া। তিনি বলেন, দুই দিন ধরে বিদ্যুৎ ঠিকমতো না থাকায় গ্যাসপাম্প থেকে তাঁর গাড়িতে গ্যাস নিতে পারছেন না।

হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল মুর্শেদ প্রথম আলোকে জানান, শাহজীবাজার উপকেন্দ্রে আগুন লাগার পর ডাবল লাইনের বদলে সিঙ্গেল লাইনে বিদ্যুৎ সরবরাহ করতে হচ্ছে। আজ বৃষ্টির কারণে ওই লাইনে ত্রুটি দেখা দেয়। পুরোপুরি স্বাভাবিক হতে আরও দুই থেকে তিন দিন সময় লাগতে পারে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব দ য ৎ সরবর হ

এছাড়াও পড়ুন:

ত্রাণ সংগ্রহকারী ফিলিস্তিনিদের হত্যা করতে সাইলেন্সারযুক্ত অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল

ত্রাণ সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের হত্যা করতে সাইলেন্সার যুক্ত অস্ত্র ব্যবহার করছে ইসরায়েলি সেনারা। ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল প্রথমবারের মতো এই অস্ত্র ব্যবহার করছে বলে শুক্রবার জানিয়েছে আল-জাজিরা অনলাইন।
 
উত্তর গাজায় আল জাজিরার আরবি সংবাদদাতা আনাস আল-শরিফ জানিয়েছেন, তিনি একাধিক প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছেন যারা বেইত লাহিয়ার কাছে সুদানী এলাকায় সাইলেন্সার ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানে ইসরায়েলি সেনাবাহিনী একটি সাহায্য কেন্দ্রের আশেপাশের লোকদের লক্ষ্য করে সাইলেন্সারযুক্ত অস্ত্র ব্যবহার করেছিল।

তিনি জানান, এর অর্থ হল ইসরায়েলি সেনারা নিজেদের বেপরোয়াভাবে ত্রাণ সংগ্রহকারীদের হতাহত করার চেষ্টা করছিল। শুক্রবার মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ এবং ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূত মাইক হাকাবি কয়েক ঘন্টা ধরে গাজা সফর করার সময় এই ঘটনাটি ঘটেছে।

গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ হচ্ছে একটি মার্কিন সমর্থিত একটি ত্রাণকেন্দ্র পরিচালনাকারী সংস্থা। একে সমর্থন দিয়েছে ইসরায়েল। গাজায় সরবরাহ পৌঁছানোর জন্য জিএইচএফ বেসরকারি মার্কিন নিরাপত্তা ও সরবরাহ কোম্পানি ব্যবহার করে। এটি জাতিসংঘের নেতৃত্বাধীন একটি ব্যবস্থাকে এড়িয়ে চলে। গাজায় জিএইচএফ মে মাসের প্রথম দিকে কার্যক্রম শুরু করার পর থেকে খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা লোকদের প্রায় প্রতিদিন গুলি করার জন্য কুখ্যাত হয়ে উঠেছে। এ পর্যন্ত ১ হাজার ৩৭৩ জন ফিলিস্তিনি জিএইচএফের ত্রাণকেন্দ্রগুলোতে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ

  • ট্রাম্পের শুল্কের প্রভাব, যুক্তরাষ্ট্রের বাজারে যেসব পণ্যের দাম বাড়বে
  • ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা, তিন কর্মকর্তা গ্রেপ্তার
  • গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরো ৬৮ ফিলিস্তিনির
  • ফ্লাইট এক্সপার্ট বন্ধ, মালিক ও কর্মকর্তার পাল্টাপাল্টি অভিযোগ
  • পোশাকশিল্পে এখনই রূপান্তরের সময়
  • ত্রাণ সংগ্রহকারী ফিলিস্তিনিদের হত্যা করতে সাইলেন্সারযুক্ত অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল
  • হ‌বিগ‌ঞ্জের শাহজীবাজার কেন্দ্রে আগুন, ১৫ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ শুরু
  • যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা বাড়ানোর সুযোগ আসবে
  • বেড়েছে মাছ, মুরগি ও ডিমের দাম